![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতবার তুমি আঘাত করেছো
ততবার আমি বিজয়ী হয়েছি
প্রচণ্ড নির্ভরতায়, প্রবল বিশ্বাসে
আর অসম্ভব ভালোবাসায়।
বুকের ভেতর ইটপাথরের কত দেওয়াল উঠে
অভিমান দ্বিধায়
ডান কিংবা বাম করতে পারি না কখনো,
আমার স্বৈরাচারী মন সমস্ত বুকের জমিনে
চাষাবাদ করে তুমি-সুখের।
বারবার পরাজিত হয় মান অভিমানগুলো
আমার বিশ্বাস নির্ভরতা আর ভালোবাসার কাছে।
মুহূর্তেই আবার সংঘবদ্ধ হয়ে সেই দেয়াল
ভেঙে দিয়ে যায় বিশ্বাস আর ভালোবাসারা।
আমি গর্বিত, আমি ভালোবাসাবাদী!
বহুবার বহুভাবে মিলিয়েছি নিজেকে
তুমি ছাড়া মেলেইনা সব দাবী দাওয়া
তোমাতেই যে আমার সমস্ত পূর্ণতা সুখ টের পাই,
তাই তুমুল মন ঝড়েও
তোমাকে পাই খুঁজে চোখ বুজে,
ভালোবাসা যে বুঝেও অবুঝে।
২| ০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:০২
অজেয় বিক্রম শিবু বলেছেন: ভালোবাসারা বেঁচে থাকুক...
৩| ০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:৩৬
অতঃপর হৃদয় বলেছেন: সুন্দর ++
০৮ ই মে, ২০১৭ দুপুর ১:৩৭
অজেয় বিক্রম শিবু বলেছেন: ভালোলাগা নিরন্তর।
৪| ০৩ রা এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৫
ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো খুব +
০৮ ই মে, ২০১৭ দুপুর ১:৩৭
অজেয় বিক্রম শিবু বলেছেন: ধন্যবাদ।
৫| ০৩ রা এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০০
কানিজ রিনা বলেছেন: বেশ ভাল লাগল।
০৮ ই মে, ২০১৭ দুপুর ১:৩৮
অজেয় বিক্রম শিবু বলেছেন: ভালোলাগা ।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৭ সকাল ১১:০০
মোস্তফা সোহেল বলেছেন: ভালবাসা আসলেই অবুঝ। ভাল লাগল কবিতাটি।
যতবার তুমি আঘাত করেছো
ততবার আমি বিজয়ী হয়েছি
প্রচণ্ড নির্ভরতায়, প্রবল বিশ্বাসে
আর অসম্ভব ভালোবাসায়।+++