![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ কাজ করতে চাই। সবসময় সাধারণ কাজ করতে পারাকে আমি অসাধারণ মনে করি।
ভাষার মাস বলে মাতৃভাষা নিয়ে অনেক আবেগি কথাবার্তা আমরা শুরু করে দিয়েছি।দু-চারদিন পর মাতৃভাষা দিবস পালন করব,বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করব।র্যালি বের করব,চিল্লায়ে চিল্লায়ে গলার জোর প্রদর্শন করব।কিন্তু পারব কি একটা দিন সম্পূর্ন বাংলায় কথা বলতে?
।
।
।
হ্যাঁ আপনার যুক্তি "আমাদের ভাষাটাই তো মিশ্র" আমি মানি এবং সম্মান করছি।এ ব্যাপারে আমি কোন যুক্তি দেখাতে যাবনা।বিশেষ কিছু বিদেশি শব্দ,যেগুলোর কোন অর্থ আমাদের ভাষায় নেই এবং যেগুলোকে আমরা নিজেদেরই মনে করতে শিখেছি শুধু সেগুলো (বিদেশি ভাষার) আওতাভুক্ত না করে আমরা কি একটি দিন বিদেশি ভাষা পরিহার করে কথা বলতে পারিনা?দু-একটা ইংরেজি শব্দ কথায় না থাকলে কি খ্যাত বা জঙলি হয়ে যাব? নাকি কথার মধ্যে বেশ কিছু বিদেশি শব্দ থাকলে আমি সবার মাঝে জ্ঞানী বলে পরিচিত হব? আরে ভাই আপনিও ছাত্র আমিও ছাত্র,আপনার যেসব বিশেষ বিদেশি শব্দ জানা আছে আমার তার সব নাহলেও মোটামুটি জানা আছে।আমি অস্বীকার করতে পারব না যে ইংরেজিতে দক্ষতা আমাদের জন্য ভাল কিছু বয়ে আনবে।তবে সেটার ও কিছু ক্ষেত্র আছে নিশ্চয়ই।চায়না রা জাতি হিসেবে কম উন্নত নয়,কিন্তু পারা সত্ত্বে তারা ইংরেজি বা অন্য ভাষা ব্যবহার করেনা।তারা কি আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি জানে না? জাপানিদের কথাও বলার অপেক্ষা থাকেনা।বিশ্বের প্রায় সব উন্নত জাতি পরিপূর্নভাবে মাতৃভাষায় কথা বলে।তবে আমরা কেন নয়? অনেক বিজ্ঞ বড়ভাইকে দেখেছি কথা বলার ক্ষেত্রে শুধু বাংলা ব্যবহার করেন।একবার ভাবুন তো আমাদের বাংরেজি (বাংলা+ইংরেজি) লিখতে গেলে কেমন হবে! সমস্যাটা আমাদেরই,সমাধান ও আমাদেরই করতে হবে।উপরের দিকে সংশোধনের দুঃসাহস দেখানো বোধকরি উচিত হবেনা।তাই নিজেদেরকে গুছাতে হবে,পরবর্তীদের উৎসাহিত করতে হবে।জাতি হিসেবে আমরা কম উন্নত না।চেষ্টা করেও পারেনি এমন ইতিহাস মনে হয়না আমাদের আছে।আসুন,আপনি আমি শুরু করি।ভাল কিছুর পেছনে অপশক্তির অভাব হয়না,তবে শেষ পর্যন্ত ভাল বা সত্যের ই জয় হয়।হয়তো একটু সময় লাগে।
২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১২
কবি এবং হিমু বলেছেন: লেখক,মহা সমন্বয় এর সাথে সহমত
৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৫
অসময়ের ঝড় বলেছেন: সেটা সত্যি।তবে আমার মনে হয় এই পদ্ধতিতে জোর জবরদস্তি হবেনা #মহা সমন্বয়
৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৭
অসময়ের ঝড় বলেছেন: ধন্যবাদ #কবি এবং হিমু
©somewhere in net ltd.
১|
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪১
মহা সমন্বয় বলেছেন: ভাল আইডিয়া কিন্তু কথা হচ্ছে ভাষাকে কি জোড় করে ধরে রাখা যাবে ? ভাষার প্রকৃতিই তো হচ্ছে পরিবর্তন হয়ে যাওয়া।