![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্ন কন্যা ইদানিং বেশ স্বপ্ন দেখি
কতটুকু সত্য-মিথ্যা জানিনা
তবুও ভেতর বাহিরে স্বপ্ন আঁকি
তুমি আসবেনা সেতো ভাবতে পারিনা,
তবে দেবেনা জানি ফাঁকি।
প্রতিরাত ঘুমোবার আগে স্মরণ করি তোমায়
জড়িয়ে আছো সমস্ত বুক জুড়ে জানায় অজানায়।
আমার ক্লান্ত আঙ্গুল তোমায় নিয়ে
রচনা করে গল্প,
তুমি যে আমার অল্প অল্প।
কাগজের নৌকর মতো ভেসে বেড়াই বৃষ্টির জলে
গন্তব্যহীন কোন দিকে, স্বপ্ন কল্পনার ছলে,
আমি আর আমি সেই আশায় যদি আসো তুমি।
ঘাস যেমন মাড়িয়ে যায় লোকে
তেমনি তুমি স্বপ্ন আমার বুকে
গড়াও স্বপ্ন চড়াও।
১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০৮
অজেয় বিক্রম শিবু বলেছেন: ধন্যবাদ, ভাল থাকুন।
২| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৯
রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।
১৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৪
অজেয় বিক্রম শিবু বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই, ভাল থাকুন।
৩| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৯
শাহানাজ সুলতানা বলেছেন: দারুণ
৪| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৯
আলসে হিমু বলেছেন: ভালো বলেছেন.।.।
৫| ১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২০
চাঁদগাজী বলেছেন:
কি করে আসবে? আসা কি সঠিক, রংধেনুর সাঁকো কই?
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: আমি আর আমি সেই আশায় যদি আসো তুমি।
সুন্দর+