নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

A J Khan Bablu

বাস্তবের সাথে ভার্চুয়াল আমি অনেক ক্ষেত্রেই অমিল। তাই কখনো ভুলেও ভার্চুয়াল জগতের এই আমাকে বাস্তবের সাথে মিলাতে বা তুলনা করতে যাবেন না। ধন্যবাদ।

A J Khan Bablu › বিস্তারিত পোস্টঃ

ভাইয়া ও আমি।

১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪১

ঘটনাঃ ০১

তখন ক্লাস ওয়ান বা টুতে পড়তাম। একদিন ভাইয়া একটা ছোট মাছ এনে বাসায় পানির পাত্রে রেখে দেয়। এতো ছোট মাছ দেখে আমার একটু মায়া লাগল। তাই ভাইয়াকে বললাম, চল! ভাইয়া আমরা মাছটাকে দিঘীতে ফেলে দেই।

ভাইয়া করল কি! আমার কথাটাকে বিকৃত করে আমাকে বোকা বানানোর জন্য বলল যে, আমি নাকি বলেছি, চল! ভাইয়া আমরা মাস্টারকে দিঘীতে ফেলে দেই।
আর ভাইয়া বারবার ভয় লাগাচ্ছে যে, কাল স্যার পড়াতে আসলে বলবে যে, আমি নাকি স্যারকে দিঘীতে ফেলে দিতে বলেছি।

যেহেতু একদম ছোট ছিলাম তাই স্যারদের খুবি ভয় পেতাম। আর মাইরের ভয়ে আমিতো পুরাই একাকার। ভাইয়া যা বলতো তাই ভাল ছেলের মতন শুনে যেতাম। কারন, না করতে গেলেই ভাইয়া স্যারকে বলে দিবে যে আমি উনাকে এই কথা বলেছি। আর আমি ভয়ে ভয়ে ভাবতাম, স্যার যদি এই কথা শুনে তাহলে আমাকে পিটিয়ে মেরেই ফেলবে।

যদিও ভাইয়া শেষে কখনওই স্যারকে এই কথা বলেনি। তবে এই কথার মাধ্যমে অনেক কাজ করিয়ে নিয়েছে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৯

ম্যাড ফর সামু বলেছেন: ব্যাপক বিনোদন! মাছটাকে শব্দটিকে ফাজিল ভাইয়া মাস্টারকে বানিয়ে ফেলেছিল, নাকি ছোট বলে উচ্চারণ জড়তায় মাছটাকে শব্দটি ভাইয়া মাষ্টারকে শুনেছিল সেটা একটা গবেষণার বিষয়। :D

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৮

A J Khan Bablu বলেছেন: হাহাহা।

২| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫১

রাজীব নুর বলেছেন: বেশ।

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৯

A J Khan Bablu বলেছেন: ধন্যবাদ।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

বলেছেন: হাঃ হাঃ হাঃ :) দারুণ মজার তো।

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৯

A J Khan Bablu বলেছেন: হুম। :-) ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.