নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পন্ডিত কানা...অহংকারে মুড়ল কানা চু-কলখোরে.....আন্দাজে এক খুটি গাড়ে.... আ-ন্দাজে এক খুটি গাড়ে....... জানেনা সীমানা কার..... এসব দেখি কানার হাট বাজার......।

গান পাগলা

গান পাগলা পন্ডিত কানা...অহংকারে মুড়ল কানা চু-কলখোরে.....আন্দাজে এক খুটি গাড়ে.... আ-ন্দাজে এক খুটি গাড়ে....... জানেনা সীমানা কার..... এসব দেখি কানার হাট বাজার......

গান পাগলা › বিস্তারিত পোস্টঃ

চিটিংবাজির কোন লিমিট নাই (বিকাশ জালিয়তির হাত থেকে বাঁচলাম)

০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৪


একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসলো, সে অনলাইনে আমার একটা স্পিকারের এ্যাড দেখেছে। সে কিনবে। দাম ঠিক হলো ৭০০০ টাকা। সে কুমিল্লা থেকে বলছে। সে নিজে থেকেই বললো আপনার বিকাশ আছে??? নাম্বার টা দেন, দিলাম সাথে সাথে বিকাশ থেকে এই মেসেজ টা পেলাম।
Cash ln Tk 8,800.00 from 01791706776 successful. Fee Tk 0.00. Balance Tk 10,621.35. TrxID 2872632645 at 26/06/2015 18:21
আমি অবাক হলাম ঢাকার বাইরে থেকে যদি কেউ প্রোডাক্ট কিনে অনেক কিছুই কনফার্ম হয়ে অর্ডার করে।
আসলে এটা একটা ফেক মেসেজ ছিল।
সে আমাকে ফোন দিয়ে বললো ভাই ভুলে টাকা বেশী চলে গেসে
আমি বললাম কোন সমস্যা নাই ভাই যেটা বেশী আসছে আমি পাঠাইয়া দিচ্ছি
সে বললো এখনই দেন
তার খুব তাড়াহুড়া
আমি ব্যালেন্স চেক করে দেখলাম আগে ১৮৫৫ টাকা ছিল এখনও তাই আছে।
আমি ফোন দিয়ে বললাম ভাই টাকাতো আসে নাই।
উনি বললেন ভাই আপনি বিকাশ মনে হয় বুঝেন না এটা মেন্যু একাউন্টে ডুকসে, আমি বলতেসি কেমনে পাঠাইতে হবে, আপনার ব্যালেন্স কত আছে????
আমি বললাম ১৮৫৫ টাকা
ওকে আপনি মেনুতে যান এখানে যান,ঐখানে যান
টাইপ করেন ০০০০১৮৫৫
পিন নাম্বার টা দেন
সেন্ড করেন
আমি বুঝলাম যে গাপলা আছে
আমি বললাম ভাই আমি এভাবে পাঠাইতে পারবোনা
কেন পারবেননা???
ভাই ইফতারের পর আমি বিকাশের অফিসে গিয়ে পাঠাবো।
এটা শুনে উনি খুব অস্থির হয়ে সাউট করছেন।
আমি বললাম আপনি যদি টাকা পাঠিয়ে থাকেন আমি আপনাকে ১ ঘন্টা পর পাঠিয়ে দিচ্ছি।
উনি বললেন এই বাইনচোদ আমি যেমনে কই তেমনে পাঠা।
আমি বললাম ভাই রোজা রাখসেন????
কয় কেন???
তখন আমি কইলাম বান্দির পুত ধান্ধবাজি কার লগে করোস????
সে বুঝতে পারসে আমি তার চালাকি ধরে ফেলসি। তখন কিসু গালি ফাইটিং হল ফোনটা রেখে দিল।
আসলে সে একটা ফেক ম্যাসেজ পাঠাইসে টাকাতো আসেই নাই বরং আমার একাউন্টে যে ১৮৫৫ টাকা ছিল তাও কেটে নেওয়ার বুদ্ধি করসে।
তবে মঝার বিষয় মেসেজটাও বিকাশ থেকে আসছে।
ওনার ফোন নাম্বার ০১৬১১০৮০১২১
যে নাম্বারে টাকা পাঠাইতে বললেন ০১৭৯১৭০৬৭৭৬
শেয়ার করলাম হয়তো কারো উপকারে লাগতেও পারে।

মন্তব্য ৩৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৯

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মানে প্রতারণাটা কিভাবে করে? বিক্যাশ থেকে ম্যাসেজ কিভাবে আসলো তাহলে?

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১৯

গান পাগলা বলেছেন: এটা একটা ফেক মেসেজ ছিল, পাঠানোর সাথে সাথে রিজেক্ট করছে।

২| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: থ্যাংকু ভাই!

নতুন জালীয়াতির ধরনটা জানা থাকল!!

কি ভয়াবহ প্রতারণা! সাধারণ মানুষতো সহজেই ধোকা খাইব!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৮

গান পাগলা বলেছেন: টিনের চালে কাক আমি তো অবাক।

৩| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৫

মো: আশিকুজ্জামান বলেছেন: হয়তো র‍্যাবের কাছে গেলে প্রতারকে ধরা যেত।

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

গান পাগলা বলেছেন: প্রতারকে ধরতে র‍্যাবের কাছে গেলে খাজনার চাইতে বাজনা বেশী হয়ে যেত না???????

৪| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:২৮

েরজাউল বারী বলেছেন: ভাই বিকাশ বাবুকে আমার সবসময়ই ভেজাইল্যা লাগে। যদিও আমিও বিকাশ ব্যবহার করি তারপরও বলতে বাধ্য হলাম আমার পরিস্থিতি শুনে।

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

গান পাগলা বলেছেন: অতএব জুতা চোর হইতে সাবধান ভাইয়া।

৫| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০০

হাসিব০৭ বলেছেন: বাল্ক এসএমএস আসার পর থেকেই এইসব ভোগান্তি

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

গান পাগলা বলেছেন: কিন্তু এটা তো বিকাশের অফিসিয়াল মেসেজ ছিল।

৬| ০৫ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০৫

নুর ইসলাম রফিক বলেছেন: আমার তো এই রকম কোন রিস্ক নাই।
আমার টাকাও নাই,বিকাশ ও নাই।
সো রিস্ক ও নাই।

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:৩৩

গান পাগলা বলেছেন: আসেন ভাই আমরা বুকে বুক মিলাই।

৭| ০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

সুমন কর বলেছেন: জানলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৫ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

গান পাগলা বলেছেন: আপনার জন্যই কষ্ট করে শেয়ার করা,অতএব জুতা চোর হইতে সাবধান ভাইয়া।

৮| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ৩:০১

আইতাছে বলেছেন: ভাই আমি বাঁশ খাইছি এম্নে ৫১০ টাকা বিকাশ থেকে। কিভাবে বাঁশ খাইলাম সেইটা বিশাল এক ইতিহাস। তবে আপনার সিস্টেমেই আমাকে বলছে। আহহারে। এখনো নিজের বোকামি ভাবলে রাগ লাগে X((
আপনার লেখাটা ১ মাস আগে পাইলেই হইত :(

০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১৯

গান পাগলা বলেছেন: আসলেই ,,,, ইটস ওকে। ৫১০ টাকায় একটা এক্সপেরিন্স কেনা হয়ে গেল।

৯| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ৩:১৭

নাম প্রকাশে ইচ্ছুক নহে বলেছেন: আমার কাছে কুনু টেকা আইলে আমি কুনুদিনই ফিরত দিতাম না। :P যাউগ্গা এ্কটা বিকাশ একাউন্ট খুলবার মুনে চায়। :#)

০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২০

গান পাগলা বলেছেন: হা হা হা,,, খুলে ফেলেন তবে সাবধান।

১০| ০৬ ই জুলাই, ২০১৫ ভোর ৪:০২

প্লাবন২০০৩ বলেছেন: অনেক ধন্যবাদ ভাই, আগেই সাবধান করার জন্য। বিকাশ অফিসে জানিয়ে রাখেন বিষয়টা। ওনাদের সফট্‌ওয়্যারে কোন ফাঁকি আছে নিশ্চই, তা না হলে এমনটি হোত না।

০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২২

গান পাগলা বলেছেন: আসলে নিয়ম বা সিস্টেম যেটাই বলেন আমাদের দেশে এটা নাই, জায়গামত সব নিয়ম চেন্জ হয়ে যায়।

১১| ০৬ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৫১

বিম্বিসার বলেছেন: এটা বিকাশের কোন সমস্যা না। bKash সহ যেকোন নাম দিয়ে sms পাঠানো যায়। তাই সর্তক থাকুন, এরকম sms আসলে balance check করে
নিশ্চিত হোন যে টাকা আসলেই এসেছে কিনা।

০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৩

গান পাগলা বলেছেন: জি দাদা আমি তাই করসি, নাইলে তো হাতে হারিকেন ধরায়ে দিসিলো।

১২| ০৬ ই জুলাই, ২০১৫ সকাল ৯:১৪

টাইম কম বলেছেন: এইটা বিকাশ এর কোন এস এম এস ছিল না ! তাই এটাকে বিকাশ জালিয়াতি বলা যায় না ! এস এম এস কিছু এপি আই আছে ঐ গুলা দিয়ে এস এম এস সেন্ডার নাম পরিবতন করে এস এম এস পাঠানো যায়।

০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৫

গান পাগলা বলেছেন: হতে পারে, বাট আমরা ম্যাংগো পিপল সব বুঝিনা।

১৩| ০৬ ই জুলাই, ২০১৫ সকাল ১১:৩৭

নুরুল পলাশ বলেছেন: আমিও গত সপ্তাহে বিকাশ করে ৮০০০/- ধরা খেয়েছি। ঘটনাটা প্রায় একই। নিজের বোকামির জন্য রাগে দুঃখে নিজের চুল ছিড়তে ইচ্ছা করছিলো।

০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:২৮

গান পাগলা বলেছেন: ৮০০০ টাকায় একটা এক্সপেরিন্স কিনলেন, নাহ ভাই আসেন ভাই মনের দূ:খে কতক্ষন কান্দি।

১৪| ০৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৬

মাঘের নীল আকাশ বলেছেন: বিকাশের দোষ দিয়া লাভ নাই...ভাল যেকোন কিছুরই খারাপ উদ্দেশ্যে ব্যবহারে আমরা সিদ্ধহস্ত।

০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩০

গান পাগলা বলেছেন: নট আমরা বাট আমাদের মধ্যে কিছু ফইন্নিরফুত।

১৫| ০৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪৪

হাসান মাহবুব বলেছেন: ডিজিটাল ধান্দাবাজী :-/

০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩১

গান পাগলা বলেছেন: ডিজিটাল মানেই ধান্দাবাজী কারন এটা সবাই বোঝেনা।

১৬| ০৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৬:১১

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বিকাশ নানা ছুতানাতায় তার গ্রাহকদের একাউনট বন্ধ করে দেয় ।
আমার পরিচিত এক দরিদ্র মহিলা । ছেলে গার্মেন্টসে চাকুরি করে । মায়ের জন্য মাসে মাসে কিছু পাঠানোর সুবিদারথে মায়ের নম্বর বিকাশ করে দিয়ে জায় ।
ছেলে রমজানে ২৫০০ টাকা পাঠানোর পর , বিকাশ উনার হিসাবটি বন্ধ করে দেয় ।
যোগাযোগ করলে জানায় এই নম্বরে সন্দেহ জনক লেনদেন হয়েছে । এজেন্ট , ডিলার দৌড় ঝাঁপ , মেইল ইমেইল নানা কাহিনী । পরে বলে ঢাকা অথবা চিতাগাং তাদের কাস্তমার কেয়ারে জেতে । সেখানে যাওয়ার পরও কোন সুরাহা হয়নাই । এখন মহিলা ভিক্ষা টিক্ষা করে রোজার দিন গুজরান করছে ।

আমার নিজের একটা, ভুল পিন দেয়ায় বন্ধ , তারা জিজ্ঞাস করে হিসাবে এখন কত টাকা আছে ? যতবারই বলি , লাস্ট ক্যাশ আউটের এস এম এস দেখেও বলি এত টাকা আছে , তারা বলে তথ্য সঠিক নয় । আমি বুঝলাম যে কোন উসিলায় তারা টাকাটা মেরে দিচ্ছে । অনেক চেষ্টা তদবির করেও খুলতে পারিনি । এখন ওই হাজার সাতেক টাকার আশা ছেড়ে দিয়েছি ।

আমার এক ভাতিজা এজেন্ট । একটা ভুয়া মামলায় জেলে চলে জায় । বেরিয়ে দেখে তার এজেন্ট সিম বিকাশ বন্ধ করে দিয়েছে । অনেক দিন লেনদেন হয়নি এজন্য । আজ ৭ মাস এর কোন সুরাহা হয়নি । ডিলারের কাছে গেলে বলে , নতুন আরেকটা এজেন্ট সিম নিয়ে যান , তবে আগের ৩৭ হাজার টাকার বিষয়ে আমাদের কোন দায়দায়িত্ব নাই , সেটা কোম্পানির ব্যাপার ।

বিকাশ গনহারে মানুষের সিম বিকাশ করাচ্ছে , তাদের উদ্ধেশ্য ধানাই পানাই করে লাখ দুয়েক সিমের বিকাশ একাউন্ত যদি বন্ধ করে দেয়া যায় , মাঝখান থেকে তাদের হাজার কোটি টাকা ধান্দা ।

সুতরাং সময় থাকতে গ্রাহক সাবধান !!!

০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৭

গান পাগলা বলেছেন: এতক্ষন পরে একটা ভাল কথা বলসেন। টাকা আনা নেওয়া ছাড়া বিকাশে টাকা রাখা যাবেনা। বিকাশ ২ নাম্বার হয়ে গেসে।

১৭| ০৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

মোঃ মঈনুদ্দিন বলেছেন: সাবধানের মার নেই। বিকাশ বলুন আর যাই বলুন। বিশেষ করে অর্থ সংক্রান্ত যাবতীয় বিষয়ই ক্রিটিক্যাল। তবে আমার মনে হয় বিকাশ নিজে এসব অন্যায় কাজে জড়িত হতে পারেনা। কোন না কোন ত্রুটি আমাদের গ্রাহকদের নিজের কারণেও হয়ে থাকে। এ ব্যাপারে তাই সতর্ক থাকা উচিৎ। বিকাশ নিয়ে ঢালাও মন্তব্য করে লাভ নেই। সন্দেহের তীর যদিও থেকেই যায়। যেহেতু আমরা বারে বারেি প্রতারিত হয়েছি। যারা অন্যায় করে তারা ফেইক আইডি বা নানা ছুতোয় কারসাজির মাধ্যমেই করে। তাই আমাদের নিজেদের স্বার্থে নিজেদেরই সতর্ক থাকা দরকার। আপনার এ গুরুত্বপূর্ণ বিষয়টি নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। ধন্যবাদ।

০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৯

গান পাগলা বলেছেন: আমরা সবাই মিলেই ভাল থাকি কি বলেন????

১৮| ০৬ ই জুলাই, ২০১৫ সন্ধ্যা ৭:৫৯

জেআইসিত্রস বলেছেন: অজানাকে জানা হল। ধন্যবাদ।

০৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৪০

গান পাগলা বলেছেন: জানাইতে পেরে আমিও খুশি..
ভালো থাকেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.