নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সেকি অন্য তত্ত্ব মানে, মানুষতত্ত্ব যার সত্য হয় মনে\"

আজব লিংকন

শব্দ দাও অথবা মৃত্যু

আজব লিংকন › বিস্তারিত পোস্টঃ

অচেনা মানুষ আপনাদের দীপাবলীর শুভেচ্ছা

৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:২১



আমারই বুকে না হয় শিবেরই বুকে
নাচো গো... ও নাচো গো...
পবন দা'র গলায় ভবা পাগলার গানটা কারা জানি ফুল ভলিউমে বাজিয়ে গেল। আহ.. সে সুরের টানে বুকের মাঝে সুখের মত ব্যথা অনুভব হইলো। কত্তদিন হয় কোন আসরে যাওন হয় না। ডানা ভাঙ্গা পাখি আকাশের পানে চেয়ে মনে মনে যেমন বাতাসের ঘ্রাণ পায়। ঠিক তেমনি অনুভূতি ভবের বেড়ী পায় জড়ানো মানুষ পাখিরাও পায়। পাগলের সুখ মনে মনে ভেবে ইন্টারনেটে খোঁজ দ্যা সার্চ মেরে, কানে হেডফোন গুজে গানটা শুনতে শুনতে নিজ গন্তব্যে ছুটলাম।

দীপাবলীর রাত চারিদিকে উৎসবের আমেজ। প্রদীপ এবং ঝকমকে তারাবাতির আলোকসজ্জায় সজ্জিত সারা শহর। আমি মুগ্ধ হয়ে দেখছি। খানিকটা দূরে কারো বেলকনিতে অন্ধকার দূরে ঠেলে দিয়ে হাওয়ার সাথে খুনসুটিতে মেতেছে প্রদীপ শিখা। অবচেতন মনে হঠাৎ ভাবনা এলো, 'দীপাবলিতে প্রদীপ জ্বালিয়ে দূর করা হয় অন্ধকার। অথচ সেই প্রদীপের নিচেই বসত করে নিরব নিঝুম অন্ধকার।' অবচেতন মনে এমন ভাবনা আসার কারণ কি? বিষন্নতা! হলেও হতে পারে।

কিছু অচেনা মানুষদের একরাশ মিষ্টি হাসিমুখ দেখে আচমকাই মন ভালো হয়ে গেল। কি সুন্দর করে সেজেছে তারা। সুন্দর মানুষ দেখলে চোখ আরাম পায় এবং মনে প্রশান্তি আসে। উম.. ভাইবের বাংলা অর্থটা কি জানি! নাহ এখন মাথায় আসছে না। ভাইব একটা সংক্রামক ভাইরাস বলা যায়। পজেটিভ কিংবা নেগেটিভ - ভাইব সংক্রামক হয়ে এক মানুষ থেকে অপর মানুষের মাঝে ছড়িয়ে যায়। অচেনা এই মানুষগুলোর পজেটিভ এনার্জি আমার মাঝে দারুণ এক উৎফুল্লতা এবং সতেজতা এনে দিল। আমারও মুখে এখন মিটিমিটি হাসি। নিজেকে সুখী এবং খুশি খুশি লাগছে৷

হঠাৎ মনে হলো মানুষগুলোকে একবার থ্যাঙ্ক ইউ বলি। ততক্ষণে আমার বেখেয়ালি মন তার খুশির আমেজ কাটিয়ে উক্ত ভাবনায় পৌঁছাতে একটু দেরি করে ফেলেছে। এখন তাদেরকে ধন্যবাদ কিংবা কৃতজ্ঞতা জানানোর আর কোন উপায় নেই। কিছুক্ষণ আগে তারা তাদের গন্তব্যে নেমে গিয়েছেন। কি আর করার, অচেনা মানুষ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিজেদের অজান্তেই আপনারা আপনাদের পজেটিভ এনার্জি দিয়ে এই অধমের বিষন্নতা দূরে ঠেলে দিয়ে তার মুখে হাসি ফুটিয়েছেন। আপনাদের জন্য প্রাণঢালা দীপাবলীর শুভেচ্ছা ও শুভকামনা রইল।।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৪

মোনাপাজী বলেছেন: আপনার জন্য শুভকামনা।

৩১ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:২৭

আজব লিংকন বলেছেন: আপনার জন্যেও শুভেচ্ছা ও শুভকামনা রইল।
থ্যাঙ্ক ইউ।

২| ০১ লা নভেম্বর, ২০২৪ সকাল ১০:০৩

জুল ভার্ন বলেছেন: শুভ কামনা।

০৪ ঠা নভেম্বর, ২০২৪ রাত ১:৫৮

আজব লিংকন বলেছেন: ধন্যবাদ বড় ভাই।

৩| ০১ লা নভেম্বর, ২০২৪ সকাল ১১:১২

রোকসানা লেইস বলেছেন: ভালোলাগল লেখাটা। ছোট ছোট মূহুর্তের অনুভব।
দীপাবলি খুব জনপ্রিয় দেয়ালি । আমাদের দেশে যেমন দূর্গা পূজা। বিদেশে দেখছি, ভারতিয় বাঙালিছাড়া, অন্য জাতিদের মধ্যে এই দেয়ালিটা বেশি পালিত হয় মনে হয়। এই দিনে তাদের দোকানে গেলে তারা মিষ্টি দিয়ে আপ্যায়ন করে।
যারা মন ভালো করে দেয় তারা ভালো থাক।

০৪ ঠা নভেম্বর, ২০২৪ রাত ২:০১

আজব লিংকন বলেছেন: "এই দিনে তাদের দোকানে গেলে তারা মিষ্টি দিয়ে আপ্যায়ন করে"
ওয়াও... হ্যাঁ আপি এখন ইন্ডিয়ায় দীপাবলিতে এনভারমেন্ট নিয়ে কিছু ক্যাম্পিং দেখে সত্যিই খুব ভালো লাগে আমার। তারা এখন অনেক সচেতন হচ্ছে। অযথা আতশবাজি করা থেকে তারা বিরত হচ্ছে।

দেরি করে রিপ্লাই দেওয়ার কারণে সরি আপি। সুন্দর কমেন্ট করার জন্য থ্যাঙ্ক ইউ সো মাচ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.