নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#ফের = সংকট; দায়; বিভ্রাট।
#একনাচারি = একনিষ্ঠ।।
#পাস্তানি_খোলা_দুয়ারী = পিছনের মুখ খোলা বিশিষ্ট মাছ ধরার দুমুখো ফাঁন্দ।
#আঁটা = কষিয়ে বাঁধা।
#জটা = জড়াইয়া চাচ বাঁধিয়া গিয়াছে এমন দীর্ঘ চুল।
#সার = শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট অংশ, বৃক্ষাদির শক্ত মজ্জা,তেজ, বীর্য, সংক্ষিপ্ত নিষ্কর্য, গূঢ় তাৎপর্য, মর্মার্থ।
#ভাং = একপ্রকার গাছ।
#ধুতরা = এক প্রকার ফুল।
#ঘোঁটা = নাড়াচাড়া করা।
ফের প'ল তোর ফকিরীতে।।
যে ঘাট মারা ফিকির-ফাকার
ডুবে ম'লি সেই ঘাটেতে।
ফকিরী সে একনাচারী
অধর ধরে দিতাম পাড়ি।
পাস্তানি খোলা দুয়ারী
তাই দেখে রেখেছি পেতে।।
না জেনে ফকিরী আঁটা
শিরেতে বাড়ালাম জটা।
সার হলো ভাং ধুতরা ঘোঁটা
ভজন সাধন সব চুলাতে।।
ফকিরী ফিকিরী করা
হতে হবে জ্যান্তে মরা।
লালন ফকির নেংটী এড়া,
আঁট বসে না কোনো মতে।।
৩০ শে জুলাই, ২০২১ রাত ২:১২
আজব লিংকন বলেছেন: ধন্যবাদ ভাই ।।
২| ৩০ শে জুলাই, ২০২১ রাত ১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: ব্লগে সুস্বাগতম । হ্যাপি ব্লগিং ।
৩০ শে জুলাই, ২০২১ রাত ২:১২
আজব লিংকন বলেছেন: ধন্যবাদ ভাই ।।
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০৭
পদাতিক চৌধুরি বলেছেন: প্রথম পাতায় সুস্বাগতম আপনাকে।
অভিনন্দন ও শুভেচ্ছা রইলো।