![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলার আগা মাথা বোঝা যে কি কঠিন। -_-
বর্ণমালা ৫০ টা। :O
যেখানে ইংরেজীতে মাত্র ২৬ টা। স,শ,ষ তিনটার ব্যবহার জানতেই মাথা ঘুরায়।
র,ড়,ঢ় আরও নতুন তিনটা প্যারা।
য, জ।
মাথা কি ঘুরছে আপনার? আমার ঘুরে।
আসুন আরেকটু ঘুরাই,
যে খেলে সে খেলোয়ার
যে জানে সে জানোয়ার নয়।
প্রবাদে আসেন,
নাই মামার চেয়ে কানা মামা ভাল,
আবার দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল ভাল।
আমার কাছে একটা ভাঙ্গা মোবাইল আছে। এটা কি নাই মামার সুত্রে রাখতে হবে। দুষ্ট গরুর সুত্রে ফেলতে হবে।
একি শব্দের অর্থও আলাদা হয়ে থাকে।
সারা মানে কি? সারা দেয়া, নাকি সব শেষ হয়ে যাওয়া?
মানে ইংরেজী তে কোনটা হবে Response নাকি Done.
কি মাথায় গিট্টু লাগলো!! তাহলে খুলে ফেলুন।
আর ভাবুন আপনি বিশ্বের সবচেয়ে কঠিন ও ভেজাল ভাষাগুলোর একটি "বাংলা ভাষা" আপনি লিখতে পড়তে ও বলতে পারেন।
বাংলা ভাষা জানা সবাইকে অভিনন্দন।
আপনি হিসেবে ইংরেজী জানা মানুষের থেকে বেশি পারেন। কারন তারা মাত্র ২৬ তা বর্ণ শিখে। আপনি শিখেন ৫০ টা, তার পরে যুক্ত বর্ণ গুলো বাদ রাখলাম।
কি গর্বে গর্ভবতী মনে হচ্ছে? তাইনা?
আসুন বাংলা নিয়ে গর্ব করি।
২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৬
আজব পাগল বলেছেন: না এটা নিয়ে কি কারনে গর্ব করবেন তা দেখানোর চেষ্টা করছি।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩২
ইমতিয়াজ ১৩ বলেছেন: ভাল পোষ্ট। লাইক,
বর্ণমালা কিছু কমিয়ে আনা যেতেই পারে।
২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪১
আজব পাগল বলেছেন: তাতে ঝামেলা বাড়বে। যেমন ধরুন "বর" আর "বড়" লিখে বোঝাতে ঝামেলা।
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৬
ভুলো মন বলেছেন: Response = সাড়া {e.g. সে আমার কথায় সাড়া দিচ্ছেনা (Response করছে না, মরে গেল না-কি!!!
)!}
Done = সারা {e.g. মোবাইল ফোনটা কি সারা হয়েছে (ঠিক করা হয়েছে?)?}
...বুঝলেন জনাব??
২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৩
আজব পাগল বলেছেন: জি ভাই, উহা আমিও জানি। কিন্তু মুখে বললে!! এখানে কিন্তু ওই যে তিনটা র এর ব্যবহার হয়েছে।
আমি এটাই বোঝাতে চেয়েছি, বিশ্বের কঠিন ভাষা গুলোর মাঝে বাংলা একটা যা আমরা পড়তে লিখতে ও বলতে পারি। তাই আমরা গর্বিত।
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৬
বাড্ডা ঢাকা বলেছেন: বেশ বলেছেন তো
২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৪
আজব পাগল বলেছেন: ধন্যবাদ। অলস মস্তিস্কের কাজ এগুলো বুঝলেন।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৮
ভুলো মন বলেছেন: বেশিরভাগ মানুষ সাড়া / সারা, যাই / যায় ইত্যাদির মধ্যে গুলিয়ে ফেলে!! ব্যাপারস্ না!!! শিখে যাবেন!!!!!
২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫১
আজব পাগল বলেছেন: সারা মানে কিন্তু অনেক কিছুই বোঝায়, দেখে নিন এখান থেকে, গুলানোটা দোষের না।
http://www.ovidhan.org/b2b/সারা
আরও কিছু সারা এর ব্যবহার আপনিও শিখুন।
শেখার কোন শেষ নেই।
এজন্যই কবি বলেছেন,
"বিশ্ব জুড়ে পাঠশালা মোর,
সবার আমি ছাত্র।"
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৭
ভূতের কেচ্ছা বলেছেন: যে খেলে সে খেলোয়ার
যে জানে সে জানোয়ার নয়।
২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৪
আজব পাগল বলেছেন: হা হা হা হা
৭| ২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৩
আজব পাগল বলেছেন: যিনি সুর দেয় তিনি সুরকার,
যিনি প্রাইভেট পড়ান, তিনি প্রাইভেটকার।
২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৩
আজব পাগল বলেছেন:
৮| ২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৪
ভুলো মন বলেছেন: আমি "সারা"-র প্রায় সব অর্থই জানি। শুনবেন?
২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৩
আজব পাগল বলেছেন: এই সেরেছে!! সব বলবেন!
আচ্ছা, বলুন, আমিও জানি।
না জানা গুলো শিখেও যাব।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৪
নিয়ন আলোয় সন্ধ্যা বলেছেন: তাহলে কি বর্ণমালার সংখ্যা কমিয়ে আনার পরামর্শ দিচ্ছেন?