নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহসান মুহাম্মাদ www.facebook.com/ahsan.muhaammad

অতঃপর নীরবতা

যদি কবিতা লেখা শিখানোর কোন পাঠশালা থাকত তাহলে সে পাঠশালার আজীবন অবৈতনিক ঝাড়ুদার হইতাম।

অতঃপর নীরবতা › বিস্তারিত পোস্টঃ

তেলবাজির গুণাগুণ ও বৈশ্বিক অবস্থা

১৬ ই জুন, ২০২০ রাত ১০:৫২


নবম দশম শ্রেণী থেকেই 'মানুষকে তেল মারার ফর্মুলাসমূহ' নামক পুস্তক বের করা যেতে পারে। এবং তা ছেলেমেয়েদের বাধ্যতামূলক করা উচিত। যা ইন্টার, ভার্সিটি লাইফেও বজায় থাকবে। ভলিউম ওয়ান-টু এভাবে করলেই বোধহয় ভালো হয়। এতে যদি ছেলেপান কিছু শিখতে পারে আরকি। শুরু করলে রাইটারের অভাব হবেনা। লেকচার, পাঞ্জেরী হুহু করে এগুলারও গাইড বের করবে সল্যুশনসহ যত্নের সাথে। বাহারিক কাভারে। সেইসব লেখকের তালিকায় আশেপাশের মানুষদেরও দেখা গেলো। গর্বিতবোধ করা গেলো।

ভালো সাড়া পাওয়া গেলে বা ছাত্রছাত্রীদের রেজাল্ট ভাল হলে কিংবা এই সাবজেক্টের প্রতি অতি উতসাহ অনুমান করা গেলে পাবলিকগুলোয় আস্তে করে 'চ' ইউনিটে একটা ডিপার্টমেন্টও ঢুকিয়ে দেয়া যেতে পারে 'তেলবাজির গুণাগুণ ও বৈশ্বিক অবস্থা' নামে। দেশের নানান জায়গা থেকে স্টুডেন্টরা ভর্তি হবে। কিছু শিখবে। শিখে তাদের ভবিষ্যৎ জীবনে, কর্মক্ষেত্রে এর প্রতিফলন ঘটাবে। জীবনে অনেক এগিয়ে যাবে

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২০ রাত ১২:৪৭

নেওয়াজ আলি বলেছেন: দেশে আপেল গাছ নাই তাই নিউটনও নাই । সরিষা গাছ তাই তেলবাজও আছে

১৭ ই জুন, ২০২০ রাত ১০:৩৮

অতঃপর নীরবতা বলেছেন: হা হা

২| ১৭ ই জুন, ২০২০ রাত ৩:১১

চাঁদগাজী বলেছেন:


অপ্রয়োজনীয় কথাবার্তা

১৭ ই জুন, ২০২০ রাত ১০:৩৯

অতঃপর নীরবতা বলেছেন: হতে পারে ভাই। ধন্যবাদ

৩| ১৭ ই জুন, ২০২০ সকাল ৭:৫১

বিজন রয় বলেছেন: এই বিষয় নিয়ে আরো ভাল ভাবে পোস্ট দেওয়া যেতে পারে।
কারল তৈলবাজ একটি সামাজিক ব্যধি।

শুভকামনা রইল।

১৭ ই জুন, ২০২০ রাত ১০:৩৯

অতঃপর নীরবতা বলেছেন: ইচ্ছে করেই আর বিড় করিনি। শুভেচ্ছা।

৪| ১৭ ই জুন, ২০২০ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: তেলবাজি ভালো কিছু নয়।

১৭ ই জুন, ২০২০ রাত ১০:৪০

অতঃপর নীরবতা বলেছেন: তাতো অবশ্যই। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.