নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পৃথিবীর বুকে এক টুকরো গোলাপ অবশিষ্ট থাকা অব্দি ভালবাসা রয়ে যাবে কি? নাকি তারও আগে বিলুপ্ত হবে প্রেম!
ফেসবুকে দেখলাম কিছু পেইজে জরিপ চলছে,
লিংকঃ সবাই নৌকা কেন?
আরেক টা
এসব জরিপে দেখা যাচ্ছে ৯৯% নৌকার সমর্থক। সবাই ফ্যাসিবাদের দোষর, ভারতের দালাল, পুরো দেশ ভারতের দালালে পরিণত হচ্ছে।
কিন্তু এমন টা কেন হলো?
১৬ টা বছর আপনারা বললেন ভারতে আমাদের প্রাকৃতিক গ্যাস সাপ্লাই হয়। এমনকি আবরার ও তাই বলছিল।
কিন্তু আপনারা ক্ষমতায় এসে বললেন ভারতে পাইপ লাইনে গ্যাস সরবরাহ হয়না।
আপনারা আয়না ঘরের ঠিকানা দিলেন না। উল্টো আপনাদের গামছা কাহীনি সব প্রকাশ করে দিল জাতির কাছে।
জাতীয় পতাকা নিয়ে যারা বিতর্ক তুললো আপনারা চুপ করে আছেন। একটা কড়া বিবৃতি ও দিলেন না। এ দেশে মুক্তিযুদ্ধ কে অস্বিকার করে কেউ কোনদিন টিকে থাকতে পারে নাই। এমনকি আপনারা সভা সেমিনার করে বাংলাদেশ নাম টাই পালটে ফেলার অভিপ্রায় করছেন।
সামিট গ্রুপ নিয়ে অনেক কথা/গুজব গত ১৬ বছর আপনারা ছড়িয়েছেন কিন্তু এখন আপনারা চুপ।
ভারতের কাছে হাসিনা সব বেচে দিল কিন্তু সেইসব চুক্তি আপনারা বাতিল করছেন না তার ওপরে বলছেন চুক্তি গুলো দেশের জন্য ভাল।
ট্রানজিট দিয়ে নাকি হাসিনা দেশ কে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে কিন্তু আপনারা ট্রানজিট চুক্তি থেকে সরে আসছেন না।
২৬ লক্ষ ভারতীয় দেশে চাকুরী করে বললেন গত ১৬ বছর এমন গুজবে দেশের আকাশ বাতাস ভারী করেছেন। কিন্তু এখন আপনারা তাদের বের করছেন না। ২৬ লক্ষ ভারতীয় কে বের করলে ২৬ লক্ষ বাংলাদেশী চাকরী পাবে সেটা কি আপনারা চান না?
আপনাদের এসব প্রপাগান্ডা সরকার ফেলতে ১৬ বছর সময় নিয়েছে, কিন্তু প্রপাগান্ডা থেকে প্রাপ্ত সুফল আপনারা বেশী দিন পাবেন না।
দেশের মানুষ বুঝতে পারে।
শেখ হাসিনা ভরা সভাতে যা খুশি তা প্রশ্ন করা যেত, এই প্রশ্নের উত্তর দেয়াতেই গদিচ্যুৎ হইলো, আর আপনাদের প্রশ্ন করলে আমরা, ফ্যাসিবাদের দালাল, ভারতের দালাল। খালেদা জিয়া রিডিং পড়ে চলে যেতেন।
আর মিডিয়া তো বাতাবী লেবু। চাষ করেন চাষ।
১২ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২১
আহসানের ব্লগ বলেছেন: জনগনের পালস বুঝতে জরিপ লাগবে।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০০
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: এতো এতো দুনীতি , এতো এতো অর্থ পাচারের পরও আপনি যখন সেসব প্রোপাগান্ডা মনে করেন তখন বোঝা যাচ্ছে আপনিই সবচেয়ে বড় সুবিধাভোগী দেশদ্রোহী দালাল ।
১২ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:০৫
আহসানের ব্লগ বলেছেন: দেশের এই অবস্থার মধ্যেও সমন্বয়কদের চাটা এখনো যারা চলমান রাখসে তারা আসলেই রাজা * কার।
১২ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৪০
আহসানের ব্লগ বলেছেন: প্রথম ১ লক্ষ বলছিলেন, এরপর ১১ লক্ষ, এখন আপনি ১৮ লক্ষ কোটি বলতেছেন। আরো কয়েকটা দিন পর আরো বাড়বে,চালায়া যান। বাংলাদেশ থেকে টাকা কেন কিভাবে পাচার হয় সেটা জানেন তো।ঐ সম্পর্কে আগে ঐ সম্পর্কে জ্ঞান অর্জন করেন। আমি একটু জ্ঞান দি আপনেরে, বাংলাদেশের টাকা পাচারের সবচেয়ে বড় মাধ্যম ভিসার ব্যবসায় আর তার সাথে হুন্ডি তো আছেই। প্রবাসীরা বিদেশে সেট হওয়ার পর দেশ থেকে বিশাল অংকের অর্থ সরিয়ে নেয়।আর ভাই ১৮ লক্ষ কোটির হিসাবটা যদি আপনার কাছে থাকে দিয়েন আমারে।
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১৪
মুক্তচিন্তক১১১ বলেছেন: এই আন্দোলন ছিল সরকার পতনের আন্দোলন। কোটা বিরোধী আন্দোলন এটা ছিল না।
শুরু থেকেই সবাই বলেছিল। কেউ বিশ্বাস করে নি।
কিন্তু, আজকে ১ মাসের মধ্যেই সমস্ত সমন্বয়করা নিজেদের প্ল্যানিং নিজেরাই ফাঁস করে দিয়েছে। Channel 24 এ আবু বাকের মজুমদার বলেছে, "আমরা আজকে নতুন রাজনীতি করি না। রাজনীতির শুরু থেকেই আমাদের পরিকল্পনা স্বৈরাচার হাসিনার পতন। আমরা টিএসসিতে যেদিন তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দেই সেদিনই বুঝে গিয়েছিলাম এই সরকার পতন হবে। এখন শুধু বাকি কাজগুলো করতে হবে আমাদের বা জনগণকে। শুধু সময়ের অপেক্ষা..."
এই ছিল একজন সমন্বয়কের কথা। তার কথায় স্পষ্ট উঠে এসেছে তারা মাঠে নেমেছে সরকার পতনকে উদ্দেশ্য করে। কোটা আন্দোলন ইস্যু ছিল। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তারা রাজনীতির সাথে যুক্ত ছিল। তারা কেউ নিরপেক্ষা নেতা ছিল না। কিন্তু অসংখ্য স্টুডেন্ট এই ছেলেগুলোকে নিরপেক্ষ নেতৃত্বের বিশ্বাস থেকেই নেতা মেনেছিল এবং তাদের কথা বিশ্বাস করে বুলেট খেয়েছে।
এছাড়া, আন্ডারগ্রাউন্ডে থাকা সমন্বুক মাহফুজ আব্দুল্লাহ'র একটা সেমিনার (জুলাই অভ্যুত্থান) এর লেকচারেও তারা সরকার পতনের প্ল্যানিং উন্মোচিত করেছে। তাদের উদ্দেশ্য ছিল সরকার পতন। সেজন্য যা যা করার দরকার সবকিছু তারা করেছিল। এগুলো এখন তারা পাবলিকলি স্বীকার করছে।
তাহলে দিনশেষে বোঝা গেলো, তাদের উদ্দেশ্য ছিল সরকার পতন।
উদ্দেশ্য হাসিলের অস্ত্র ছিল সাধারণ শিক্ষার্থীর লাশ।
সাধারণ শিক্ষার্থীর লাশ ফেলে লাশের রাজনীতি করেছে।
লাশের রাজনীতি করে মানুষের আবেগকে পুঁজি করেছে।
মানুষের আবেগকে পুঁজি করে "আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই" এর মতো নাটকীয় স্লোগান রচনা করেছে।
মানুষ তাদের স্লোগানের রাজনৈতিক উদ্দেশ্য বুঝতে না পেরে নিজেদেরকেও আন্দোলনে যুক্ত মনে করেছে।
এক কথায় বলতে গেলে, যদি এই ছেলেগুলো নেতৃত্ব না দিতো তাহলে একটা ছেলেও মারা যেতো না। এটা একটা গ্যারান্টিড কথা।
১২ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:২১
আহসানের ব্লগ বলেছেন: এতাগুলো লাশ, এতগুলো ছেলেকে মিথ্যা বলে গুলির সামনে ফেললো তারা তোদের বিচার হবে।
৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৩৫
এম ডি মুসা বলেছেন: গত সরকারের আমলে আমি অনেক অত্যাচার নির্যাতন স্বীকার হয়েছি। বিনা রাজনীতিতে। তখন যে অত্যাচার নির্যাতন করেছে তার শশুর বাড়ি ছিল নাম কড়া আওয়ামীলীগ ক্ষমতায়। এখন সে করে বিএনপি। আমি যাব কোথায়? উত্তর দিতে পারবেন??
৫| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৪:৪২
বিষন্ন পথিক বলেছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা একটা ভদ্রবেশী ক্লাউন, সাংবাদিক ওনাকে প্রশ্ন করলে পাশের লোককে খোঁচায় উত্তর দেবার জন্য
৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:৪৩
এম এ কাশেম বলেছেন: ৯৯% জন সমর্থন নিয়ে গুষ্ঠি শুদ্ধ সরকার পালাইতে দুনিয়ার কোন ইতিহাসে নাই। এই প্রথম ইতিহাস। আর এই ৯৯% জন সমর্থন হলো রাতের ভোট। তাই স্বৈরচারদের ৯৯% জন সমর্থন নিয়েও দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়।
স্বৈরচারের সমর্থনে কথা বলতে লজ্জা থাকা উচিৎ।
১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৩৩
আহসানের ব্লগ বলেছেন: দেশের এই অবস্থার মধ্যেও সমন্বয়কদের চাটা এখনো যারা চলমান রাখসে তারা আসলেই রাজা * কার।
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৭
শূন্য সারমর্ম বলেছেন:
জরিপ দিয়ে কি হবে, সামনে নির্বাচন আমেরিকার।