নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সেকি অন্য তত্ত্ব মানে, মানুষতত্ত্ব যার সত্য হয় মনে\"

আজব লিংকন

শব্দ দাও অথবা মৃত্যু

আজব লিংকন › বিস্তারিত পোস্টঃ

একুশ বছর

০৫ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:৩৬



একুশ বছর—
সাত হাজার ছয়শত পঁয়ষট্টি রাত
আমি নির্ঘুম— চোখের নিচে কালো দাগ সাক্ষী।
আজও ভেসে ওঠে তোমার প্রিয় হাসিমুখ
আর কাজল কালো এণাক্ষী।

প্রথম যেদিন আমি, তোমার পানে চেয়েছি
তোমার দুচোখে আমি, আমার মৃত্যুকে দেখেছি।
প্রথম ভালোবাসা কেউ পায়না জেনেও–
তোমাকে আমি চেয়েছি।
নিজের ভাগ্য নিয়ে আমি শেষ জুয়া খেলেছি।

সমুদ্রের নীলে ভেসে প্রথম ডলফিন ছুঁয়ে দেখার মতো
তোমার হাতের প্রথম স্পর্শ—
বন পাহাড়ি শীতল ঝর্ণায় প্রথম গা ভেজানো।
তুলোর মতো আকাশ থেকে ঝরে পড়া তুষার ছুঁয়ে—
ধোঁয়া উড়া গরম চায়ে চুমু।

মরুভূমির সেই ক্যাম্প ফায়ার—
রাত জাগা; ভরা পূর্ণিমায় চাঁদ দেখা;
লক্ষ লক্ষ নক্ষত্রের ভিড়ে, তোমার শুটিং ষ্টার খোঁজা।
সারা শহর ঘুরে তোমার প্রিয় কাঠগোলাপের গাছ খোঁজা।

প্রথম বর্ষায় ভেজা; প্রথম রিকশায় ঘোরা।
প্রথম হাসি–কান্না; প্রথম অভিমান;
প্রথম রাগ ভাঙ্গানো; প্রথম ভালোবাসার গান।
প্রথম সকল অনুভূতি কি ভুলে যাওয়া যায়?

অমাবস্যা—
প্রতিটা দীর্ঘশ্বাস তুমি।
প্রতিটা দীর্ঘশ্বাসে বুক ভারি হয়,
ঘন কালো, ঘোর ঘন কালো— রাত।
তোমার লম্বা ঘন কালো চুলের মত দীর্ঘ হয়।

তুমি আসোনি—
একুশ বছর
সাত হাজার ছয়শত পঁয়ষট্টি রাত কেটে গেল।
কেউ আসেনি—
যাকেই মন থেকে চেয়েছি কেউ আসেনি।
না মৃত্যু না তুমি...।

আমি আর একটা ধ্রুবতারা
সন্ধ্যাতারা শুকতারা হয়ে যায়।
নিশ্বাস নেওয়া মানে বেঁচে থাকা নয়।
তবুও জীবনের নিয়মে বেঁচে থাকতে হয়।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৪:৪৭

জেনারেশন৭১ বলেছেন:



প্রেমের কবিতা লেখা কি সহজ?

০৫ ই ডিসেম্বর, ২০২৪ ভোর ৫:২২

আজব লিংকন বলেছেন: উম...
কবিতা লেখা কঠিন স্যার।
অনুভূতি লেখা সহজ।।

২| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ৯:৩৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: পড়লাম। বাহ্ দারুন লেখেন তো।
শুভকামনা রইলো।

০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০৩

আজব লিংকন বলেছেন: থ্যাংক ইউ সো মাচ আপু।
আপনার জন্য শুভকামনা রইলো।

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর বিরহ কবিতা
মাশাআল্লহ

০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০৪

আজব লিংকন বলেছেন: থ্যাংক ইউ সো মাচ ছবি আপা।।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ দুপুর ১:৫৩

রাজীব নুর বলেছেন: কবিতা মূলত আবেগের খেলা।

০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৮:০৬

আজব লিংকন বলেছেন: জ্বী হ্যাঁ রাজীব ভাই। সুন্দর কথা বলেছেন।
থ্যাংক ইউ সো মাচ।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:১৭

এসো চিন্তা করি বলেছেন: খুব সুন্দর বিরহের কবিতা লিখছেন ভাইয়া
সুন্দর হয়েছে ☺️❤️

০৭ ই ডিসেম্বর, ২০২৪ রাত ৯:৪১

আজব লিংকন বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
সরি ফর লেট রিপ্লাই।

৬| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:১৮

মিরোরডডল বলেছেন:





কবিতা খুবই ভালো লেগেছে।
প্রথম প্রেমের শিহরণ সত্যিই অন্যরকম এক ভালোলাগা।

প্রথম প্রেমের মত
প্রথম কবিতা এসে বলে
'হাত ধরে নিয়ে চলো
অনেক দূরের দেশে"


শাফিন নেই, না ফেরার দেশে চলে গেছে, এটা এখনো আমার বিশ্বাস হয়না।
মনে হয়, এটা কি করে সম্ভব! এমন কি হবার কথা ছিলো!!! এটা ঠিক না।





১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০৪

আজব লিংকন বলেছেন: মিরোর আপু আপনি খুব ভালো।
আপনার করা প্রতিটি মন্তব্য পড়ে আমি খুব আনন্দ পাই। সুন্দর করে গুছিয়ে মন্তব্য করার অসাধারণ প্রতিভার অধিকারী আপনি।।

শাফিন আহমেদ মিউজিকে অন্যতম প্রতিভাব ও ভালো মানুষ ছিলেন। মাইলসের গান আমি খুব বেশি একটা শুনি নি, আমার শোন গানগুলো মধ্যে এখন যা মাথায় রয়েছে — নীলা, ধিকি ধিকি আগুন জ্বলে, ফিরিয়ে দাও, চাঁদ তারা, জ্বালা জ্বালা, কি যাদু। রিপ টু শাফিন ভাই।

যেদিন কমেন্ট করেছিলেন সেই দিন দেখেছিলাম। কেন জানি উত্তর দিতে ইচ্ছা করছিলো না। মুড অফ ছিল।। ইচ্ছের বিরুদ্ধে তাই কোন মন্তব্য দেই নি। কিন্তু বারবার মনে হচ্ছিল উত্তর না দেয়া একটা চরম বেয়াদবি। যার জন্য মন খচ খচ করছিল। মনকে বললাম, তোমার মত ক্ষুদ্র মস্তিষ্কের অবোধ বালকের প্রতি উত্তর পাবার জন্য কেউ বসে নেই।

সরি ফর লেট রিপ্লাই আপু।।

৭| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:২৯

শেরজা তপন বলেছেন: কেউ আসেনি— যাকেই মন থেকে চেয়েছি কেউ আসেনি। না মৃত্যু না তুমি...।
~এ তিনটে লাইন মন ছুঁয়ে গেল ...

১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০৫

আজব লিংকন বলেছেন: তপন দা,
খুব খুশি হলাম আপনি আমার লেখাটা পড়েছেন।। অল্প কিছু মানুষের মাঝে আপনি একজন যুক্ত হলেন, যে এই লেখা পড়ে এই তিনটি লাইনের পছন্দের কথা বলেছে।। লাইনগুলো আমারও খুব প্রিয়।। আপনি এই এক মন্তব্যে আমরা পছন্দের মানুষের তালিকায় আরও কয়েকধাপ এগিয়ে গেলেন।।
ভালোবাসা ও শুভকামনা নিরন্তর।।

৮| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫১

মিরোরডডল বলেছেন:





কেউ আসেনি—
যাকেই মন থেকে চেয়েছি কেউ আসেনি।
না মৃত্যু না তুমি...।


এই তিন লাইন আমারও অনেক ভালো লেগেছে।

কাউকে ভালো লাগলে তাকে চাইতে নেই।
পেয়ে গেলেই, ভালো লাগাটা সময়ের সাথে কমে যায়।
হয়তো একটা মায়া জন্ম নেয়, কিন্তু সেই অদম্য আকর্ষণটা থাকে না।


১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০৭

আজব লিংকন বলেছেন: থ্যাংক ইউ সো মাচ আমার প্রিয় ডল আপু।।
যারা এই লেখাটা পড়েছে (হাতে গোনা কয়েকজন) তাদের এই তিনিটি লাইন ভালো লেগেছে।। তপন দা'কে ধন্যবাদ। তার হাইলাইটস-এর জন্য হয়তো আপনারও এই লাইনগুলো চোখে লেগেছে।।

যাকে চেয়েছিলাম তাকে আমি পাইনি— তারপর থেকে আর কাউকে আমি চাইনি।। আবেগী কথাবার্তা।। হি হি। বলতে ভালো লাগে।।

আপনার লেখা তিনটি লাইনও খুব গভীর।। আমাকে এমন কিছু লাইন ভাবার। সবার সবকিছু চাইতে নেই। কারো কারো ভাগ্যে তার পছন্দের কোনকিছুই বিধাতা লিখে রাখেন না।।

আমার দেখা এমন কিছু মানুষ রয়েছে যারা তার পছন্দের মানুষটার সাথে শেষ নিশ্বাস অব্দি হাসি-আনন্দে পার করেছে। কত লাকি তারা। তাদের দেখে আমার লোভ হয়, আমার ঈর্ষা হয়।

অনেক দিন হয় কিচ্ছু লেখা হচ্ছে না। কিছু লিখতে চাচ্ছি— মনে আসছে কিন্তু কলমে আসছে না।।

৯| ০৮ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০৩

স্প্যানকড বলেছেন:

একুশ মানে হারায় সকল হুশ! :) কবিতা ভালো হয়েছে।

১১ ই ডিসেম্বর, ২০২৪ রাত ১০:০৮

আজব লিংকন বলেছেন: পড়ে মন্তব্য করার জন্য থ্যাংক ইউ সো মাচ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.