নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহসান মুহাম্মাদ www.facebook.com/ahsan.muhaammad

অতঃপর নীরবতা

যদি কবিতা লেখা শিখানোর কোন পাঠশালা থাকত তাহলে সে পাঠশালার আজীবন অবৈতনিক ঝাড়ুদার হইতাম।

অতঃপর নীরবতা › বিস্তারিত পোস্টঃ

\'ব\'

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৫০



নিজের পর্দা সরিয়েই জানালা দেখতে দিয়েছিলাম তোমায়
এখন কিনা আমাকেই বলছো পর্দাহীন ?
তুমি নাকি বিস্তৃত গগনে চোখ রাখোনি কোনোদিন,
জানালার কাচে কুয়াশা আঁকোনি একদিনও,
চুম্বন করোনি জানালার গ্রিলে কখনও,
এগুলো কে বলেছিলো সেদিন ?
এখন কিনা আমাকেই বলছো পর্দাহীন ?

আমার প্রবল অনিচ্ছা তোমার গ্রাহ্যতায় ছিলো না
ভালোবাসার দোহাই ছুঁড়েছ তুমি !
আকাশ বাতাস সাক্ষী রেখেছো চার দেয়ালের প্রকোষ্ঠে
আজ আমায় নষ্টের খাতায় নাম লিখাতে, তুমি উকিল
সাক্ষী ছাড়াই ?
কেন ?
এখন বুঝি সাক্ষীর প্রয়োজন নেই ?

আমার ত্রিভুজে হাত রেখে শব্দ গঠন করেছো তুমি ।
শিখিয়েছ 'ব' তে 'বৈধতা' সেখানে
আর এখন কিনা তুমিই 'ব' তে বলছ 'বেশ্যা'
কিন্তু আমিতো কতো শব্দ গঠন শিখে নিয়েছিলাম একাই
'ব' তে 'বউ' ।
আজ বেপরোয়া পালাচ্ছো তুমি
আজ ব এর বাস্তবতার বহুমুখীতায়
যদি আমি 'ব' তে বিধাতা টানি ?
নিজের পর্দা সরিয়েই জানালা দেখতে দিয়েছিলাম তোমায়
এখন কিনা আমাকেই বলছো পর্দাহীন ?
তুমি নাকি বিস্তৃত গগনে চোখ রাখোনি কোনোদিন,
জানালার কাচে কুয়াশা আঁকোনি একদিনও,
চুম্বন করোনি জানালার গ্রিলে কখনও,
এগুলো কে বলেছিলো সেদিন ?
এখন কিনা আমাকেই বলছো পর্দাহীন ?

আমার প্রবল অনিচ্ছা তোমার গ্রাহ্যতায় ছিলো না
ভালোবাসার দোহাই ছুঁড়েছ তুমি !
আকাশ বাতাস সাক্ষী রেখেছো চার দেয়ালের প্রকোষ্ঠে
আজ আমায় নষ্টের খাতায় নাম লিখাতে, তুমি উকিল
সাক্ষী ছাড়াই ?
কেন ?
এখন বুঝি সাক্ষীর প্রয়োজন নেই ?

আমার ত্রিভুজে হাত রেখে শব্দ গঠন করেছো তুমি ।
শিখিয়েছ 'ব' তে 'বৈধতা' সেখানে
আর এখন কিনা তুমিই 'ব' তে বলছ 'বেশ্যা'
কিন্তু আমিতো কতো শব্দ গঠন শিখে নিয়েছিলাম একাই
'ব' তে 'বউ' ।
আজ বেপরোয়া পালাচ্ছো তুমি
আজ ব এর বাস্তবতার বহুমুখীতায়
যদি আমি 'ব' তে বিধাতা টানি ?

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৩

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩

অতঃপর নীরবতা বলেছেন: কৃতজ্ঞতা।

২| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:১৩

মাহবুবুল আজাদ বলেছেন: সুন্দর , ভাল লাগল

০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩

অতঃপর নীরবতা বলেছেন: কৃতজ্ঞতা।

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৬

কান্ডারি অথর্ব বলেছেন:


চমৎকার +++

০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩

অতঃপর নীরবতা বলেছেন: ধন্যবাদ।

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৮

রিকি বলেছেন: আমার প্রবল অনিচ্ছা তোমার গ্রাহ্যতায় ছিলো না
ভালোবাসার দোহাই ছুঁড়েছ তুমি !
আকাশ বাতাস সাক্ষী রেখেছো চার দেয়ালের প্রকোষ্ঠে
আজ আমায় নষ্টের খাতায় নাম লিখাতে, তুমি উকিল
সাক্ষী ছাড়াই ?
কেন ?
এখন বুঝি সাক্ষীর প্রয়োজন নেই ?


সুন্দর। :) :) :) ++++

০৮ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৩

অতঃপর নীরবতা বলেছেন: ধন্যবাদ।

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫২

রক্তিম দিগন্ত বলেছেন: হাহাহা! পড়ে মজা পাইছি। সুন্দর ছিল। +

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৫

অতঃপর নীরবতা বলেছেন: ধন্যবাদ।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

সুলতানা রহমান বলেছেন: ছবিটা আমার কাছে নিতান্তই অপ্রয়োজনীয় মনে হয়েছে। কেন যেন অশালীন ও মনে হয়েছে।
কবিতায় একটা অংশ দুবার কি কবিতার প্রয়োজনে?

০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৫

অতঃপর নীরবতা বলেছেন: আমি পুরুষ হয়ে একটা মেয়ের আবেগ, অভিযোগ, অভিশাপ বুঝাতে চেয়েছি। কবিতা যে শুধু নিজের জন্য লিখি তাও নাহ। যাতে মূল বক্তব্যটা পাঠক সহজে ধরতে পারে এই জন্যই আসলে ছবিটা দেয়া। আর কিছু না।
আপনার শূন্যতা, বালুচর কবিতায়ও ঠিক এরকম কিছু ছবি আছে।
তবে ছবিটা একটু অশালীন বলতে পারেন কিন্তু এর চেয়ে কোন যোগ্য ছবি আসলে আমি পেলাম না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.