নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এহুসেইন

এহুসেইন › বিস্তারিত পোস্টঃ

শাপলা অভিযানে নিহত ২০২জনের নাম পাওয়া গেছে

১১ ই জুন, ২০১৩ সকাল ৭:১৮

রাজধানীর শাপলা চত্বরে যৌথবাহিনীর অভিযানে হেফাজতে ইসলামের ২০২ কর্মী নিহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন ২৫০০ জন। গতকাল মানবাধিকার সংগঠন অধিকার-এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। অধিকার জানায়, সরকার প্রথমে কেউই হতাহত হয়নি বলে দাবি করেছিল। কিন্তু সোস্যাল মিডিয়ায় সেদিন রাতের অভিযানের ছবি ও নির্বিচারে মানুষ হত্যার ভিডিও ছড়িয়ে পড়ায় সরকার সে দাবি থেকে সরে আসে। সারা দিন বিভিন্ন পর্যায়ের সংঘাতে তিন পথচারী, একজন পুলিশ সদস্যসহ মোট ১১ জন নিহত হওয়ার কথা জানায়। তবে হেফাজতে ইসলামী বাংলাদেশের এক নেতা অধিকারকে জানান, এ পর্যন্ত ২০২ জনের মৃত্যুর খবর তাঁরা পেয়েছেন এবং প্রায় ২৫০০ জন নিখোঁজ রয়েছেন। তবে এ ব্যাপারে চলমান অনুসন্ধানের একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে অধিকার নিহত ৬১ জনের নাম সংগ্রহ করেছে। আল-জাজিরা টেলিভিশন চ্যানেল ৫০ জন নিহত হওয়ার কথা জানিয়েছে। অধিকার-এর তথ্যমতে মতিঝিলের শাপলা চত্বরে যৌথবাহিনীর হামলায় আহত অনেকে ঢাকার হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন। আবার অনেকে ঢাকায় শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা নিয়ে তাঁদের নিজ নিজ এলাকায় চলে গেছেন। তাঁদের মধ্যে এখন পর্যন্ত গুরুতর আহত ৫ জন বিভিন্ন হাসপাতালে মারা গেছেন বলেও জানা গেছে। হেফাজতে ইসলামের এই সমাবেশে যোগ দিয়েছিল অনেক শিশু-কিশোর। প্রায় প্রত্যেক শিশুই ছিল কওমি মাদ্রাসার ছাত্র। তারা সাধারণত খেটে খাওয়া গ্রামবাংলার অসহায় দরিদ্র মানুষের সন্তান। এই শিশুদের মধ্যে অনেকেই এতিম। যারা রাষ্ট্রের কাছ থেকে প্রাপ্য সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। গত ৬ই মে অন্ধকারে যৌথবাহিনীর হামলা থেকে বাদ পড়েনি ওই শিশুরাও। বিশেষ করে এতিম শিশুদের মধ্যে থেকে যারা নিখোঁজ রয়েছে, কেউ তাদের সন্ধান না করায় তাদের নিখোঁজ কিংবা হতাহতের সংখ্যা অন্ধকারেই থেকে যাচ্ছে। সেই রাতে কত লাশ কিভাবে কোথায় সরানো হয়েছে এবং নিহতদের সঠিক সংখ্যা কত তা এই মুহূর্তে যাচাই করা কঠিন হলেও মানবাধিকারের দিক থেকে এই কাজটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অধিকার আরও জানায়, হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর সর্বশেষ কর্মসূচি ছিল গত ৫ই মে রাজধানী ঢাকা ঘেরাও বা অবরোধ। কর্মসূচি মোতাবেক ৪ঠা মে  থেকেই দেশের বিভিন্ন কর্মীরা ঢাকায় চলে আসতে শুরু করেন। ঘোষণা অনুযায়ী ৫ই মে  ভোর থেকে তারা ঢাকায় প্রবেশ করার ৬টি রুটে অবরোধ কর্মসূচি পালন করেন। দুপুরের পর হেফাজতে ইসলাম এর কর্মীরা তাঁদের অবরোধ কর্মসূচি গুটিয়ে রাজধানী ঢাকায় বায়তুল মোকাররমে আল্লামা আহমদ শফীর নেতৃত্বে ‘দোয়া কর্মসূচি’ পালন করার জন্য ঢাকায় প্রবেশ করতে শুরু করেন। তাঁদেরকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)-এর পক্ষ থেকে দুপুর আনুমানিক ৩টায় মতিঝিলের শাপলা চত্বরে দুপুর ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত সমাবেশ করার অনুমতি দেয়া হয়। মতিঝিলের শাপলা চত্বরে আসার পথে পথে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সশস্ত্র সমর্থকদের হাতে হেফাজত কর্মীরা আক্রান্ত হন। বিশেষ করে গুলিস্তান হয়ে আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে শাপলা চত্বরে আসার সময় আওয়ামী কর্মী ও সমর্থকরা হেফাজত কর্মীদের ওপর আগ্নেয়াস্ত্র নিয়ে সশস্ত্র হামলা চালায়। এই সময় পুলিশ সরকারী দল সমর্থক সশস্ত্র ব্যক্তিদের সহায়তা করে। সেদিন পুলিশের গুলি ও সরকার সমর্থকদের হামলায় কয়েক শ’ হেফাজত কর্মী আহত এবং ৩ ব্যক্তি নিহত হন। হেফাজত কর্মীরা ইট-পাটকেল ছুড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। এরপর দুপুর আনুমানিক ৩টা থেকে তারা সমাবেশ শুরু করেন এবং পর্যায়ক্রমে সেখানে অবস্থানকারী নেতারা সরকারের কাছে তাঁদের দাবি-দাওয়া এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে বক্তব্য দিতে থাকেন। এইভাবে চলতে থাকে তাঁদের এই সমাবেশ। বাংলাদেশসহ আর্ন্তজাতিক মিডিয়াগুলোতে কয়েক লাখ লোকের এই সমাবেশের খবর প্রচারিত হয়। কিন্তু এর মধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সমপাদক সৈয়দ আশরাফুল ইসলাম একটি সাংবাদিক সম্মেলন করে হেফাজতে ইসলামকে সমাবেশ ভেঙে ঢাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেন। এই সময়, বাংলাদেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হেফাজতে ইসলামের ১৩ দফা দাবি জানানোর নাগরিক অধিকারের প্রতি সমর্থন জানায়। হেফাজতের শান্তিপূর্ণ অবরোধ ও ঢাকা প্রবেশের সময় পথে পথে তাঁদের নেতা কর্মীদের ওপর আওয়ামী লীগের সশস্ত্র সমর্থকদের সঙ্গে যুক্ত হয়ে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হামলা ও অনেক মানুষ আহত ও ৩ জন নিহত হওয়ার পর হেফাজত আরও অনড় অবস্থানে চলে যায়। হেফাজতের নেতা কর্মীরা বলতে থাকেন তাঁদের নেতা আল্লামা শফী মতিঝিল শাপলা চত্বরে এসে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাঁরা সেখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। সন্ধ্যার পরও হেফাজতের নেতারা সমাবেশে বক্তৃতা করছিলেন। তবে রাত আনুমানিক ৮ টায় এশার নামাযের আগে এই বক্তৃতা থেমে যায়। এরপর রাত আনুমানিক সাড়ে  ৮টায় পুলিশের সঙ্গে হেফাজত কর্মীদের মতিঝিল থানা ও এর আশপাশে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে পুলিশ হেফাজত কর্মীদের

লক্ষ্য করে গুলি চালায়। একজন প্রত্যক্ষদর্শীর বর্ণনা মতে তখন পুলিশের গুলিতে ৭ জন হেফাজত কর্মী নিহত হন। হেফাজতের নেতারা তখন মাইকে পুলিশকে গুলি না করার জন্য অনুরোধ করতে থাকেন। রাত আনুমানিক ১১.০০ টায় শাপলা চত্বরের পরিস্থিতি শান্ত হয়ে আসে। রাতের গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে হেফাজতের কর্মীরা যে যেখানে ছিলেন সেখানেই রাস্তার মাঝে বসে পড়েন, অনেক হেফাজত কর্মী গায়ের পাঞ্জাবি খুলে অথবা সঙ্গে থাকা ব্যাগ কিংবা জুতা কাপড়ে পেঁচিয়ে মাথার নিচে দিয়ে ঘুমিয়ে পড়েন। আবার অনেকেই সেখানে বসে জিকির করতে থাকেন।

এদিকে পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সমন্বয়ে গঠিত যৌথবাহিনীর সদস্যরা ৩টি দলে বিভক্ত হয়ে সেখানে হামলার পরিকল্পনা করে। যৌথবাহিনীর সদস্যরা পরিকল্পিতভাবে রামকৃষ্ণ মিশ

মন্তব্য ৩১ টি রেটিং +০/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৩ সকাল ৭:৫৫

কালবৈশাখীর ঝড় বলেছেন:
আলজাজিরা ৫১ জন নিহত বলেছে, সেটা নারায়ঙ্গঞ্জ-কাচপুরে পুলিশ বিজিবি সহ ২২ জন নিহত যোগ করে সারাদেশে ৫১ জন আনুমানিক নিহত বলেছে।

মায়ের চেয়ে মাসির দরদ বেশী দেখছি!

হেফাজত নিহতদের ব্যাপারে কিছু বলেনি কারন নারায়ঙ্গঞ্জের নিহতরা হেফাজতের কর্মি ছিলনা। হেফাজত বিএনপির গায়েবানা নামাজ প্রত্যাক্ষান করেছিল, হরতালও প্রত্যাহার করেছিল।

সিটি কর্পোরেশনের পানিবাহি গাড়ীদিয়ে একঘন্টায় ৬টন রক্ত(পার ম্যান ২ব্যাগ হিসাবে) পরিষ্কার করা যায় নাকি?
সেখানে সামান্য বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়। পানি দিয়ে রাস্তা ধুলে বিপুল পরিমান লাল পানি জমে থাকার কথা, অতচ কোন ছবিতেই রাস্তা ভেজা বা পানি জমেথাকা দেখা যায় নাই। আপনার বর্নিত ব্যাঙ্কের গার্ড ভোর ৬টায় রাস্তা শুখনোই দেখেছে বলছে।

আমিও সকাল সাতটায় রাস্তায় বিপুল ধ্বংশকান্ড দেখলেও রাস্তা শুখনোই দেখেছি।
Click This Link

২| ১১ ই জুন, ২০১৩ সকাল ৮:০৪

এহুসেইন বলেছেন: সবার নাম পাওয়া গেছে|অধিকারের ওয়েবসাইট দেখুন

৩| ১১ ই জুন, ২০১৩ সকাল ৮:৩২

দায়িত্ববান নাগরিক বলেছেন: :(( :(( :((

৪| ১১ ই জুন, ২০১৩ সকাল ৮:৪৪

ইকবাল পারভেজ বলেছেন: ৪০ বছর পর হলেও মানবতা বিরোধী অপরাধে আম্লীগের কসাই নেতা-নেত্রীর বিচার হবে, নিজামি-মুজাহিদের পরিনতি ভোগ করতে হবে|

৫| ১১ ই জুন, ২০১৩ সকাল ৮:৪৭

এহুসেইন বলেছেন: ঠিক বলেছেন|এ হত্যার বিচার হবেই

৬| ১১ ই জুন, ২০১৩ সকাল ৮:৫০

দায়িত্ববান নাগরিক বলেছেন: মরাকান্না কাইন্দা লাভ নাই। সামনে নির্বাচনের পরই জামাত শিবির হেফাজত ভ্যানিশ হয়ে যাবে ! হেহে ! :D

৭| ১১ ই জুন, ২০১৩ সকাল ৮:৫৭

ইকবাল পারভেজ বলেছেন: @সংখ্যালঘু নাগরিক: সামনের নির্বাচনের রাতে ইন্ডিয়া পলানোর সুযোগও পাইবো না, আর ৪ মাস, টাইম নাই|

৮| ১১ ই জুন, ২০১৩ সকাল ৯:০৬

দায়িত্ববান নাগরিক বলেছেন: ইকবাল ছাগল ৫ই মে শাপলা চত্বরে যাস নাই কেনু ? :D

৯| ১১ ই জুন, ২০১৩ সকাল ৯:১৭

এহুসেইন বলেছেন: @দায়িত্ববান নাগরিক দেখা যাবে কে ভ্যানিশ হয়|হহত

১০| ১১ ই জুন, ২০১৩ সকাল ৯:২১

দায়িত্ববান নাগরিক বলেছেন: হেফাজতে জামাতের জন্য এত দরদ কেনু? একই গোত্রের নাকি?

১১| ১১ ই জুন, ২০১৩ সকাল ৯:২৪

চলতি নিয়ম বলেছেন: দাড়ি খিয়াল কৈরা =p~

১২| ১১ ই জুন, ২০১৩ সকাল ৯:২৬

দায়িত্ববান নাগরিক বলেছেন: মাত্র খেয়াল কর্লাম " | " ;)

১৩| ১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৪

কোবির বলেছেন: এরা সত্যিকারের ইতিহাসকে স্বীকার করে না। তাই যখন এরা শুনে ৭১-এর গনহত্যার কথা, ধর্ষণের কথা তখন শিশুর মতন "শুনিনি, জানিনা" ভাব দেখায়। কিন্তু এরা সামান্য একটা গালগপ্পোকে মহীরুহ বানাতে আদা জল খেয়ে নেমে পড়ে, তখন এদের মধ্যে সেই শিশুসুলভ ভাবটি আর থাকে না, ভাব দেখায় ২০০ বছর বয়স্ক লোকের মতন। এরা জ্বলন্ত সত্যকে কখনই স্বীকার করবে না, এরা বিশ্বাস করবে হাস্যকর গালগপ্পোকে।

১৪| ১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৩৫

দায়িত্ববান নাগরিক বলেছেন: ৬১ জন নিহত হেফাজতে জামাতের তালিকা পেয়েছে মানবাধিকার সংগঠন অধিকার !!!
হেফাজতে জামাত নিহত ২০২ ও নিখোঁজ ২৫০০ জনের তালিকা প্রস্তুত করেছে ..।

সুত্র : মাচুদুর অনলাইন ..। B-) B-) B-) :-/

১৫| ১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৪১

চুরমার বলেছেন: হাদারাম...... ছাগুরাম

১৬| ১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৪

রাতুল রেজা বলেছেন: এসব আর মার্কেটে চলতেসেনা, নতুন কিছু বাইর করেন। মাল মশলা বেসি করে মাখান পাব্লিক নতুন বিনোদন পাবে তাইলে।

১৭| ১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৫২

মুহাই বলেছেন: ছাগলের বাচ্চারা ৭১ এ ত্রিশ লাখ শহীদের কথা স্বীকার করেনা কিন্তু তিনহাজার হ্যাপাজতির 'মৃত্যু' বিশ্বাস করে ।

১৮| ১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৪

আমিতপু বলেছেন: রাতুল রেজা বলেছেন: এসব আর মার্কেটে চলতেসেনা, নতুন কিছু বাইর করেন। মাল মশলা বেসি করে মাখান পাব্লিক নতুন বিনোদন পাবে তাইলে।

১৯| ১১ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৬

দমকল৮৬ বলেছেন: হুজুর না মরে ৫/৬ জন ঠাকুর মরলে উপরের কুকুর গুলার ঘেউ ঘেউ তে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যেত ।

২০| ১১ ই জুন, ২০১৩ সকাল ১০:১৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আজব ...............

২১| ১১ ই জুন, ২০১৩ সকাল ১০:২০

এহুসেইন বলেছেন: এরা তো দেখছি মালের মুরীদ ২00নিহত ২500 নিখোজ:এটা তেমন কিছু না|খগ

২২| ১১ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৩

কলাবাগান১ বলেছেন: "৭১ এ ত্রিশ লাখ শহীদের কথা স্বীকার করেনা কিন্তু তিনহাজার হেফাজতির 'মৃত্যু' বিশ্বাস করে "

২৩| ১১ ই জুন, ২০১৩ সকাল ১০:৫২

চলতি নিয়ম বলেছেন: একটা ব্যাপার ক্লিয়ার হইলো, হেফাজতি গো দয়ামায়া কম, এত গুলা মানুষ মাইয়া ফালাইলো অথচ কান্না কাটির জন্য শুধু মাত্র ব্লগের কয়েকটারে দেখা যায়। আত্নীয় স্বজন শুইদ্ধা গুম কৈরা ফালাইছে পাকশালী রা

প্রথমে ২৫০০ তারপরে ৩০০০ তার পরে ৫০+ এখন ২০২.....এর পরে কত?

২০২ জনের লিস্ট কই? মাহমুদুরের তলোদেশে এখনো চাপায় নাই? ছাগুরকেল্লার আপডেট কি বলে? =p~

২৪| ১১ ই জুন, ২০১৩ সকাল ১১:০৮

এহুসেইন বলেছেন: লিষ্ট দেখার জন্য অধিকারের ওয়েবসাইট দেখুন|তা হলেই সবার নাম পাবেন|

২৫| ১১ ই জুন, ২০১৩ সকাল ১১:১৪

মো ঃ আবু সাঈদ বলেছেন: হুজুর না মরে ৫/৬ জন ঠাকুর মরলে উপরের কুকুর গুলার ঘেউ ঘেউ তে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যেত

২৬| ১১ ই জুন, ২০১৩ সকাল ১১:১৫

মো ঃ আবু সাঈদ বলেছেন: আবার হেফাজতরা দোয় না করলে মন ভারে না(ভোটের সময়).....

২৭| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৮

একাকী বাংলাদেশি বলেছেন: হাম্বালীগ দেখি পুরাই ঝাপায়া পড়ছ।

২৮| ১১ ই জুন, ২০১৩ দুপুর ২:২১

এহুসেইন বলেছেন: ঠাকুরের প্রতি বিষেশ আকর্ষন আছে এদের তাই.........

২৯| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৯

সোজা আঙ্গুল বলেছেন: হুজুর না মরে ৫/৬ জন ঠাকুর মরলে উপরের কুকুর গুলার ঘেউ ঘেউ তে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যেত

৩০| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

নাইট বার্ড বলেছেন: লেছেন: একটা ব্যাপার ক্লিয়ার হইলো, হেফাজতি গো দয়ামায়া কম, এত গুলা মানুষ মাইয়া ফালাইলো অথচ কান্না কাটির জন্য শুধু মাত্র ব্লগের কয়েকটারে দেখা যায়। আত্নীয় স্বজন শুইদ্ধা গুম কৈরা ফালাইছে পাকশালী রা

প্রথমে ২৫০০ তারপরে ৩০০০ তার পরে ৫০+ এখন ২০২.....এর পরে কত?

২০২ জনের লিস্ট কই? মাহমুদুরের তলোদেশে এখনো চাপায় নাই? ছাগুরকেল্লার আপডেট কি বলে? =p
হুজুর না মরে ৫/৬ জন ঠাকুর মরলে উপরের কুকুর গুলার ঘেউ ঘেউ তে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যেত

৩১| ১১ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

আল-মুনতাজার বলেছেন: আঃলীগ হারামী,গনহত্যার আসামী।আসুন আঃলীগের সাথে আত্নীয়তার সম্পর্ক ছিন্ন করি,ছেলে-মেয়ে বিয়ে না দেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.