নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সেকি অন্য তত্ত্ব মানে, মানুষতত্ত্ব যার সত্য হয় মনে\"

আজব লিংকন

শব্দ দাও অথবা মৃত্যু

আজব লিংকন › বিস্তারিত পোস্টঃ

বাউল এবং ইস্কনের দর্শন-সংস্কৃতি ইসলামের জন্য হুমকি - রিপ্লাই

২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:৫৫

সুন্দর লিখেছেন।।
ইস্কন ও বাউল এক নয়।।
কিন্তু আপনি যা বুঝাতে চাচ্ছেন তার সাথে আমি অনেকটাই একমত। কিছু মানুষের ইসলামের নামে অন্য মতাদর্শীদের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং সুক্ষ্ম কৌশলে নির্যাতন ও নিপীড়ন চালানো।।

ইস্কন একটি সংগঠন অপরদিকে বাউল একটি জীবনধারা/বাউল ধর্ম। লাঠির সাথে এক তারার সংগ্রাম যুগ যুগ ধরে চলে আসছে। কাঠমোল্লাদের অত্যাচার মনে হয় কোন কালেই বন্ধ হবে না।

আমার মতে, ধর্ম এবং সংগঠন এক নয়। সংগঠন ও তার কিছু ব্যক্তি বিশেষের চিন্তাধারা সমগ্র ধর্মকে রিপ্রেজেন্ট করে না। সেট যেই ধর্মই হোক। সকলের ধর্ম এক হলেও সকলের মত, আদর্শ এবং চিন্তাধারা ভিন্ন। তাই কারো অপরাধের দায়ভার সমগ্র ধর্মের নয় কিংবা কোন ধর্ম বহন করবে না।।

আমার প্রশ্ন,
# কোন জঙ্গি মুসলিম সংগঠনের দায়ভার ইসলাম ধর্ম বহন করবে কেন?
# কোন জঙ্গি ইস্কনের দায়ভার হিন্দু ধর্ম বহন করবে কেন?

আমার গবেষণায় আমি পেয়েছি লালন ও বাউল এক ধারা নয়। আপনার লেখায় দুটি প্রায় মিলেমিশে একধারা হয়ে গিয়েছে বলে মনে হলো।।

আপনার সাথে তর্ক নয় নিজের মনভাব প্রকাশ করলাম। আরো কিছু লিখতে চাচ্ছিলাম, শক্তি হচ্ছে না। আমি প্রচুর ক্লান্ত, ঘুমে চোখ বুজে আসছে। ভালো থাকবেন।।

পরিশেষে কয়েকটি পদ বলে শেষ করি,

# “যার যা ধর্ম সেই সে করে, তোমার বলা অকারণ। সবে কি হবে ভবে ধর্মপরায়ণ।।”

# “সারা গায়ে কাটিলে তিলক গৌড় মেলে না।।”

# “যে রাম সেই যে রহিম চিনলি না মনা। আছে দিল দরিয়ায় মনিমুক্তা পরখ করে দেখলি না। ওরে ওরে দ্বীন কানা।।”

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১:০৫

আনু মোল্লাহ বলেছেন: মিশু মিলন সাধারণত যুক্তি ও তথ্য দিয়ে লিখে না। তিনি মূলত প্রপাগান্ডিস্ট। ভুল তথ্য ও অপতথ্যে ভরপুর লেখাই মূলত তার ব্লগিং এর উদ্দেশ্য। বাউল ও ইস্কন নিয়ে তার লিখাটাও এর ব্যতিক্রম নয়।

আপনার রিপ্লাই এর জন্য ধন্যবাদ জানাই।

২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৪

আজব লিংকন বলেছেন: আনু মোল্লাহ ভাই প্রথমত আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।।
দ্বিতীয়তঃ আমি মিশু মিলন ভাইয়ের লেখাকে সাধুবাদ জানাই। কারণ তিনি তার লেখায় কড়া সমালোচনা করতে পিছু পা হননি। তার লেখাকে জার্জ করার মত যোগ্যতা এখনো আমার হয়নি।

তার লেখা পড়ে আমি শুধুমাত্র আমার অনুভূতি প্রকাশ করেছি। আমার মনে হয় কাউকে নিয়ে কড়া সমালোচনা করলে, অপরের করা সমালোচনা শোনারও সাহস রাখা প্রয়োজন।।

আপনাকেও সাধুবাদ জানাই, আপনার মনভাব নির্দ্বিধায় প্রকাশ করার জন্য।।

২| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১:২২

আমি নই বলেছেন: মিশু মিলন একজন ইসলাম বিদ্বেশী ব্লগার। যে কোনো ভাবেই হোক ইসলামের সমালোচনা করাই তার একমাত্র উদ্দেশ্য। উনি সাধারনত মিথ্যা তথ্য প্রকাশ করেন যেমন উনি বলেছেন ইসলাম নাকি আর মানুষকে আকৃষ্ট করতে পারে না। অথচ পিউ রিসার্চের গবেষনা বলছে বিশ্বে সবচাইতে বেশি মানুষ ইসলামে কনভার্ট হচ্ছে। গুগল করলে বা চ্যাটজিপিটি, জেমিনিকে আস্ক করলে আরো বিস্তারিত তথ্য পাওয়া যায়।

আমি সাধারনত ওনার পোষ্ট ইগনর করি কিন্তু এইপোষ্টটা দেখে একটু কুইক পড়ে দেখলাম বাট বিষয় ঐ একটাই, ইসলামের সমালোচনা করা।

২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৬

আজব লিংকন বলেছেন: ইসলামের সমালোচনা কেন করা যাবে না ভাইজান??
অবশ্যই যুক্তি যুক্ত ভাবে করা যাবে।
হ্যাঁ আমারো মনে হয়েছে কিছু কিছু বিষয়ে উনি মনগড়া কথা বলেছেন। যেমন, উনি বলেছে মানুষ ভয়ে ইসলাম ত্যাগ করতে পারেন না। আমার জানা মতে, যে কেউ স্বতন্ত্রভাবে যেকোনো সময় চাইলে ইসলাম গ্রহণ কিংবা বর্জন করতে পারবে। কারো উপর জোর করে চাপিয়ে দেওয়া ধর্ম ইসলাম নয়।।

তবে ইহাও সত্য যে বিধর্মীদের উপর কট্টর মুসলমানরা সু-মনোভাব রাখেন না।। যেমনটা ভারতে কট্টর হিন্দুবাদীরা মুসলমানদের প্রতি রাখে না।।

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আমি নই ভাই।।

৩| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ১:৪৩

সৈয়দ কুতুব বলেছেন: দারুণ জমে উঠেছে ব্লগ;চলুক যুক্তি পাল্টা যুক্তির কথামালা "

২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৬

আজব লিংকন বলেছেন: "চলুক যুক্তি পাল্টা যুক্তির কথামালা " তাই হওয়াই উচিৎ কুতুব ভাই।।
মন্তব্যের জন্য ধন্যবাদ।।

৪| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ২:৪৮

জেনারেশন৭১ বলেছেন:



আমাদের সমাজটা জ্ঞানভিত্তিক নয়; ইহা বাউল, ফাউল, ইসকন, মিসকিন, শিয়া, সুন্নী, ওয়াহাবী, আহমেদিয়া, ইত্যাদি সম্প্রদায়িক ও সামাজিক গোষ্ঠিতে বিভক্ত হয়ে, পরস্পরের বিপরিতমুখী জীবন যাপন করছে ও পরস্পরের বিপক্ষে জীবন সংগ্রামে লিপ্ত।

২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৭

আজব লিংকন বলেছেন: আদি কাল থেকেই মানুষ পরস্পরের বিপক্ষে জীবন সংগ্রামে লিপ্ত।
সেটা হাবিল কিংবা কাবিল হোক।
ইবলিস কিংবা আদম হোক।

নিস্তারের বুঝি পথ নেই।

মন্তব্যের জন্য ধন্যবাদ জেনারেশন৭১।।

৫| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ২:৫৫

কামাল১৮ বলেছেন: মুসলিম ছাড়া বাকি সবাইকেই তারা ইসলামের জন্য হুমকি মনে করে।এবং এটাই চরম সত্য।এর কারনো আছে।ইসলাম সবার পরে আসছে এবং অন্য ধর্মের সাথে সংগ্রাম করে ইসলাম প্রতিষ্ঠা করতে হয়েছে।অন্য ধর্মগুলো প্রতিষ্ঠার জন্য ইসলামের সাথে সংগ্রাম করতে হয় নাই।

২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৭

আজব লিংকন বলেছেন: এই সংগ্রামের সমাপ্তি কবে ঘটবে কামাল ভাই??

৬| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ২:৫৭

কামাল১৮ বলেছেন: বাউলরা মানবিক,ইস্কন স্পর্কে খুব একটা জানি না।কিন্তু তারা জংগী না।

২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

আজব লিংকন বলেছেন: আমি জানি না।।
হ্যাঁ। উপযুক্ত প্রমাণ না পাওয়া পর্যন্ত ইসকন জঙ্গি নয়।।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ কামাল ভাই।।

৭| ২৮ শে নভেম্বর, ২০২৪ রাত ৩:০১

কামাল১৮ বলেছেন: জেনারেশন ৭১ এর মন্তব্যটি গাজী সাহেবের মতো লাগছে।

২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৮

আজব লিংকন বলেছেন: ব্লগে গাজী সাহেবকে মিস করছি।।
আশা করি উনি ভালো আছেন।।
নতুন রুপে উনার ফিরে আশা কামনা করছি।।

৮| ২৮ শে নভেম্বর, ২০২৪ ভোর ৬:২৪

এ আর ১৫ বলেছেন: আমি মিশু মিলনের পোস্টটা পড়লাম কিন্তু আজব লিংকন সাহেবর উ্ত্তরটা হোল হাক দিয়ে মাছ ঢাকার মত । মিশু মিলন সাহেব মোটেও ইসলামের সমালোচনা করেন নি , ব্যাখা করেছেন জংগি ইসলামি দল গুলোর চরিত্র । একটা সংগঠনকে জংগি বা সন্ত্রাসী তখন ই বলা যায় যখন তাদের কার্য ক্রমে অস্ত্রের ব্যবহার, সন্ত্রাস খুনাখুনি ইত্যাদি পরিলক্ষিত হয় যেমন হিজবুল তাহেরি , জামাত, হরকাতুল জেহাদ ইত্যাদি জাতীয় দল গুলোকে কিন্তু তবলিগে জামাতকে জংগি সন্ত্রাসী দল বলা যায় না কারন তাদের কার্যক্রম দাওয়াতি ধরনের।

ইসকনের কার্যক্রমে কি কেহ কোন অস্ত্রবাজী জংগি পণার উদাহরন দেখাতে পারবেন ? ইসকনের কার্যক্রম অনেকটা দাওয়াতি প্রচার মূলক দল গুলোর মত যেমন খৃষ্ঠান মিশনারি বা তবলিগে জামাত ইত্যাদি ।
এখন ইসকনকে হরকাতুল জিহাদ টাইপের জংগি সংগঠন বানাবার প্রচার শুরু করেছে সাম্প্রদায়িক মনোভবের বাংলাদেশি মুসলমানদের ভিতরে, এই পোস্টের লেখক সেই চেষ্ঠা করেছে এবং কয়েক জন মন্তব্যকারির মনোভব একই রকমের ।

২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২৯

আজব লিংকন বলেছেন: কোথায় বলা আছে ইসলামের সমালোচনা করা যাবে না?
খুব সহজেই কাউকে জার্জ করা সঠিক নয়।
আপনি খুব সহজেই আমাকে জার্জ করে ফেলেছেন কিন্তু আমি আপনার মন্তব্য পড়ে আপনাকে জার্জ করছি না।।
আপনি আমার লেখা আবারও ভালো করে পড়ুন ভাইসাব।।
প্রমাণ ছাড়া ইসকনকে কেউ কোন ট্যাগ দিলে তা গ্রহণযোগ্য হবে না।।

মন্তব্যের জন্য ধন্যবাদ এ আর ১৫।।

৯| ২৮ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৩

জুল ভার্ন বলেছেন: বাউল শিল্পীরা অত্যন্ত শান্তিপ্রিয়। অন্যদিকে ইসকন একটি সন্ত্রাসী সংগঠন।

২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩০

আজব লিংকন বলেছেন: ভাইজান এখনো বুঝতে পারছি না। কয়েক দিন যাবত আজ যা জানি/শুনি দেখি পরের দিন তা পরিবর্তন হয়ে যাচ্ছে।।
আসলেই এখনো জানি না ইসকন একটি সন্ত্রাসী সংগঠন কি না।

১০| ২৮ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১২:৩৯

শেরজা তপন বলেছেন: বাউলকে তো আমি তেমন হুমকি দেখছি না, এদের মূল আধ্যাতিকতা অন্য মানের বহু বছর ধরে আমাদের পাশাপাশি তারা বেশ মিলেমিশে আছে। কিন্তু ইসকন দের আমি ধর্মীয়ভাবে নয় শুধু যে কোন দেশের জন্য হুমকি ভাবছি।

২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩০

আজব লিংকন বলেছেন: শেরজা তপন ভাই এ বিষয়টি দিন দিন অনেক ঘোলা হয়ে যাচ্ছে। জন সাধারণের বুঝতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে।।
সবার মাঝে অনেক বিভ্রান্তি ছড়াচ্ছে।। আমার কিছু হিন্দু ছোট ভাই ও বন্ধুদের দেখলাম যারা কোন রাজনীতির সাথে যুক্ত নয় কিন্তু ইসকন বিষয়ে তারা বেশ সরব।।

১১| ২৮ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৩

কিরকুট বলেছেন: বাউলবাদ এর সাথে ইস্কনের কি সম্পর্ক ?

২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৩২

আজব লিংকন বলেছেন: আমার ক্ষুদ্র মস্তিষ্কে যা বুঝে আসলো তা হচ্ছে, বাউল এবং ইসকন দুইটাই কট্টর কাঠমোল্লাদের দ্বারা শোষিত এবং নিপীড়িত।। ইসকনে বিষয়টা নতুন চলমান অপ্রমাণিত কিন্তু বাউলদেরটা আদিম এবং প্রমাণিত।।

১২| ২৮ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪

রাজীব নুর বলেছেন: মিশু মিলন একজন ভালো ব্লগার। আধুনিক ও কুসংস্কার মুক্ত।

২৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৯

আজব লিংকন বলেছেন: উনার সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত প্রদানের জন্য ধন্যবাদ রাজীব ভাই।

১৩| ২৯ শে নভেম্বর, ২০২৪ সকাল ৯:৩৮

শেরজা তপন বলেছেন: সব তথ্যে বিশ্বাস করতে হবে এমন কোন কথা নেই- তবে এসব তথ্য জেনে রাখা ভালো
সত্যকারে ইসকন কি?

২৯ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৩:৪০

আজব লিংকন বলেছেন: "সব তথ্যে বিশ্বাস করতে হবে এমন কোন কথা নেই- তবে এসব তথ্য জেনে রাখা ভালো" - একমত ভাই জেনে রাখা ভাল।। প্রোফাইলটিও অনেক সুন্দর। দেখেই মন বলে উঠলো ওয়াও। ফ্যান্টাস্টিক।।

জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (সংক্ষেপে: জেএমবি) টাইপ সংগঠন হতে যাচ্ছে ইসকন (মনে হচ্ছে)।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.