![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ১লা সেপ্টেম্বর, বিশ্ব চিঠি দিবস। আজ চিঠি দিবসে আমার পড়া একটা শ্রেষ্ঠ চিঠি। যা হাস্যকর হলেও অনেক গভীর। চিঠিটা কোন কালে লেখা জানি না। ইন্টারনেট মারফত আমার নজরে আসলো।
পিও আরিপ,
আমি তুমাকে কত বালুবাসি তা তুমাকে বলে বুজাতে পারবো না। তুমি আমার রিদএর বিতরে তাই তুমাকে বুলতে পারি না।
তুমি শুদু একটা গেনজি আর জিনছের পেন পরে গুরো সেটা দেকতে আমার বালু লাগে না তাই বরো বাবির জুমানু টাকা চুরি করে তুমার জন্ন পাটালাম তুমি ইদের জন্য কাপর কিনে নিও।
তুমাকে আমি রিদই দিয়ে বালুবাসি আমার সুনা। তুমাকে অনেক চুমা দিলাম।
ইতি,
তুমার পেমিকা কুলছুম।
যতই হাসেন না ক্যান আমার কাছে চিঠি দিবসের এটাই শ্রেষ্ঠ চিঠি। তাও আবার হাতে লেখা চিঠি। বানান যাই হোক আবেগটাই বড় বিষয়। বড় ভাবির টাকা চুরি করে ইদের কাপড় কিনতে সে তার প্রেমিকে টাকা দিছে। প্রেম মানুষকে চুন্নি বানিয়ে দেয়। ধরা পড়লে বেচারি কি কেলানিটাই না খাবে ভাবা যায়। "আমি কি বলছি আমি নির্দোষ.. আমি দোষী" একটা মিম আছে না, সেটার পার্ট - টু হচ্ছে কুলছুম।
যাইহোক আরিপ আর কুলছুমের জন্য শুভকামনা রইলো।
সামু পরিবারের সবাইকে চিঠি দিবসের শুভেচ্ছা।।
০১ লা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪০
আজব লিংকন বলেছেন: অপ্সরা কি শায়মা আপা!
❝তুমি থাকো দশ তলায় আমি থাকি এক তলায়, তোমার আমার বিভেদ হইলো আসমানতলা জমিনতলা..... আমারে কি তুমার বালো লাগিবে? আমি আশায় আশায় চাতক পক্ষীর লাহান চায়া থাকি কখন দেহা যাইবো তোমার চাঁদমুখখানি...❞ আমি হাসতে হাসতে শেষ। উফ!!!
হুমায়ূন স্যারের কথা মনে পড়ে যায়। উনি এই টাপের ক্যারেক্টারগুলোকে নিয়ে খুব সুন্দর ভাবে খেলে।।
চিঠি দিবসের শুভেচ্ছা < 3
২| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:২২
সৈয়দ কুতুব বলেছেন: আহারে কুলসুম ।
০১ লা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪০
আজব লিংকন বলেছেন: সালাম নেবেন কুতুব ভাই।
০১ লা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪১
আজব লিংকন বলেছেন: এবং গাজী সাহেবকে আমার সালাম দেবেন।
৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:৫৭
কামাল১৮ বলেছেন: রুদ্র ও তসলিমার চিঠিই আমার কাছে স্মরনীয় চিঠি মনে হয়েছে।
০১ লা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪২
আজব লিংকন বলেছেন: তা তো অবশ্যই।
রুদ্র একজন অভাগা। যিনি নাসরিনের প্রেমে পড়েছিলেন (যদি এটা বলার অধিকার আমার নেই।) রুদ্রের লেখা আমার ভালো লাগে। ধন্যবাদ কামাল ভাই।
৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:০২
কামাল১৮ বলেছেন: চিঠিও যে বড় রকমের সাহিত্য কর্ম হতে পারে তার প্রমান রবি ঠাকুরের চিন্নপত্র।
০১ লা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪৩
আজব লিংকন বলেছেন: এটা আমি পড়িনি। এর মাঝেই পড়বো। অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা রইলো।।
৫| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:১৭
শেরজা তপন বলেছেন: ব্রাদার একটু সমালোচনা করি; লেখাটা সম্ভবত কোন মেয়ের না, মেয়েরা এমন ফন্টে সচরাচর লেখে না। লেখা দেখেই মনে হচ্ছে এটা কারো ইচ্ছাকৃত বা দুষ্টামি করে বিকৃতভাবে লেখা।
তবে মজার হয়েছে।
০১ লা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:৪৪
আজব লিংকন বলেছেন: হা হা। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ তপন দা। আমি আসলে জানি না হতেও পারে। চিঠি দিবস উপলক্ষে আজ স্ক্রলিং করতে করতে হঠাৎ এই চিঠিটা আমার সামনে আসে। একটু দুষ্টুমির মুডে ছিলাম তো তাই পড়ে অনেক মজা পেয়েছি, এজন্য শেয়ার করলাম।
আমার ভালোবাসা নেবেন।।
৬| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:১০
অপ্সরা বলেছেন: শায়মা আমার টুইন বোইন!
আর আমার দেখা এই ক্যারেক্টারগুলো নিয়ে লিখলে আমার মহা উপন্যাস হয়ে যাবে।
৭| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৫৯
আহমেদ রুহুল আমিন বলেছেন: হায়রে চিঠি.....! কাগজে হাতের লেখা চিঠিতে মনের যতো আবেগ অনুভুতি কাজ করে তা অন্য কোন মাধ্যমে বুঝানো সম্ভব নয় । কবিগুরু রবীন্দ্রনাথের ‘ছিন্নপত্র’ও এক অমর সাহিত্যকর্ম ।
৮| ০১ লা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১০:১০
অপু তানভীর বলেছেন: একটা সময়ে আমি প্রেমিকাকে প্রচুর চিঠি লিখেছি। প্রচুর মানে প্রচুর। এছাড়া আমার পেন ফ্রেন্ড ছিল অনেক গুলো । তাদের কাছেও চিঠি লিখতাম। গত বছর শেষ চিঠি লিখেছিলাম একজন। তারপর আর চিঠি লেখা হয় নি।
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০২৫ সন্ধ্যা ৭:০৬
অপ্সরা বলেছেন: আহারে কুলছুম!
এক্কেবারে এ যুগের লাইলী মজনু ছিলো ......
জানতে ইচ্ছে করে কেমন আছে কোথায় আছে এখন তারা???
আমাদের বাসার ছাদে ছাঁদ ঝাড়ু দেবার সময় আমাদের বাসার এক মেয়ে সুরাইয়াকে পাশের বাড়ির দারোয়ান যে নীচে দারোয়ানদের গুমটি ঘরে থাকতো সে ছাদে উঠে ইটে বেঁধে এক চিঠি ছুড়েছিলো।
সেই চিঠি তো সুরাইয়া পড়তে পারে না তাই আমার কাছে এনেছিলো.......
সেই চিঠির একটা লাইন ছিলো তুমি থাকো দশ তলায় আমি থাকি এক তলায়, তোমার আমার বিভেদ হইলো আসমানতলা জমিনতলা..... আমারে কি তুমার বালো লাগিবে? আমি আশায় আশায় চাতক পক্ষীর লাহান চায়া থাকি কখন দেহা যাইবো তোমার চাঁদমুখখানি ..... এই সব আরও কি কি......