নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এজহারুল এইচ শেখ

মাটির মানুষ

এজহারুল এইচ শেখ

মাটির মানুষ

এজহারুল এইচ শেখ › বিস্তারিত পোস্টঃ

সাহিত্যের উপর তালিবানি ফতুয়া !

১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০০

বাংলা সাহিত্যের অসীম মহাসাগরে অসংখ্য শব্দ ভান্ডার আছে!কবির চেতনার সাগরে ঢেউ আছড়ে পড়লে,যে শব্দ গুলো নিয়ে কবির একতারা বেজে ওঠে সেটাই কবিতার রূপ নেই!যে শব্দ গুলো একতারার সুরে ভেসে ওঠে,সেটা কিন্তু সম্পূর্ন স্বাধীন-মানবিক মনের ব্যাপার!কবি মনতো এটা দেখবে না যে কে কোন শব্দ এর আগে ব্যবহার করেছেন?কবি কবিতা লিখবে নাকি কে কোন শব্দ এর আগে ব্যবহার করেছে সেটা নিয়ে ভাববে?উদাহারণে আসা যাক,যেমন কবি জসীমুদ্দিনের কবর কবিতায় লয়ে ,ক্ষণে,তোরে ইত্যাদি অনেক শব্দ ব্যবহার করেছেন?তার মানে কি এটাই দাঁড়ায় রবীন্দ্রনাথের সাহিত্য থেকে টুকেছেন?বা কবি শামসুর রহমান যে শব্দ ব্যবহার করেছেন সেটা সুনীল স্যার ব্যবহার করবেন না?অনেকে আবার টেকনিক্যাল ভাবে,দশকে বিচার করে থাকেন!এসব তো কর্পোরেট জগৎ এ চলে!তবে কি সাহিত্য কর্পোরেট জগৎ -এ প্রবেশ করলো নাকি?ছায়ার কথা যদি আসে তবে রবীন্দ্রনাথের উপর উপনিষদের,রুমি ও ইকবাল এর উপর কুরানের ছায়া আছে!সাহিত্যের উপর তালিবানি ফতুয়া চলে না!সাহিত্য অসীম!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭

সাদিক সাকলায়েন বলেছেন: যথার্থ বলেছেন।

২| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৩

মর্তুজা হাসান সৈকত বলেছেন: ছোট কিন্তু খুবই মূল্যবান একটি লেখা যদি মর্মার্থ উপলব্ধি করে কেউ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.