নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহসান মুহাম্মাদ www.facebook.com/ahsan.muhaammad

অতঃপর নীরবতা

যদি কবিতা লেখা শিখানোর কোন পাঠশালা থাকত তাহলে সে পাঠশালার আজীবন অবৈতনিক ঝাড়ুদার হইতাম।

অতঃপর নীরবতা › বিস্তারিত পোস্টঃ

ভাল্লাগে নাহ

২৯ শে আগস্ট, ২০১৫ রাত ১২:২৬

''ভাল্লাগে নাহ'' নামক রোগটা একবার কারও মধ্যে দানা বাঁধতে থাকলে তা একসময় বিশাল আকার ধারণ করে। কোন এলোপ্যাথি হোমিওপ্যাথিতে তখন কাজ হয় না। কাজ হয় না অ্যান্টিবায়োটিক বা কোন ক্যাপসুলে। তখন কোন কিছুই ভালো লাগে না। কোন কিচ্ছু না। চারপাশ কেমন বিষাদ মনে হতে থাকে। রোগটা এতোটাই ভয়াবহ যে তখন প্রিয় কোন জিনিসটাও অপছন্দ হতে শুরু করে এই ভাইরাসের কারনে। ভাইরাস যেন ভালো লাগাগুলো খেয়ে ফেলে ধীরে ধীরে। প্রিয় কোন ব্যাক্তিত্তের সঙ্গও অসহ্য লাগে। পছন্দের কোন জায়গায় গেলেও কেমন দম বন্ধ হয়ে আসে যেন। ভালো লাগে নাহ কিচ্ছু ভালো লাগে নাহ। হতাশা-ডিপ্রেশন কুরে কুরে খায় তখন। তখন পুরনো কোন প্রেমিকা এসে ভালোবাসা ভিক্ষা চাইলেও দূর দূর করে তাড়িয়ে দিতে ইচ্ছে হয়। ঘরে থাকলে মন হয় বাহির ভালো, বাহিরে গেলে মনে হয় ঘর ভালো। চরম কোন দোটানা ঘিরে ফেলে চারপাশটাকে। চারপাশের পরিবেশটাকে। আচরণেও ভিন্নতা চলে আসে। কথার ফাঁকে হঠাতই চুপ কিংবা হঠাতই এলোমেলোতা ভর করে। যেন বাইরের কোন পৃথিবী থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। মাঝ রাতে অযথাই ঘুম ভেঙ্গে যায়। ভালো থাকার মুখোশ পরে থাকতে থাকতে কখন যে অযাচিত সব ঘটনা ঘটে যায় সে নিজেও টের পায় না। এই রোগের প্রতিষেধক খুঁজতে গিয়ে অনেকে নিজেকেই হারিয়ে ফেলে ক্রমশ...

ভাল্লাগে নাহ। কিচ্ছু ভাল্লাগে নাহ... কিচ্ছু নাহ...

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৮:১০

শায়মা বলেছেন: এই রোগ আমার জীবনে খুব কমই হয়েছে।:)

৩০ শে আগস্ট, ২০১৫ রাত ২:৪৭

অতঃপর নীরবতা বলেছেন: হলেই টের পাবেন। দোয়া করি যেন টের পেতে না হয় কখনো..

২| ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৫০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমারো খুব কমই হয়েছে,তবে যতবারই হয়েছে এমনই হয়েছে ভাল্লাগেনা কথাটা বলতে পর্যন্ত ভাল্লাগতোনা......

৩০ শে আগস্ট, ২০১৫ রাত ২:৪৭

অতঃপর নীরবতা বলেছেন: আমারও হয়েছে এমন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.