নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ

পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!

আহসানের ব্লগ › বিস্তারিত পোস্টঃ

নতুন সরকার চড়া সুদে ঋণ কেন নিচ্ছে?

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৮

মে ২০২৩ দৈণিক বাংলার খবর অনুযায়ী যেখানে শেখ হাসিনা মাত্র ২ শতাংশ সুদে বিশ্ব ব্যাংক থেকে ২২৫ কোটি ডলার ঋণের প্রস্তাব পেয়েছিল সেখানে নতুন সরকার ঋণ নিচ্ছে ৬ থেকে ৬ দশমিক ৫০ শতাংশ হারে।
দেশ টা কে যে ওনারা কি করতে চলেছেন তা কি এখনো কৈষম্যের সাপোর্টাররা বুঝতে পারছেন না?

দৈনিক বাংলা মে ০২, ২০২৩




আজকের প্রথম আলো

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০১

ধুলো মেঘ বলেছেন: শেখ হাসিনা যে লোন নিতেন, তা থেকে লোনদাতার লোকেরা ২% কমিশন নিতেন, রেহানা নিতেন ১% আর জয় ১%। আরো ১% ঠিকাদারেরা বিভিন্ন ভাবে গাপ করে দিত। এই যুগে সেইরকম সুযগ নেই বলে সূদের হার সাড়ে চার শতাংশ বেড়ে গেছে। তারপরেও আমাদের লাভ থাকবে হাফ শতাংশ।

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৭

আহসানের ব্লগ বলেছেন: এরা যে নেবেনা তার গ্যারান্ট কি? আর বিশ্ব ব্যাংক এর প্রকল্পে অনিয়ম করা অসম্ভব। তাহলে আপনি বিশ্ব ব্যাংক কেং দূর্নিতি বাজ বলছেন? সাধু সাবধান সব জায়গায় ম্যাৎকার করিয়েন না।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০২

ক্লোন রাফা বলেছেন: বর্তমান সরকার প্রধানের মুল ব্যবসা’টা কি সেটা কি ভুলে গেছেন⁉️ ১৪ থেকে ২০ পার্সেন্ট সুদ তার প্রতিষ্ঠান আদায় করে সাধারণ মানুষের কাছ থেকে। ৬%’তো উনার কাছে কম মনে হোতেই পারে। টেনশন কইরেননা দেশ এখন এক ফু দিয়ে সমাধানের পথে আছে.......।

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৮

আহসানের ব্লগ বলেছেন: সামু ব্লগে প্রচুর পরিমাণ অন্ধ দেখা যাচ্ছে। যেভাবে হউক লাল ডিপি থেকে ছাপা লাল হয়ে গেলেও এরা রাও পারছেনা।

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:১০

এক্সম্যান বলেছেন: চড়া সুদে ঋণ ভালো না।

আপনি যেই খবরের সুত্র দিয়েছেন সেই খবরেই একটা গুরুত্বপুর্ন অংশ

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক খাত সংস্কারে জোর দেয় নতুন অন্তর্বর্তী সরকার। এই সরকার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছে অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে। এরপর ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়। এর মধ্যে ৯টির মালিকানা ও নিয়ন্ত্রণ ছিল বহুল আলোচিত এস আলম গ্রুপের হাতে। এসব ব্যাংক থেকে এস আলম গ্রুপ নামে-বেনামে প্রায় দুই লাখ কোটি টাকা বের করে নিয়েছে, যা আদায় করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পর্ষদ পরিবর্তিত হওয়া ব্যাংকগুলো। তারল্য–সংকটে পড়ে এসব ব্যাংকের স্বাভাবিক লেনদেন কার্যক্রম ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। এই ব্যাংকগুলোর কর্মকর্তাদের বেতনও অনিয়মিত হয়ে পড়েছে।

এস আলম গ্রুপ নামে-বেনামে প্রায় দুই লাখ কোটি টাকা বের করে নিল, এই ব্যাপারে আপনার অবজার্ভেসন কি? ব্যাংকে সমস্যা কিন্তু একারনেই হয়েছে।

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:১৪

আহসানের ব্লগ বলেছেন: এস আলমের নিয়ে নিউজ প্রআ তে পড়লাম ১ লাখ কোটি ঋণ আর ২৬ হাজার কোটি ব্যাংকে আছে। তাদের ব্যবসার আকার দেড় লাখ কোটির মতন। হুদাই এস আলম কে আপনারা তাড়ালেন তাদের ঋণ খেলাপির সুযোগ ও করে দিলেন। আবার নিজেরাই এ নিয়ে বিপক্ষ কে দোষ দিচ্ছেন।এখন নাকি তাদের সম্পদ বেচবেন আর এভাবে ঋণ শোধ করবেন। ২৫ হাজার মানুষের কর্ম সংস্থান নষ্ট করে দিলেন এর দায় আপনাদের ই নিতে হবে মহাজন।

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৪১

এক্সম্যান বলেছেন: লেখক বলেছেন: এস আলমের নিয়ে নিউজ প্রআ তে পড়লাম ১ লাখ কোটি ঋণ আর ২৬ হাজার কোটি ব্যাংকে আছে। তাদের ব্যবসার আকার দেড় লাখ কোটির মতন। হুদাই এস আলম কে আপনারা তাড়ালেন তাদের ঋণ খেলাপির সুযোগ ও করে দিলেন। আবার নিজেরাই এ নিয়ে বিপক্ষ কে দোষ দিচ্ছেন।এখন নাকি তাদের সম্পদ বেচবেন আর এভাবে ঋণ শোধ করবেন। ২৫ হাজার মানুষের কর্ম সংস্থান নষ্ট করে দিলেন এর দায় আপনাদের ই নিতে হবে মহাজন।

=p~ =p~ =p~
উপরে আমি যে অংশটি দিয়েছি সেটা প্রআ থেকেই কপি করা এবং সেখানে আছে প্রায় দুই লাখ কোটি টাকা। আপনার হিসেবে ঋণ যদি হয় এক লাখ কোটিও হয়, এই এক লাখ কোটির জন্য ব্যাংকে কত লাখ কোটি টাকার সম্পদ গ্যারান্টি হিসেবে থাকার কথা? তাদের ব্যবসার আকারই যদি দেড় লাখ কোটি হয় তাইলে ব্যাংক গ্যারান্টির সম্পদ কই?

আপনি কি জানেন এস আলম এর মালিক পরিবার বহু আগে বাংলাদেশের নাগরিকত্ব ছেরে দিয়েছে?

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:৫১

আহসানের ব্লগ বলেছেন: প্রআ এখন একটা বিশেষ গোষ্ঠী চালায়। সব চ্যানেল বাতাবী লেবু । আপনাদের কথা বিশ্বাস করিনা। আগে ছাত্রলীগ একটা পাদ দিলেও কয়েক সপ্তাহ ধরে তা প্রচার/লাইভ হতো। আর এখন পুরো দেশ অঙ্গার হয়ে যাচ্ছে সেই খবর ও প্রচার হচ্ছে না। কিছু কিছু যাও প্রচার হচ্ছে তা চাপে পড়ে মিডিয়ার পেজ গুলো ডিলিট করে দিচ্ছে।
এই খবর টা প্রচারের ৫৩ মিনিট পরে কারা চাপ দিয়ে রিমুভ করালো সেটা বলেন।
২ লাখ কোটির গল্প ও গাল গপ্প মনে হচ্ছে।

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০৬

এক্সম্যান বলেছেন: লেখক বলেছেন: প্রআ এখন একটা বিশেষ গোষ্ঠী চালায়। সব চ্যানেল বাতাবী লেবু । আপনাদের কথা বিশ্বাস করিনা। আগে ছাত্রলীগ একটা পাদ দিলেও কয়েক সপ্তাহ ধরে তা প্রচার/লাইভ হতো। আর এখন পুরো দেশ অঙ্গার হয়ে যাচ্ছে সেই খবর ও প্রচার হচ্ছে না। কিছু কিছু যাও প্রচার হচ্ছে তা চাপে পড়ে মিডিয়ার পেজ গুলো ডিলিট করে দিচ্ছে।
এই খবর টা প্রচারের ৫৩ মিনিট পরে কারা চাপ দিয়ে রিমুভ করালো সেটা বলেন।
২ লাখ কোটির গল্প ও গাল গপ্প মনে হচ্ছে।


=p~ =p~ =p~ =p~

টপিক বদলাচ্ছেন কেন?

আচ্ছা বাদ দ্যান, এখনকার সংবাদ মাধ্যম খুব খ্রাপ। যদিও এস আলমের ঋণ কেলেংকারীর নিউজগুলো অনেক পুরোনো (গত সরকারের আমলের) কিন্তু তাতে কি, আপনি বিশ্বাস করেন না, মানেই সেটা হয় নাই। আমি মেনে নিলাম। =p~ =p~

১১ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২০

আহসানের ব্লগ বলেছেন: গত বছর এস আলমের ঋণ নিয়ে আমি নিজেও লিখসি ২২ সালে। আমার ব্লগে দেখতে পাবেন। নিউজে ছিল ৩০ হাজার কুটি। এখন আপনারা বানাইলেন ২ লাখ কুটি। বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়ে গেল না?

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০৪

এক্সম্যান বলেছেন: লেখক বলেছেন: গত বছর এস আলমের ঋণ নিয়ে আমি নিজেও লিখসি ২২ সালে। আমার ব্লগে দেখতে পাবেন। নিউজে ছিল ৩০ হাজার কুটি। এখন আপনারা বানাইলেন ২ লাখ কুটি। বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়ে গেল না?

মহাজন সাহেব, ২০২২ এর যেই প‌্যাচাল পারতেছেন ঐটা সম্ভবত ইসলামী ব্যাংক থেকে ৩০ হাজার কোটি টাকা বের করার বিষয়ে। এস আলম ২০২২ এর পর বসে ছিলনা, আগেও বসে ছিলনা। শুধু ইসলামি ব্যাংক থেকেই ৫০+ হাজার কোটি টাকা লোপাট করার নিউজ আপনার সরকারের আমলেই বের হইছে। আপনার সরকারের আমলেতো সংবাদ মাধ্যম ভাল ছিল নাকি?

আর সাহেব, কোন ব্যংকে লোন নেয়ার জন্য সেই ব্যাংক দখল করা লাগে ক্যান কইতে পারেন?

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:১১

এক্সম্যান বলেছেন: আর মহাজন, আপনি সুন্দর করে একটা প্রশ্ন স্কিপ করে গেছেন। প্রশ্নটা রিলেটিভ ছিল।

আপনি কি জানেন এস আলম এর মালিক পরিবার বহু আগে বাংলাদেশের নাগরিকত্ব ছেরে দিয়েছে?

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৫:১০

আলচুদুরওয়ালবুদুর বলেছেন: হায়রে বেকুব। বাংলাদেশ আর ক্ষুদ্র অর্থনীতির দেশ নাই। এখন "ব্লেন্ড" ক্যাটাগরিতে। বাংলাদেশ এই ক্যটাগরিতে এসেছে এই বছর। আর আপনি স্ক্রিনশট দিচ্ছেন গত বছর থেকে। এখন বিশ্বব্যাংক থেকে ঋণ নিতে গেলে চড়া সুদে নিতে হবে, উপায় নেই।

বিশ্বব্যাংক ঋণের হার এখানে পাবেন।

আর সবচেয়ে বড় সমস্যা হলো হাসিনা সরকার গত কয়েক বছর ধরে "উন্নয়ন" এর বয়ান দিতে গিয়ে যত্তসব মিথ্যা পরিসংখ্যান দিয়ে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ বানিয়ে দিয়েছে, কিন্তু আসল ঘটনা বাংলাদেশ এখনো ক্ষুদ্র অর্থনীতির দেশ। হাসিনা সরকারের পাপের প্রায়শ্চিত্ত এখন ইউনুস সরকারের করতে হচ্ছে।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৩৫

ধুলো মেঘ বলেছেন: এস আলমকে তাড়ালো কে? তার সব ব্যবসাই তো পূর্ণদ্দোমে চলছে। গত পরশু এক দিনেই বিভিন্ন ব্যাংক থেকে ২২০ কোটি টাকা তুলে নিল - কেউ তো বাধা দেয়নি! তাহলে তার ঋণ খেলাপির সুযোগ হল কোথায়?

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:২৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনারা যে লুটেপুটে-চেটেচুটে সবই খেয়েছেন এখন বাকী আছে শুধু খোলস; সুতরাং চড়া সুদছাড়া কোন উপায় আছে? যেখানেই হাত দিচ্ছে সেখানেই সবকিছু হাওয়া কিছুই নেই!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.