নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সেকি অন্য তত্ত্ব মানে, মানুষতত্ত্ব যার সত্য হয় মনে\"

আজব লিংকন

শব্দ দাও অথবা মৃত্যু

আজব লিংকন › বিস্তারিত পোস্টঃ

একটা লাল গোলাপ

২১ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৩২



অপেক্ষা —
অর্ধেক তোমার জন্য আর বাকিটা মৃত্যুর জন্য।
তোমাকে ভালোবাসি; মৃত্যুর মতো সত্য।
তুমি আসো বা নাই আসো; একদিন
নিজেকে অনেক যত্ন করে মৃত্যুর হাতে সঁপে দেব।

শুনেছিলাম,
ভালোবাসা নাকি এমনই হয়!
যাদের আমরা মন থেকে চাই
তারাই অনেক দূরে চলে যায়।

তোমার দেয়া পাঁচটা কাঠগোলাপ।
শুভ্র রঙিন হয়েছে কালো; অনেক যত্ন করে রেখেছি।

আমার দেয়া একটা লাল গোলাপ
হয়তো সেও নিয়েছে রক্ত কালো রঙ
না কি ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছো?
স্মৃতির পাতায় বন্দী রাখতে চাওনি?

তোমাকে ভালোবাসার পর
আর কাউকে ভালো লাগেনি।
পুরো পৃথিবী জুড়ে তুমি সেই একটা লাল গোলাপ।
যাকে ছাড়া আমি আর অন্য কাউকে চাইনি।

মন্তব্য ২৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৩৫

আজব লিংকন বলেছেন: পুরান ফাইল। পুরান অনুভূতি।

২| ২১ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৪

জুল ভার্ন বলেছেন: চমৎকার!

২২ শে অক্টোবর, ২০২৪ রাত ১:১২

আজব লিংকন বলেছেন: ধন্যবাদ জুলভার্ন ভাইজান।।

৩| ২১ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ওয়াও, যেমন গদ্যে, তেমনি কবিতায়ও আপনি অসাধারণ। সাবলীল।

প্রথম ৩টা লাইন অতুলনীয়। আমি বিমোহিত।

২২ শে অক্টোবর, ২০২৪ রাত ১:১৩

আজব লিংকন বলেছেন: এত সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইজান।।
কৃতজ্ঞতা।।

৪| ২১ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৩২

সৈয়দ কুতুব বলেছেন: সুন্দর কবিতা।

২২ শে অক্টোবর, ২০২৪ রাত ১:১৪

আজব লিংকন বলেছেন: ধন্যবাদ ভাইজান।।

৫| ২১ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:৫২

হাসান জামাল গোলাপ বলেছেন: সুন্দর, গল্পকে কবিতায় এনেছেন।

২২ শে অক্টোবর, ২০২৪ রাত ১:১৬

আজব লিংকন বলেছেন: আরে আপনার নামে কবিতা। আমাকে কপিরাইট দিয়েন না আবার। হা হা হা। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।। গল্পকে কবিতায় আনা যায় কিনা জানি না ভাইসাব। তবে হ্যাঁ একভাবে বলাও যায়। নিজের অনুভূতিকে কবিতায় এনেছি। যদিও বা আমরা জানা নেই ইহাকে কবিতা বলা যায় কিনা। কারো প্রতীক্ষায় আমি চাতক। তীর্থের কাক হয়ে বসে আছি।

৬| ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ৩:৪২

Salina Alam বলেছেন: মাশাআল্লাহ বারকাল্লাহ ফি।

২২ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৬

আজব লিংকন বলেছেন: থ্যাঙ্ক ইউ।

৭| ২২ শে অক্টোবর, ২০২৪ ভোর ৪:৩৭

সামরিন হক বলেছেন: বাহঃ! খুব মিষ্টি যেন পুরোনো গোলাপের গন্ধ।
শুভেচ্ছা।

২২ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৭

আজব লিংকন বলেছেন: থ্যাংক ইউ সো মাচ।।

৮| ২২ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:৩৯

রূপক বিধৌত সাধু বলেছেন: আসলেই আমরা যাদের মন থেকে চাই তারা দূরে চলে যায়।

২২ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

আজব লিংকন বলেছেন: দূর চলে গিয়ে মনের কারাগারে যাবজ্জীবন আসামি হয়ে যায়।।

৯| ২২ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:১৭

মামুন ইসলাম বলেছেন: চমৎকার কবিতা।

২৩ শে অক্টোবর, ২০২৪ রাত ১২:৩২

আজব লিংকন বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।।

১০| ০২ রা নভেম্বর, ২০২৪ ভোর ৬:২৮

স্প্যানকড বলেছেন:

চাইলেই অনেক সময় অনেক কিছু আসে না কাছে। আবার অনেক সময় দেখা যায়, না চাইতে অনেক কিছু পাওয়া যায়। তাই জীবন অদ্ভুত রকমের সুন্দর। ভালো থাকবেন।

০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:১৬

আজব লিংকন বলেছেন: না চাইতে যা পাওয়া যায় তার না কি মূল্য থাকে না কিংবা প্রয়োজন। যাই হোক আপনিও ভাল থাকবেন।
থ্যাংক ইউ সো মাচ।।

১১| ১৬ ই নভেম্বর, ২০২৪ ভোর ৬:২২

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: কাঠগোলাপ আমার যে ভাল্লাগে, সাদাটা বেশী সুন্দর। কবিতাটা ও সুন্দর। না চাইতে যেটা পাওয়া যায় এটার কোনো আবেদন থাকেনা।
কবিতায় প্লাস।

১৭ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

আজব লিংকন বলেছেন: কত্তদিন পর। আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো।
কেমন আছেন আপনি?
হ্যাঁ আমাদের দেশে সাদা কাঠগোলাপ সব জায়গায় দেখা যায়। তবে কিছু সৌখিন মানুষ কালারফুল হাইব্রিড কাঠগোলাপ এখন নিজেদের কালেকশনে রাখছে।
আপনার জন্য একটা অদৃশ্য কাঠগোলাপ পাঠালাম।
পেলে একটা মিষ্টি হাসি দিয়েন...

১২| ১৭ ই নভেম্বর, ২০২৪ রাত ৯:১২

মিরোরডডল বলেছেন:





যাদের আমরা মন থেকে চাই
তারাই অনেক দূরে চলে যায়।

পুরো পৃথিবী জুড়ে তুমি সেই একটা লাল গোলাপ।
যাকে ছাড়া আমি আর অন্য কাউকে চাইনি।



লেখায় ভালোলাগা, সাথে একটি প্রিয় গান।






১৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:২১

আজব লিংকন বলেছেন: থ্যাংক ইউ সো মাচ। গানটা খুব ভাল লাগলো। আগে শোনা হয়নি।
সোমলতার গলায় আমি প্রথম গান শুনেছিলাম "বেডরুম" মুভির "মায়াবন বিহারীনি"। অসাধারণ ভয়েস।
থ্যাংকস এগেইন আই লাইক দ্যা সঙ।।

১৩| ১৯ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৪৯

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: আজকের দিনে কাঠগোলাপ পেয়ে আমি অনেক খুশী হলাম। লিংকন আপনাকে অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.