নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

সংস্কারের নাম কইরা দেশ টা খাইয়া ফালাইয়েন না

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৯

একবার এক কলিগ লাঞ্চে এক পিস মাছ খাওয়াইলো, খাওয়ার পরে জিগাইলাম এইটা কি মাছ, কলিগে কয় "বাচ্চা কোরাল"
এইটা শোনার সাথে সাথে ওয়াক করে বমি কইরা দিলাম৷
কইলাম মাছের লগে বাচ্চা কেন লাগাইলেন?
আর কিছু পান নাই? আমি কি মাছের বয়স জিগাইসি?
বাচ্চা হোনার লগে লগে মনে হইলো আসলেই কারো বাচ্চা***

এইটা মনে হইলো কারণ এইভাবে অস্থির পরিবেশ চলতে থাকলে মাইন্সে বাচ্চা কোরাল টাও খাইবো কইত্থে! নির্বাচিত সরকার ছাড়া স্থিতিশীলতা অসম্ভব৷ সংস্কারের নাম করে দেশ টা খাইয়া ফালাইয়েন না৷

আমারে ট্যাগ দেয়ার আগে চিন্তা কইরা লন, স্থিতিশীলতা যদি আসে নির্বাচিত সরকার ছাড়া তবে দুইটা বকা দিয়েন আমিও কানে ধরমু৷ কিন্তু ফর গড সেক, নির্বাচন ছাড়া এতো হাজারো লাখো মতে ভাগ হওয়া জনতাকে নিজ নিজ কামে ফেরানো অসম্ভব৷

কোন ভুল কিছু বলে থাকলে মাফ চাই৷ আফনাগো ডরে তো প্রথম আলো হইয়া গেসি৷ কিছু কইতে পারিনা৷


মন্তব্য ১৭ টি রেটিং +০/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৪

ইফতেখার ভূইয়া বলেছেন: সহসাই নির্বাচন হচ্ছে না। উপদেষ্টামণ্ডলীতে যারা আছেন তদেরকে কাজ করার সময় দিন, ধৈর্য্য রাখুন। ধন্যবাদ।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৭

আহসানের ব্লগ বলেছেন: আমার স্টেবেলিটি চাই। ব্যবসা করে ঘরের বাজার করার টাকাও উঠতে কষ্ট হচ্ছে। আপনার সংস্কারে আমার পেট ভরবেনা।

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫০

রানার ব্লগ বলেছেন: এতো জলদি নির্বাচন হবে না ।

কমলা তিতা হয় কখন জানেন ? এরাও তিতা হবে তার পর নির্বাচন হবে ।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৮

আহসানের ব্লগ বলেছেন: এখন নির্বাচন দিলেতো পালায়া বাচতে হইলেও পারবে। দেরী হইলে তো এদের নিরাপত্তা নিয়া আমার শঙ্কা হয়।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৪

হাবিব ইমরান বলেছেন:

আফনেগ আফায় কিছু রাখছে খাওনের লাইগা?
সবকিছু তো উন্নয়ন উন্নয়ন জিকিরের সাথে সাথে পাচার কইরা দিছিলো। সংস্কারের সময় দেওন লাগবো। ধৈর্য ধরেন, দেশটারে একটু সোজা হইয়া খাড়াইতে দ্যান।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৬

আহসানের ব্লগ বলেছেন: বছরে এজন মানুষের গড় ইনক্রিমেন্ট হয় মাত্র ৫০০ টাকা, সেখানে আপনারা চালের দাম বাড়িয়ে দিলেন ৪০০ টাকা বস্তা প্রতি। অনেক সংস্কার করতেসেন মাশাল্লাহ।

আপনেরা একটা ভালো রিজার্ভ পাইছেন। উপদেষ্টা সালেহউদ্দিন স্বীকার করেছেন বিদেশী ঋন পরিশোধ করার সক্ষমতা বাংলাদেশের আছে। জিডিপি টু ফরেইন লোন রেশিও হচ্ছে ১৫.৫ শতাংশ। এটা খুবই কম। এটাও আমি বলি নাই সালেহউদ্দিন গত ১৪ আগষ্ট এক বৈঠকে এই তথ্য দিয়েছেন। তিনি এও বলেছেন অর্থনীতি খারাপ অবস্থায় নেই। তবে গতি কমেছে। সেটাও স্বাভাবিক। পুরো দেশ একটা অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে গেছে। এখন তাদের নিশ্চিত করতে হবে অর্থনীতি যাতে গতি পায়। এইটুকুই তাদের কাজ। এই কাজ করতে ব্যার্থ হলে স্বভাবতই শুরু হবে ব্লেম গেম খেলা।

এইটা আপনাদের উপদেষ্টার কথা, অফ যান দয়া করে। মুখস্ত অযুহাত দিয়েন না।

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নষ্টামি নিয়ে কেউ লিখলেই তাকে ফ্যাসিস্ট হাসিনাদ দোসর ভারতীয় দালাল বানিয়ে দিচ্ছে বিএনপি জামায়াত মানসিকতার কয়েকজন। ওদের কথা হল ওদের সাথে যাদের মতের বিরোধ তাদের ব্লগ থেকে বের করে দিতে হবে।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১০

কামাল১৮ বলেছেন: পুড়ানো কেবল শুরু হইছে।

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৩

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: আমার স্টেবেলিটি চাই। ব্যবসা করে ঘরের বাজার করার টাকাও উঠতে কষ্ট হচ্ছে। আপনার সংস্কারে আমার পেট ভরবেনা।

সরকার কারো পেট ভরানোর দায়িত্ব নিয়েছে বলে জানতাম না। নিজের রোজগারে যদি পেট না ভরে তাহলে আপনাকে অবশ্যই আরো বেশী পরিশ্রম করতে হবে কিংবা নতুন দক্ষতা অর্জন করতে হবে আয় বাড়ানোর জন্য, এর কোন অন্যথা দেখছি না। ব্যবসার পাশাপাশি সময় বের করে নিজের দক্ষতা অনুযায়ী চাকুরী করারও চেষ্টা করতে পারেন। ধন্যবাদ।

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২০

আহসানের ব্লগ বলেছেন: মেধাবী নাকি ভাইজান? স্ট্যাবিলিটি থাকবে না এজন্য আমাকে চাকুরী করতে হবে? একরে পর এক ফ্যাক্টরী আগুনে বন্ধ হইতেসে কয়জন রে চাকুরী দিবেন? ব্যবসা আর চাকুরী একসাথে করা যায়? এই মেধা নিয়া সরকার ফালায়া দিসেন? আমগো অবস্থা তো তাইলে সারা। সব ফ্যাক্টরী লোক নেয়া বন্ধ করসে সেই খবর জানেন?

০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩৪

আহসানের ব্লগ বলেছেন: আর কি লিখেছে মেধাবী ভাই সেইটা পড়েন ঠান্ডা মাথায় মন্তব্য করেন, সরকার কে আমার পেট ভরানোর দায়িত্ব দেই নাই। স্টেবিলিটির কথা বলসি। যা সরকারের দায়িত্ব।

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:২৮

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: মেধাবী নাকি ভাইজান? স্ট্যাবিলিটি থাকবে না এজন্য আমাকে চাকুরী করতে হবে? একরে পর এক ফ্যাক্টরী আগুনে বন্ধ হইতেসে কয়জন রে চাকুরী দিবেন? ব্যবসা আর চাকুরী একসাথে করা যায়? এই মেধা নিয়া সরকার ফালায়া দিসেন? আমগো অবস্থা তো তাইলে সারা। সব ফ্যাক্টরী লোক নেয়া বন্ধ করসে সেই খবর জানেন?

বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যে আগে থেকেই খারাপ সেটা আপনার জানার কথা। তথাকথিত উন্নয়নের নামে লোটপাট আর বিদেশে টাকা পাচার হওয়া, লোনের কিস্তি পরিশোধ করতে না পারার কাহিনীও আপনাদের অজানা থাকার কথা নয়। দুঃখজনক যে তখন স্ট্যাবিলিটি নিয়ে আপনাদের লিখা আসে নি। অবশ্য আসলেও আয়নাঘরে পরে থাকার সম্ভাবনাও যে আছে সেটা হয়তো আপনি জানতেন, তাই চুপ হয়ে ছিলেন সম্ভবত। লাঠিকে অবশ্য বাঙালীরা বরাবরই ভয় পেয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ সরকারবিহীন ছিলো, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেকগুলোই অকার্যকর ছিলো, জ্বালাও-পোড়াও কম হয় নি। বিষয়গুলো দুঃখজনক হলেও অপ্রত্যাশিত ছিলো না। ক্ষোভের বহিঃপ্রকাশতো হতে হবে, এখন আপনারও হচ্ছে। এটাই স্বাভাবিক। তবে এখন অবশ্য অনেকেই ইদুরের গর্ত থেকে বের হয়ে আসছেন দাবী-দাওয়া নিয়ে যদিও বিগত ১৬ বছর তারা গর্তে থেকেও কোন অভিযোগ করে নি।

মেধাবী কি না জানি না তবে স্কুল-কলেজের আঙিনায় শেষ কবে গিয়েছি মনে পড়ছে না। পেটে ক্ষুধা থাকাটা ভালো, এটা একটা মোটিভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। ওটা আছে বলেই, মানুষ অনেক অসাধ্য বিষয়কে সম্ভব করেছে, আগামীতেও করবে। ওটাই উপার্জনের পথ বের করতে সহায়ক হবে। আর আমার দিন চলে যাচ্ছে টুকটাক কাজ করে, অন্তত কাজ-কর্ম বাদ দিয়ে অনলাইনে এসে স্ট্যাবিলিট নিয়ে অভিযোগ করছি না। ভালো থাকুন।

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৩৪

ইফতেখার ভূইয়া বলেছেন: লেখক বলেছেন: ... স্টেবিলিটির কথা বলসি। যা সরকারের দায়িত্ব।

আপনি যে স্ট্যাবিলিটির কথা বলছেন সেটা এক মাসে সমাধান করার মতো কোন বিষয় নয়। আর আপনিই একক কোন ব্যক্তি নন যার স্ট্যাবিলিটি সমস্যা হচ্ছে। নতুন উপার্জনের পথ বের করতে না পারলে, ধৈর্য্য ধরা ছাড়া আর কোন অপশন আপাতত আপনার হাতে আছে বলেও মনে হয় না। শুভ কামনা থাকছে। ধন্যবাদ।

৯| ০৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৩৯

হাবিব ইমরান বলেছেন: লেখক বলেছেন: বছরে এজন মানুষের গড় ইনক্রিমেন্ট হয় মাত্র ৫০০ টাকা, সেখানে আপনারা চালের দাম বাড়িয়ে দিলেন ৪০০ টাকা বস্তা প্রতি। অনেক সংস্কার করতেসেন মাশাল্লাহ।

আপনেরা একটা ভালো রিজার্ভ পাইছেন। উপদেষ্টা সালেহউদ্দিন স্বীকার করেছেন বিদেশী ঋন পরিশোধ করার সক্ষমতা বাংলাদেশের আছে। জিডিপি টু ফরেইন লোন রেশিও হচ্ছে ১৫.৫ শতাংশ। এটা খুবই কম। এটাও আমি বলি নাই সালেহউদ্দিন গত ১৪ আগষ্ট এক বৈঠকে এই তথ্য দিয়েছেন। তিনি এও বলেছেন অর্থনীতি খারাপ অবস্থায় নেই। তবে গতি কমেছে। সেটাও স্বাভাবিক। পুরো দেশ একটা অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে গেছে। এখন তাদের নিশ্চিত করতে হবে অর্থনীতি যাতে গতি পায়। এইটুকুই তাদের কাজ। এই কাজ করতে ব্যার্থ হলে স্বভাবতই শুরু হবে ব্লেম গেম খেলা।


আপনাকে এক মাস বসিয়ে রাখা হইছে।
দেশবাসীকে বলব আপনার কাছে ক্ষমা চাইতে।
আপনি মনে করেছেন এক মাসের মধ্যে নতুন সরকার দেশের অবস্থা তার যাদুর কাঠির মাধ্যমে ঠিক করে দিবেন, তাইনা?
১৬ বছরে বাংলায় যেটা দেখেননি সেটা এক মাসে আশা করেন কিভাবে?
প্লিজ অনেক অনেক আফসোস করতে থাকেন।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৩৩

আহসানের ব্লগ বলেছেন: আপনারে কে বলেছে দেশ সাজানো দেশ টারে ধ্বংস করে আবার আমাদের ধৈর্য্য ধরতে। যে মেধার জন্য এতো কাহীনি করলেন সেই কুয়েটে চৌর্যবৃত্তি করা শিক্ষক কে ভিসি বানালেন।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:১১

নতুন বলেছেন: আমারে ট্যাগ দেয়ার আগে চিন্তা কইরা লন, স্থিতিশীলতা যদি আসে নির্বাচিত সরকার ছাড়া তবে দুইটা বকা দিয়েন আমিও কানে ধরমু৷ কিন্তু ফর গড সেক, নির্বাচন ছাড়া এতো হাজারো লাখো মতে ভাগ হওয়া জনতাকে নিজ নিজ কামে ফেরানো অসম্ভব৷

শেখ হাসিনার সৈরাচারী সরকার পালিয়েছে।

তো এখন দেশ অস্থির বানাচ্ছে কে? আয়ামীলীগই আর বিএনপি, জামাত মিলেই দেশকে অস্থির বানাচ্চে।

ভারত তো সেনা পাঠাতেও প্রস্তুত হয়ে বসে আছে।

আফসোসলীগকে পরাজয় মেনে নিতে বলুন, তাদের বলুন ভালো হয়ে যেতে তবে দেশ সাভাবিক হয়ে যাবে।

০৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫৫

আহসানের ব্লগ বলেছেন: হাসাইলেন, ভারত মনিপুরের জন্য সতর্ক থাকতে বলেছে, আর সীমান্ত দিয়ে বাবরের মতন ১০ ট্রাক অস্ত্র নি পাঠানোর চেষ্টা করা হয় সেই ভয়ে সতর্ক আছে। ভারতের মনিপুরে অনেক দিন ধরে অস্থিরতা চলছে। সেই জন্য তারা সতর্ক থাকবে। এর বেশী কিছুনা।

১১| ১০ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৩০

ছাত্র২৪ বলেছেন: বাংলাদেশের লাক্ষ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.