![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গান পাগলা পন্ডিত কানা...অহংকারে মুড়ল কানা চু-কলখোরে.....আন্দাজে এক খুটি গাড়ে.... আ-ন্দাজে এক খুটি গাড়ে....... জানেনা সীমানা কার..... এসব দেখি কানার হাট বাজার......
মোস্তফা জব্বার বাংলাদেশের একজন সফল আইটি ব্যাবসায়ী, কথিত আছে কোন কাজ না করে কোন ইনভেস্ট না করেও তিনি কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছেন, তার প্রতিপক্ষ কেউ নেই, বিগত ২৭ বছর যাবৎ তিনি অত্যন্ত দক্ষতার সহিত ব্যবসা করে আসছেন, আমার প্রশ্ন হল
বাংলাদেশে অনেক ব্যাবসায়ী আছেন যারা যথেষ্ট সমাজ সেবা মুলক কাজ করে থাকেন, কই তাদেরকেতো পুরষ্কৃত করা হয়না, জব্বার সাহেব কি এমন কাজ করসেন যে তাকে এত সম্মান করতে হবে, তিনি তো একজন ধূর্ত ব্যাবসায়ী।
অভ্র কিবোর্ড নিয়ে ওনার ফাল আমরা দেখেছিলাম, সবাই জানে আসল সত্যটা কি, তার পরেও উনি মানতে নারাজ, তাঁর একটাই দাবি অভ্র তার পঁচা বিজয়ের কপি, কিন্তু যতই ফাল পারুক না কেন, কোন লাভ তো হয় নাই বরং নিজে যে কত বড় ব্যাবসায়ী তার প্রমান আমরা পেয়েছি।
যাই হোক, আমরা এটা মানি তিনি যেভাবেই হোক বিজয়ের উদ্ভাবক, যদিও এটা নিয়ে অনেক ঘাটাঘাটি আছে, আজকে আর সেদিকে যাচ্ছি না, কথা হল আপনারা অনেকেই হয়তো যানেন না বাংলা অক্ষর সহ যত কি-বোড্ বাংলাদেশে আমদানি হয় প্রত্যেকটা কি-বোডে ১০ টাকা করে জব্বার সাহেব হাতিয়ে নেন, হিসাব করে দেখেন যদি গড়ে প্রতি মাষে ৫ লক্ষ কি-বোড্ আমদানি হয় জব্বার সাহেবের ইনকাম হয় ৫০ লক্ষ টাকা, এই টাকাটা কার? এই টাকাতো ইমপোটার দিবেনা,এই টাকাটা এ্যাড হবে তা মূল কষ্টিংয়ের সাথে, এই বেশী টাকাটা দেই আমরা ম্যাংগো পাবলিকরা।
তার পরে আসি সফটওয়ারে, তিনি বিজয়ের লাইসেন্স বিক্রি করে এই পয্ন্ত যত টাকার মালিক হয়েছেন যত সম্মান পেয়েছেন , স্বয়ং কুদরাত-ই খুদা স্যার ও এত কিছু পাননি।
তার পরেও তিনি সন্তুষ্ট নন।
বেশ কিছু দিন আগে তিনি পুলিশ নিয়ে কোন প্রকার বিগ্গপ্তি ছাড়াই ঢাকায় বেশ কিছু বিপনি বিতানের সিডি দোকান গুলোতে হামলা চালান, অনকে দোকানে জরিমানা করেন,অনেকের নামে মামলা করেন, সাধারন সিডি ব্যাবসায়ীরা কিছু বুঝে ওঠার আগেই তাদের চুড়ান্ত সব্নাষ করে ছাড়েন, তাদের অনেক অনুনয় বিনিনয় তার পাষাণ মনকে গলাতে পারেনি, তাদের অনেকেই পুঁজি হারিয়ে আজ নিঃস্ব।
আমি তো অত গুছিয়ে লিখতে পারিনা, তবে নিচে কিছু বড় ভাইয়ের লেখা লিংক শেয়ার, করলাম ঢু মেরে দেখেন স্বঘোষীত বুদ্ধিজীবী জব্বার সাহেব সম্মন্ধে অনেক কিছু জানতে পারবেন।
মোস্তফা জব্বারের মিথ্যাচার। আসুন সবাই "বিজয়" নামক আবর্জনা বর্জন করি।
মোস্তফা জব্বারের বিরুদ্ধে কমিউনিটি সাইটগুলোয় প্রতিবাদের ঝড়
ধন্য হে মোস্তফা জব্বার ধন্য তোমার ফাঁদ
তার প্রতি আমার ব্যাক্তিগত কোন ক্ষোভ নেই, আমার কথা হল একজন সাধারন চাকুরেজিবী অথবা ছোট খাট ব্যাবসায়ী সারাদিন এত পরিশ্রম করে মাষ শেষে যা পায় তাতেই সন্তুষ্ট হয়.
জব্বার সাহেব কেন সন্তুষ্ট হতে পারেননা?? ওনার আবিষ্কারতো দেশের কল্যাণের জন্য নয়, ওনার ব্যাবসায়িক সুবিধার জন্য, উনি কি ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর চাইতে কোন অংশে কম??
তবে একজন সুবিধা বাদিকে কেন মাথা ঠুকে সালাম করতে হবে??????
০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১
গান পাগলা বলেছেন: হ্যা আমরাতো তাই করছি,কেন করবো?
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮
shahinur70 বলেছেন: আমাদের সবাইর এই ধুর্তের সব সফটওয়্যার বর্জন করা উচিত,সাথে অভ্রকে প্রাধান্য দেওয়া দরকার।
০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯
গান পাগলা বলেছেন: ধন্যবাদ,আমাদের তাই করা উচিৎ।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৫
সাইবার অভিযত্রী বলেছেন: উচিত, অভ্রকে প্রাধান্য দেওয়া
ভাষা হোক মুক্ত
০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০
গান পাগলা বলেছেন: অভ্রকে প্রাধান্য দেওয়া
ভাষা হোক মুক্ত ।
সুন্দর মন্তব্য।
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২
কাজী কিংশুক হোসাইন বলেছেন: Avro font toire korte pare nai
৫| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:০৮
কালীদাস বলেছেন: অভ্র....হেহ, বিজয়ের ডিজাইন কার করা? ওপেন সফটওয়্যারের এগেইনস্টে সবচেয়ে বেশি চেঁচামেচি করে জব্বার চাচা, অজুহাত দেখায় কপিরাইট সংরক্ষণ আর মূল্যায়ন...বিজয়ের বেলায় কোর টিমের ডেভোপারদের নাম নেই কেন? সম্ভবত ২০০৩ এর এডিশনে একজন প্রোগ্রামারের নাম দেখাত, পরের এডিশনগুলোতে সেটাও গোড়ায় রিমুভ করেছে।
সবচেয়ে বড় হারামীপনাটা করেছে কিবোর্ডগুলোতে বিজয়ের লেআউট দিয়ে। আমার টাইপ করতে সমস্যা হয় ডাবল লেআউটসহ কিবোর্ডে, আর মার্কেটে এখন শুধু ইংলিশ কিবোর্ড পাওয়া খুবই টাফ
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩
উযায়র বলেছেন: তবে একজন সুবিধা বাদিকে কেন মাথা ঠুকে সালাম করতে হবে??????