নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহসান মুহাম্মাদ www.facebook.com/ahsan.muhaammad

অতঃপর নীরবতা

যদি কবিতা লেখা শিখানোর কোন পাঠশালা থাকত তাহলে সে পাঠশালার আজীবন অবৈতনিক ঝাড়ুদার হইতাম।

অতঃপর নীরবতা › বিস্তারিত পোস্টঃ

খচ্চর

১৯ শে মে, ২০১৫ দুপুর ১২:৪০

- আচ্ছা রিকশায় উঠলেই তুমি আমার পিছনে হাত রাখো কেন ?
- রাখলে তোমার সমস্যা কি ?
- আমার পিছনে হাত রাখবা, গুতাগুতি করবা তো আমার সমস্যা নাতো কার সমস্যা ?
- গুতাগুতি কই করি ?
- সুরসুরি দাও না ?
- তোমার হঠাৎ বাইন মাছের মতো লাফিয়ে ওঠা দেখতে মজা পাই
- সেদিন তোমার জন্য কিন্তু আমি মাথায় ব্যাথা পাইছি
- মাঝে মাঝে ওরকম ঠুয়া খাওয়া ভালো
- এই ঠুয়া কি ? এগুলা আমার সাথে বলবানা
- আচ্ছা বলবো না। শ্যাম্পু করছ ?
- হুম
- প্যানটিন না ? অনেক ভালো শ্যাম্পু। একটু ঘ্রাণ শুকি ?
- এই তুমি এরকম খচ্চরের মতো কর ক্যান ?
- একটু চুলের ঘ্রাণ শুকলে কি হয় ?
- তাই বলে চুলের মধ্যে নাক গলিয়ে দিবা ? দূরে সরো বলতেছি
- চুলের মধ্যেই তো গলাচ্ছি। অন্য কোথাও তো গলাচ্ছি না
- কি বললা ?
- না কিছু না
- আমি নামব। রিকশা থামাও
- আচ্ছা সরি সরি
- আর কোন উল্টাপাল্টা না
- আচ্ছা ঠিকাছে। আচ্ছা তুমি কি পারফিউম দাও ?
- কেন ?
- মাতাল করা ঘ্রাণ
- আবার ?
- আচ্ছা সরি তো
- তুমি কি মাখো ?
- কই আমি তো কিছু মাখি না
- আমি ঘ্রাণ পাই
- ও, ওইটা আফটার শেভ
- আফটার শেভ ?
- হুম, মাঝে মাঝে মাখি
- তুমি শেভ কর কবে যে আফটার শেভ মাখো ?
- আফটার শেভ দিতে বুঝি শেভ করা লাগে ?
- তাহলে ? আমি তো জানি শেভ করার পর ওইটা দেয়
- আমি এমনেই দেই
- মানে ?
- হাতে দু এক ফোঁটা নিয়ে তা মুখে, গলায় মাখি। পারফিউমের মতো কাজ হয়
- শেভ ছাড়াই ?
- হুম। ঘ্রাণটা কিন্তু ভালো। কি ভালো না ?
- এক থাপ্পর দিবো। একটা পারফিউম কিনতে পারো না ?
- একটা কিনছিলাম দুই দিনে শেষ
- দুই দিনে শেষ হয় কীভাবে ?
- মেসের সবাই বাইরে যাওয়ার আগে আমারটা দিয়ে ফুছ ফুছ করে মেরে যায়
- ক্যান ওরা জামা কাপড় ধোয় না ?
- সবাই কি আর আমার মতো পয়পরিষ্কার !
- এহ, নিজে এক জামা পরো সাতদিন
- কই দ্যাখো তো ঘামের ঘ্রাণ আসে নাকি ?
- সরো সরো খচ্চর জানি কোথাকার
- তোমার ঘামের গন্ধ তো আমার কাছে ভালোই লাগে
- তুমি যে একটা খচ্চর, খবিশ তাই
- এগুলা বুঝি খুব ভালো কথা !
- তোমাকে ময়লার গাড়ির মধ্যে চুবিয়ে রাখা উচিত
- আচ্ছা চিন্তা কর তো, ময়লার গাড়ির মধ্যে একটা চামচ ঢুকিয়ে তা থেকে ঝোল উঠিয়ে যদি কারও মুখের ভিতর ঢুকিয়ে দেয়া যায় কেমন হবে ব্যাপারটা ?
- এই রিকশা থামান
- এই এই অহনা ? দাঁড়াও দাঁড়াও। আমার কাছে ভাড়া নাই তো......

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৫ বিকাল ৩:৩৬

কানাই স্যার বলেছেন: দারুণ লিখেছেন। ধন্যবাদ। খুব খু ও ব সুন্দর মজা পেলাম।

১৯ শে মে, ২০১৫ বিকাল ৪:৫২

অতঃপর নীরবতা বলেছেন: কৃতজ্ঞতা জানবেন

২| ১৯ শে মে, ২০১৫ বিকাল ৩:৩৯

ভ্রমরের ডানা বলেছেন: কিছু মনে করবেন না প্লিজ। ভাই কি ডেটিং এ গিয়েছিলেন নাকি রিসেন্টলি। অনেক ভাল লেগেছে, মজা পেলাম। চালিয়ে যান বরাবর।

১৯ শে মে, ২০১৫ বিকাল ৪:৫৩

অতঃপর নীরবতা বলেছেন: অনেক আগের ডেটিং প্লাস কিছু কল্পনা .....

৩| ২০ শে মে, ২০১৫ সকাল ১০:৪৮

জুলফিকারজিসান বলেছেন: এই লেখাটা চুরি করা, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি।

২০ শে মে, ২০১৫ বিকাল ৩:৩৩

অতঃপর নীরবতা বলেছেন: আমি আপনার চালেঞ্জ সাদরে গ্রহণ করলাম।
কার লিখা? কবের লিখা? লিঙ্ক সহ দিন দেখি?

৪| ২০ শে মে, ২০১৫ সকাল ১০:৫৬

জুলফিকারজিসান বলেছেন: আমি দুঃখিত আমি ভুল পোষ্টে কমেন্ট করেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দাদা। :)

২০ শে মে, ২০১৫ বিকাল ৩:৩৮

অতঃপর নীরবতা বলেছেন: ভুল পোস্টে না। ঠিক পোস্টে ভুল মন্তব্য করেছেন।
আমি কিছু মনে করিনি। কারণ এই লেখাটা অনেক কপি(চুরি) হয়েছে।

৫| ২০ শে মে, ২০১৫ দুপুর ১২:৪১

এলা বলেছেন: লেখাটা অনেক আগে অন্য একটা ব্লগ-এ পড়েছিলাম। ঐদিন দেখলাম "খচ্চর ২" প্রকাশ হয়েছে। পড়া হয়নি। এখানে পোস্ট করেন, পড়ে ফেলি।
পোস্টে ভালোলাগা।

২০ শে মে, ২০১৫ বিকাল ৩:৪২

অতঃপর নীরবতা বলেছেন: সামুতে অনেক বড় বড় লেখকরা লেখালেখি করেন। তাই এখানে আসতে সাহস হয় নাহ। কিন্তু সামুতে পরিবর্তন আসায় একটু ঢু মারছি আরকি।
'খচ্চর ২' ইষ্টিশন অথবা চতুর্মাত্রিক ব্লগে দেখে থাকতে পারেন।
কৃতজ্ঞতা।

৬| ২০ শে মে, ২০১৫ বিকাল ৩:৪২

জুলফিকারজিসান বলেছেন: জি আমি ভুল পোস্টে না। ঠিক পোস্টেই ভুল মন্তব্য করেছি.।
ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.