নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এজহারুল এইচ শেখ

মাটির মানুষ

এজহারুল এইচ শেখ

মাটির মানুষ

এজহারুল এইচ শেখ › বিস্তারিত পোস্টঃ

পান্ডুলিপির আয়না

২৫ শে জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭

জলের নীচে পা ডুবিয়ে বসে

আছে রোদ,



চুপচাপ,হেল নেই,

দোল নেই,



হাঁটুর নীচে ক্ষত

রক্ত গুলো সবুজ হয়ে

চারিদিকে ছড়িয়ে যায়,



হাঁ-হুতাশ

ও নেই,সারাদিন উড়োচুলে উদাস!



সকালে আসে সন্ধ্যেয় আবার

শীত নাবিয়ে বাড়ি যায়,

আদি বাড়ি হল কামারপুকুর,



বাবার কামজ্বালায়

জন্ম মুহুর্তে ওর মা সৌদামিনী গত হয়,

আপন বলতে ওই কামদেব

আর এই তল্লাটে কেউ নেই,নিশ্বাস ছাড়া!



গত কয়েক মাস হল,

কু-লক্ষুণের

এই ভাবে শ্যামপুকুরে বিচরণ,

মাছের কাঁটা ফেলতে গিয়ে

আমি

পুকুরের জলে কাঁপা ছবির দিকে

এক পানে চেয়ে জিঞ্জেস করি ,

বাউলা

বাউলা তুমি কে গো?

নিরুত্তর মুখ,বিষাদের চোখ

শুধু ব্যোম হয়ে তাকিয়ে থাকে..



যেমন করে বেনামী ঈশ্বর পান্ডুলিপি নিয়ে

শেষ সূর্য ওঠা দেখার জন্য তাকিয়ে থাকে!



@ বাড়ি,

তারিখ-২৫/০১/১৪

সময়-১২ঃ৪৩ দুপুর

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.