| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা ভিড়!চিৎকার!চেচাঁমেচি!
কোলাহল!একাকিত্বের বড়ি গলবার
জো নেই!তা ও আমার এগিয়ে চলেছি
এর ঠেলা ওর গুতো খেতে খেতে
কেউ কারুর দিকে তাকায় না!আমিও না!শুধু আমাদের আধুনিক পথচলা!অনন্তকাল ধরে..
সামনে যেতে যেতে কারুর সাথে
হয় দেখা! কেউ আবার অদেখা!
কেউ থাকে আলোয়!কেউ অন্ধকারে
দাঁড়িয়ে থেকে আলোর পথের পথিক ও পথ দেখে!শুধু অপ্রাচীন আয়নার প্রতিফলিত রশ্মির, গুহায় থেকেও খোঁজ পড়ে...
এখন আমরা সবাই এক মেলায়!
ও ডাক্তার!ও ইন্জিনিয়ার!ও মাস্টার!
ও প্রফেসর!ও বিঞ্জানী!পাশে ওই যে
দাঁড়িয়ে ও হল কারিগর!দীনু শ্রমিক!আমি হলাম গ্র্যাভিটেশন!
আমাদের সবার একজায়গায় মিল!আমরা সবাই একই ভূমির ভূমিষ্ঠা!আমারা সবাই সহপাঠী!আমার মুখ না
দেখলে ওর চলে না!ওর মুখ না দেখলে দিন কাটে না!
কিছুক্ষনের জন্য আমরা সবাই নাগরদোলায় চড়ি!তারপর নেমে আসি!আমি যখন নিচে নামি!
ওরা তখন উপরে বসে!মাঝখানে নিত্যকালের হাকাহাকি!কিরে কেমন আছিস?
এই ভাবে আমি ঘুরি!ও ঘোরে!আমরা সবাই ঘুরি!ধরিত্রী সুর্যের চারিপাশে অনন্তকাল ধরে ঘুরে চলে!শুধু গ্র্যাভিটেশন দুঃখ- যন্ত্রনায় আঁকড়ে রাখে ..
@ Home
Time-1:09pm
DaTe-28/01/13
©somewhere in net ltd.