| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীলখাম@ এজহারুল এইচ শেখ
ডাক- বাক্সের ধুলো ঝরে যায় দিন- মাস- কালে
নীলকান্ত প্রহর গোনে নীল-খামে
কখন ভেসে আসবে আগমনী বার্তা
লক্ষী-পেচাঁর রাতের ব্যথা বোঝে না কোনো কর্তা
কুকুরে নালে শুধু বয় যায় হাঁ- পিত্তেস
বুকে শুধু তাপ-হীন মরচে নিঃশেষ
অকালে জিরাফের চোখে এক-বুক রক্ত-জল খোঁজে
ঋতু-স্রাবে চোখ ভেজে না- যৌবন ভেজে
সুর্যের সরনে যুবকই শুধু অকাল-বৃদ্ধ হয়
প্রেম জয়ে না পরাজয়ে না সীমাহীন অপেক্ষায়
উত্তরহীন মায়ের উত্তর ডুবে থাকে ভাতের ফ্যানে
মামাদের বাড়ি যে মানুষটি এতো আদর দেয় এ-জীবনে
মায়ের চোখে নড়েও না মানুষটি মামাও না
ঘর-সংসার-জীবন -মৃত্যুতে বদ্ধ মনে
নীল খামের অলিখিত ব্যথা বোনে নীল বনে
বনে মা একা যায় না পাখি যায় আর অপরাজিতা
@বাড়ি,
সময়-৪ঃ২১ বিকাল
তারিখ-১৫/০২/১৩
©somewhere in net ltd.