![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন কন্যা ইদানিং বেশ স্বপ্ন দেখি
কতটুকু সত্য-মিথ্যা জানিনা
তবুও ভেতর বাহিরে স্বপ্ন আঁকি
তুমি আসবেনা সেতো ভাবতে পারিনা,
তবে দেবেনা জানি ফাঁকি।
প্রতিরাত ঘুমোবার আগে স্মরণ করি তোমায়
জড়িয়ে আছো সমস্ত বুক জুড়ে জানায় অজানায়।
আমার...
টিনের চালে বৃষ্টির শব্দ শুনি
আর নূপুরের রিনিঝিনি গুনি
মনে হয় তুমি আসছো, জলে ভাসছো
বৃষ্টির।
তুমি এসো ঠিক সেদিনের মতো
তোমার অপেক্ষার অতল কথা কতো
বিস্মৃত হয়ে যায়,
আমি শুকনো, হৃদয় শুকনো...
তোমার আসার পথের মাঝখানে কিছু...
মাঝেমাঝে লিখতে গিয়ে আমার হাত চলেনা
আঙুল গুলো লক্ষ্যচ্যুত হয়, কেঁপে উঠে হাত,
ঠোঁট জোড়া শুকিয়ে যায়, ক্ষমতাহীন হয় শব্দ ছড়াতে।
তৃষ্ণায় জর্জরিত কণ্ঠনালী কেমন জানি গলাটাকে
ভারি করে দেয়।
মাথা তুলে সামনে তাকিয়ে দেখি,...
যতবার তুমি আঘাত করেছো
ততবার আমি বিজয়ী হয়েছি
প্রচণ্ড নির্ভরতায়, প্রবল বিশ্বাসে
আর অসম্ভব ভালোবাসায়।
বুকের ভেতর ইটপাথরের কত দেওয়াল উঠে
অভিমান দ্বিধায়
ডান কিংবা বাম করতে পারি না কখনো,
আমার স্বৈরাচারী মন সমস্ত বুকের জমিনে
চাষাবাদ করে...
গত পরশু
শাহবাগের পাইকারী হাট
বাকী দিনটা খুচরো কাঁটাবন
কাটিয়ে দিলাম এই ভেবে
কিনবো গোলাপ এক ডজন।
প্রতিদিন
আমার এবং তোমার ভালবাসা
মূল্যহীন কেনাবেচা করি চারটি চোখে
আবার বিচ্ছেদ বিচ্ছেদ খেলি
এ চোখে ও চোখে।
গতকাল
ভেবেছিলাম এই পুরুষের কথা
তোমায় বলবো...
©somewhere in net ltd.