![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গান পাগলা পন্ডিত কানা...অহংকারে মুড়ল কানা চু-কলখোরে.....আন্দাজে এক খুটি গাড়ে.... আ-ন্দাজে এক খুটি গাড়ে....... জানেনা সীমানা কার..... এসব দেখি কানার হাট বাজার......
রাজনীতিবিদদের এত ক্ষমতা, এত সম্মান, এতই ইজ্জতের বড়াই।
তাদের কাছ থেকে এত নিম্নমানের কাজ আশা করিনি, শেষ পর্যন্ত তারা আমার মায়ের ঐতিহ্যের সংগীতকেও রেহাই দিলোনা।
রাস্তায় চলতে চলতে দেখি অতি উচ্চ শব্দে মাইকে গান বাজতেছে, গানের সুরটা পরিচিত,জনপ্রিয় কোন গান এমনকি দেশাত্ববোধক কোন গান চলছে।হঠাৎ দেখি গানের মধ্যে অমুক ভাইয়ের নাম,তমুক ভাইয়ের কাম,আবুল ভাইয়ের সুনাম, মোকলেস ভাইয়ের দুর্নাম ডুকে পড়েছে।
আপনাদের যদি এতই ক্ষমতা থাকে তো নিযের জন্য নিযেই একটা গান বানান, জনপ্রিয় গান গুলাকে এভাবে নকল করার মানে কি????
আপনেগো মত লোকদের গান বানায়ে দেওয়ার মত বাংলাদেশে লোকের অভাব পড়ছে????
গান গুলার মধ্যে তো বিশাল বড় বড় বয়ান মারছেন, আপনারা মাইনসের লাইগা এই করবেন সেই করবেন......
এতই যখন সমাজসেবার মনোভাব তো নকল করে কেন????
বাংলাদেশের সংগীতকে কুলসিত করা হয়েছে রাজনীতির মত নিকৃষ্ট বিজনেসের এ্যাড হিসেবে ব্যাবহার করে।
ভোটের পরে তো আপনাদের দুরবীন দিয়াও খুইজা পাওন যায়না
হুদাই এত গুলা মিথ্যা কথা বইলা আমাদের গান গুলাকে ছোট করার কি দরকার ছিল????
খুব কষ্ট পেলাম, গান গেয়ে পেট চালায় এমন মানুষ বাংলাদেশে কম নাই,তবুও তাদের এ বিষয়ে মুখলতেও দেখলাম না।
তোরা চলচিএটারেও খাইলি, হলে হিন্দি ছবি চালাইয়া।
এখন আমার মায়ের ঐতিহ্য বাংলা গান গুলাকেও খাইতে বইছিস।
আমি পাগল তো তাই হয়তো আমার চোখে এটা খারাফ লাগসে, তোরা সুসিল চিন্তার মানুষ তো তাই তোদের চোখে এসব পড়বেনা।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:১৯
মু. সাদ উদ্দিন বলেছেন: এই দেশের রাজনীতিবিদদের দ্বারা সবকিছুই সম্ভব ।