নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পন্ডিত কানা...অহংকারে মুড়ল কানা চু-কলখোরে.....আন্দাজে এক খুটি গাড়ে.... আ-ন্দাজে এক খুটি গাড়ে....... জানেনা সীমানা কার..... এসব দেখি কানার হাট বাজার......।

গান পাগলা

গান পাগলা পন্ডিত কানা...অহংকারে মুড়ল কানা চু-কলখোরে.....আন্দাজে এক খুটি গাড়ে.... আ-ন্দাজে এক খুটি গাড়ে....... জানেনা সীমানা কার..... এসব দেখি কানার হাট বাজার......

গান পাগলা › বিস্তারিত পোস্টঃ

আমাদের "শিরোনামহীন" খুজে পাওয়া আত্বার নতুনত্য বিশ্লষণ।

০৬ ই মার্চ, ২০১৫ রাত ৮:৩৬


সাধারনত একটি গানে কথা,সুর,বাদ্যযন্ত্র এই তিনটি উপাদান থাকবেই, কিন্তু কথার মাঝে লুকিয়ে থাকা তত্বটা আমরা গান শুনে অনুধাবন করতে পারবো না।
তার জন্য যেতে হবে আমাদের আরও গভীরে, সুরোরস অবগাহনের চাইতেও তত্বমধুর অনুসন্ধান অনেক বেশী গুরুত্বপূর্ণ।
লালনের যারা বক্তবৃন্দ আছি তারা অন্তত এই বিষয়টিতে বিশেষ অবগত আছি।
যাইহোক আজকের আলোচনার বিষয় ব্যান্ড "শিরোনামহীন"
শিরোনামহীন বাংলাদেশের একটি স্বনামধন্য ব্যান্ড, ১৯৯৬ সালে এ ব্যান্ডটি প্রতিষ্ঠিত হয়। তাঁরা ক্লাসিকাল এবং ফোঁক ধাঁচের গান রক স্টাইলে করে থাকেন।
এই পর্যন্ত তাদের করা পাঁচটি এ্যালবামের পাঁচটিতেই তারা সফল।
প্রায় প্রত্যেকটি গানেই প্রাধান্য পেয়েছে অসাধারন সুর এবং মনোমুগ্ধকর তত্ত্ব।
উইকিপিডিয়া লিংক
এরই মধ্যে আমন্ত্রিত হলেন আমাদের সবার প্রিয় ভোকাল তানযির তুহিন
যিনি শুধু একজন শিল্পি নন গুনি একজন মানুষও বটে। তাঁর কন্ঠের দীপ্ততা চির তারুণ্যের উদাহরন। মুলত তারই গাওয়া প্রথম এ্যালবাম জাহাজী
এই এ্যালবামের মাধ্যমেই তিনি তথা শিরোনামহীন খুজে পেয়েছে অসংখ্য শ্রোতার ভালবাসা আর সুর সাগরের প্রান্তর। অবশ্য এ্যালবাম বের করার আগে তারা লাইভ শো করতেন।
সৃজনশীলতায় এগিয়ে থাকা এসব মানুষদের জন্যই আমাদের সংগীত এতটা রীচ এতটা সফল।


এজন্য "শিরোনামহীন" এর করা রবিন্দ্রনাথ এ্যালবামই যথেষ্ঠ।
রবিন্দ্রসংগীতের নতুনত্বে ভক্তরা সবাই অভিভূত হয়েছে।

এবার আসি আমাদের আমাদের প্রিয় জিয়া ভাইয়ের কথায়....
শিরোনামহীন মূলত ১৯৯৬ সালে জিয়া ভাই, জুয়েল ভাই এবং বুলবুল ভাই মিলে প্রতিষ্ঠা করেন। ২০০৩ সালে যুক্ত হন তুহিন ভাই। ৯০এর দশকের শুরুর দিকে তারা মিউজিক নিয়ে গবেশনা শুরু করেন, ১৯৯২ সালে তাদের থ্রাশ হোল্ড নামে থ্রাশ মেটাল ঘরণার একটি ব্যান্ড দল ছিল, আর তাই ছিল মূলত শিরোনামহীন এর সুতিকাঘার। শিরোনামহীন এর প্রধান সুর সম্পাদক আমাদের প্রিয় জিয়া ভাই


এর পরেই আসি আমাদের পরিশ্রমী এবং হাতের কাঠিতে ঝংকার তোলা ড্রামার আহমেদ সাফিন ভাইয়ের কথায়, সে যদি না থাকতো এক কথায় বলবো শিরোনামহীন এর অপূর্রনতা থেকে যেত।
বাকি দুজন আমাদের গিটারবোদ্ধা দিয়াত ভাই এবং কি-বোর্ড যোদ্ধা রাসেল ভাই এদের সাবার সম্মিলিত প্রচেস্টাই আমাদের শিরোনামহীন।


শিরোনামহীন এর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তারা বানিজ্যক ধাঁচের গান খুব কমই করেছেন, আর এজন্যই তাদের বিশ বছরের ক্যারিয়ারে মাএ পাঁচটি এ্যালবাম রিলিজ হয়েছে। ১৯৯৬ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত তারা আন্ডারগ্রাউন্ড প্র্যাকটিসটাই বেশি করেছেন। দীর্ঘ আট বছর সাধনার পরে তারা এ্যালবাম প্রকাশ করেন, যা আজকের বাজারে বিরল।
আজ কালকের কিছু কিছু শিল্পিরা গান শেখার আগে মিউজিক ভিডিও বের করেন, আর এই কারনেই কিছুদিন পর সার্চ লাইট দিয়েও তাদের খুজে পাওয়া যায়না। গান যে একটা সাধনার বিষয় তারা তা মানতে নারাজ।
তুহিন ভাইয়ের লাইভ দুটি গানের লিংক দিলাম গান দুটি শুনে আমি এতটাই অবিভুত হয়েছি যে মনে হল তিনি সব ক্ষেএেই উজ্জল।
Tumi ki dekhecho kobhu

Nill Doria
শিরোনামহীন এর কথা নতুন কোন উপমায় উপস্হাপন করতে চাচ্ছিনা।
শুধু এতটুকুই বলবো পাশে আছি বন্ধু..........
তুমি চেয়ে আছো তাই আমি পথে হেটে যাই............
শিরোনামহীন এর ওয়েব লিংক

ইউটিবের কিছু অসাধারন ভিডিও লিংক
ফেসবুক ফ্যানপেজ
আমার কথাগুলো হয়তো সাধারন, আপনারা হয়তো আমার চাইতে অনেক বেশী যেনে থাকতে পারেন, আমি শুধু উপস্থাপন করেছি মাএ।





মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:১২

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: পোস্টটার জন্য ধন্যবাদ ভাই। শিরোনামহীন ছাড়া সকাল শুরু করিনা, বিকালটাও কাটেনা যদি কানে শিরোনামহীন না থাকে.. :)

বেঁচে থাক শিরোনামহীন।।।

২| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩২

গান পাগলা বলেছেন: শুনে খুশি হলাম....
বেচে থাক শিরোনামহীন
বেচে থাক পাগলদের ভালোবাসা।

৩| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১১:২৮

সালমান মাহফুজ বলেছেন: চলতে থাকুক সাফল্যের সিঁড়ি বেয়ে শিরোনামহীনের এই পথচলা ।

৪| ০৭ ই মার্চ, ২০১৫ সকাল ৮:২৬

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
শিরোনামহীনের জনপ্রিয়তাই প্রমাণ করে তাদের সফলতা।

ধন্যবাদ শেয়ার করার জন্য্।

৫| ০৭ ই মার্চ, ২০১৫ সকাল ১০:২৭

রূপা কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ
প্রিয় দল শিরনামহীন +++++++

৬| ০৭ ই মার্চ, ২০১৫ সকাল ১১:২৪

এহসান সাবির বলেছেন: ভালো লাগে ওদের গান।

৭| ০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৯

বোকা মানুষ বলতে চায় বলেছেন: "শিরোনামহীন" এককথায় অসাধারণ, তুলনাহীন। ++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.