নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা দীর্ঘশ্বাস নিয়ে লেখা
বিষন্নতা...
ঘন ঘন দীর্ঘশ্বাসে বাড়তে থাকা হৃদ স্পন্দন আর শুনতে না পারা শব্দহীন চিৎকারে বলতে না পারার অক্ষমতায় শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা।
অনেকক্ষণ ধরে কলম নিস্তব্ধ... টিকি টিক শব্দে ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে ছুটছে সময়।
শুধু আমি একাই থকমে আছি, যেন মহাকালের মাঝে আমি বন্দি।
"কিছু কথা, কখনো হয় না বলা।" কাউকে বলা হয় না, আমরা কেউ-ই কখনো বলতে পারিনা।
তুমি, আমি, আমরা.. সবাই.. কেউ-ই পারি না। কেন পারি না জানা গেলে হয়তো বলতে পারতাম, কতকিছুই বলার ছিল, কতকিছু বলতে চেয়েছিলাম।
উদাস হতে ইচ্ছে হয়।
অনেক উদাস, অনেক, অনেক, অনেক উদাস।
বাউলের থেকেও বেশি উদাস,
ভরা জোছনায় মধ্যদুপুরের একা চাঁদের থেকেও বেশি উদাস।
যে উদাসে কাব্য লেখা যায়, গান বাঁধা যায়,
কবি হওয়া যায়, গীতিকার কিংবা মহা কাব্যিক।
উদাস হতে ইচ্ছে হয়,
যে উদাসে ভিতর থেকে বেরিয়ে আসে,
"আগে যদি যেত জানা, জংলা কভু পোষ মানে না। আমি তবে হায়! উহার প্রেমে পড়তাম না, ফকির লালন কেঁদে কয়।"
২| ২২ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৫২
আজব লিংকন বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১| ২১ শে জুলাই, ২০২১ রাত ১১:১২
পদাতিক চৌধুরি বলেছেন: ভাল লাগল অভিব্যক্তি।
শুভেচ্ছা জানবেন।