নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সেকি অন্য তত্ত্ব মানে, মানুষতত্ত্ব যার সত্য হয় মনে\"

আজব লিংকন

শব্দ দাও অথবা মৃত্যু

আজব লিংকন › বিস্তারিত পোস্টঃ

একটা ক্লান্ত দুপুর

০৮ ই নভেম্বর, ২০২৪ বিকাল ৪:০৩



একটা ক্লান্ত দুপুর,
একটা ক্লান্ত মন।
একটা জেদি রৌদ্র,
কিছু ভাল্লাগেনা যখন।

এলোমেলো বাতাসে
খোলা বইয়ের পাতাগুলো উড়ে।
নিঃশব্দে মনের ভেতর শত কোলাহল চলে।
অশান্ত মন শব্দহীন চিৎকার করে
ভালোবাসে কী ভালোবাসেনি সে বলে ?

কে তুমি আমার ?
আমার কাছে তুমি একটা তৃষ্ণাত্ব কাকচক্ষু।
জলের খোঁজে ছটফট করা আমি।
অথবা,
ঘামে ভেজা শীতল লোমকূপ
লু-হাওয়ায় দাঁড়িয়ে ওঠা একটা শিহরন তুমি।

জানি,
আজও তোমার কাছে আমি
কে হও আমার তুমি?

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১০

সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার

০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৩৫

আজব লিংকন বলেছেন: ধন্যবাদ ভাইজান।।

২| ০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:০৫

শায়মা বলেছেন: কেউ না। :P



















হা হা হা কেউ কারো কিছুই হয় না আসলে। :P :P

০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৩৬

আজব লিংকন বলেছেন: মা বাদে সব নারীরা নিষ্ঠুর হয়।
আর বোনগুলা ভাইয়ের কষ্টে মজা নেয়। তুমিও মজা নেও।

৩| ০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ৮:১৭

জুল ভার্ন বলেছেন: খুব দুঃখের বিষয়!

০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৩৭

আজব লিংকন বলেছেন: কিছুটা। থ্যাংক ইউ বড় ভাই।।

৪| ০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:৫৪

শায়মা বলেছেন: হা হা আমি ইদানিং মজায় আছি!!!

বললাম না সেইদিন মরাবাড়িতে গিয়েও মানুষের কান্ড দেখে হাসতে হাসতে মরছিলাম মনে মনে। বাইরে হাসলে তো আমাকে মাইর দেবে। :P

০৮ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৪৯

আজব লিংকন বলেছেন: এমনি থেকো অপি। ভালো লাগে এবং মন ভালো হয়ে যায়।
সবাই ইদানিং মহল্লার চাচির ভূমিকায় ব্যস্ত। এভয়েড করতে করতে ক্লান্ত।

৫| ০৯ ই নভেম্বর, ২০২৪ সকাল ১০:১৯

স্প্যানকড বলেছেন:
কবিতা ভালো হয়েছে। বুঝেনা সে বুঝে না। ভালো থাকবেন।

১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:১১

আজব লিংকন বলেছেন: অরিজিতের একটা গান আছে না বোঝে না সে বোঝে না। অনেক সুন্দর একটা গান।
ভালো থাকার চেষ্টায় আছি। থ্যাঙ্ক ইউ।

৬| ০৯ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩১

এম ডি মুসা বলেছেন: শুভ কামনা

১০ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১:১২

আজব লিংকন বলেছেন: থ্যাঙ্ক ইউ। আপনার জন্য শুভকামন রইল।

৭| ১০ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৫

মিরোরডডল বলেছেন:





কবিতা দারুণ হয়েছে!

অরিজিতের বোঝে না সে বোঝে না গানের মতো আরেকটা গান দিয়ে গেলাম, যেটা এই কবিতার সাথে মিল আছে।

আমি যেতে পারি
হেসেই পেরোতে পারি
অনেক অনেক অতল

কে তুই বল?






১৫ ই নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

আজব লিংকন বলেছেন: দারুণ। এটাও আমার পছন্দের একটা গান। থ্যাংক ইউ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.