নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকন বিডি

আকন বিডি › বিস্তারিত পোস্টঃ

ঢাকার ডায়েরী ১

২১ শে মার্চ, ২০২০ দুপুর ২:২৪

[রাজীব নূর ভাই এর মত ডায়েরী লেখার চেষ্ঠা করলাম।
ব্লগে লেখার চেয়ে পড়াটা বেশি হয়। মন্তব্য আরো কম।যদিও ব্লগের সাথে পরিচয় ২০০৫ থেকে। একাউন্ট করেছি অনেক পরে। সনি এরিক্সন মোবাইল এর জিপিআরএস ব্যবহার করে নেট চালাতাম। দীর্ঘ গ্যাপ দিয়ে আবার ব্লগে পদচারনা। অলসতা এবং লিখতে না পারা এই দুই ব্যাপক ভাবে দায়ী।
তার পরও চেষ্ঠা করলাম, জানি না আপনাদের কেমন লাগবে।]

ঢাকার ডায়েরী ১
১. জরুরী প্রয়োজনে মিরপুর ১ যেতে হল। পথে যেতে দেখলাম শপিং কমপ্লেক্স গুলো খোলা, মানুষও আছে কেনা কাটার জন্য। এই মুহূর্তে এ্ই গুলো বন্ধ করা দরকার।কে করবে?

২. সিলেটের সাবেক মেয়র ১৭ ই মার্চ উপলক্ষে প্রধান কার্যক্রমে অংশগ্রহন করেন বিদেশ থেকে আসার পর (তার ছেলে নাকি ডাক্তার), প্রধানমন্ত্রীও সেই অনুষ্ঠানে ছিলেন। লেও ঠেলা।
view this link

৩. মিরপুর ১০ ফায়ার সার্ভিসের সামনে ড্রেন উপচানো ময়লা পানিতে এক সিএনজি চালক তার সিএনজিকে ধুইতে দেখলাম। সেইরকম ঘষে পরিস্কার করার আপ্রাণ চেষ্ঠা।

৪. মিরপুর ১০ এই দুই ছাত্রীকে স্কুল ড্রেসে বই হাতে রাস্তা পার হতে দেখলাম। কি আজব ?

৫. গতকাল বিকেলে ফ্ল্যাটের বাসিন্দাদের নিয়ে জরুরী বৈঠক করোনা উপলক্ষে, সভাপতি সাহেবকে দেখলাম ওয়াক থু করে কফ ফেলতে।
সভা শেষে দোয়া করা হলো করোনা থেকে বাচাঁর জন্য।

৬. বাস থেকে নামার পর দেখলাম, জীর্ণ এক বাচ্চা কুকুর হাটছে, কেক দিলাম, উৎসাহ নিয়ে খাওয়ার মধ্যে অন্য একটি বাচ্চা কুকুর খাওয়ার চেষ্ঠা করলো। প্রথম বাচ্চাটি চিৎকার দিল ২য় বাচ্চার উদ্দেশ্যে। যদিও খাবার ভাগ করে দিয়েছি কিন্তু ১ম জনের ঘেউ ঘেউ চলতে থাকলো, যা শুনে বড় কুকুর গুলোকে নিজেরাই খেতে আসলো। বেটা চুপচাপ দুইজন খেলে এই সমস্যা হত না।

৭. মুজিব বর্ষের জন্য ব্যাংক গুলো দিল ২২৫+ কোটি টাকা।

৮. মোট কত বাজেট ছিল মুজিব বর্ষের জন্য?
https://www.eurasiareview.com/17032020-bangladesh-marks-founding-fathers-100th-anniversary/?__cf_chl_captcha_tk__=2b8637a6a6d8af536c8a5e5bc4dfb8c71f191249-1584778678-0-AdfhycphH6wQhu-T3UPvqxgvo8nEaj0BNat_h56xIVbQLsVGF43Gr2Ds3JOq9R4O1nh7J8Beb8dpJj2EDyTkNwcTgXs1gGrfRuv5cq2Gojl3R8i85XV3vGB1w1iYxJCehP9XZet0ea3StMJcG_XHqKVC3TnB4qQpy5juOAr2ehme1TwaHp2olk2EUpziwPzuzEK1UCnruVz0PwCkhzQauTfJ2kTY92Z8I38N3pB7H8SbjIpt5zgPUOMSNq9Wlp-q5E6J6ikmUOKZRAPOJa2Li6ybo9d2fBUtQ-boUQ9lKkMkUaFZaOpDVfKTTrRoMPWvXAdc9cPwBX0xJNHdwfa8owSDpRS21RDK68MlW4bGY_H9h2HxUnob4E7qN_JwAwUBMSCYrKCKzceeJXYPEhu6ceumvwh6JPQPA-Quzz2lqDp1

৯. করোনার জন্য কত বাজেট?

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৫

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনাকে স্বাগতম ,
আপনার বর্তমান চিন্তা সমূহ সমসাময়িক
অনেকের ভাবনা প্রায় এক;

...........................................................
কিন্ত সমাধান করবে কে ???

২১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২১

আকন বিডি বলেছেন: স্টেপ বাই স্টেপ সমাধান করতে হবে। যা অন্য দেশ করেছে। শ্রীলঙ্কা স্টেট অব ইমাজেন্সি ঘোষনা করেছে।

২| ২১ শে মার্চ, ২০২০ বিকাল ৩:২৯

নেওয়াজ আলি বলেছেন: দেশে করোনা রোগের ডাক্তার নাই । ডাক্তারদের সেফটি সরঞ্জাম নাই। :((

২১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২৩

আকন বিডি বলেছেন: কিছুই নাই। এটা ভুল। গাল ভরা বুলি আছে যে।

৩| ২১ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৫০

একনিষ্ঠ অনুগত বলেছেন: প্রশ্ন অনেক, উত্তর এক, আমি। যার যার অবস্থান থেকে সে নিজে কি ভুমিকা রাখছে তাই। কিন্তু সে কেন এই আত্মত্যাগ করতে যাবে, মানবতা, ওটা আজ রাজনৈতিক একটা বুলি। নৈতিকতা, যে নৈতিকতায় পুরষ্কার নেই (মানুষ নৈতিকতার পুরষ্কার দিতে অক্ষম) তা মানবে কজনায়। বিশ্বাস, হ্যাঁ এমন এক সত্তায় বিশ্বাস যার কাছে জবাব দিতে হবে সকল কর্মকাণ্ডের, যিনি সক্ষম মানবতা ও নৈতিকতার পুরষ্কার দিতে আর যিনি সক্ষম যে কোন সীমালঙ্ঘনকারীকে পাকড়াও করতে।

২১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২৪

আকন বিডি বলেছেন: উট বেধে তার পর মসজিদে প্রবেশ করুন।

৪| ২১ শে মার্চ, ২০২০ বিকাল ৪:২৩

রাজীব নুর বলেছেন: পৃথিবীতে বিপর্যয়ের সময় পীর ফকির দরবেশ পুরোহিত ধর্মগুরু ধর্মযাজকদের ভূমিকা কী?

২১ শে মার্চ, ২০২০ বিকাল ৫:২৭

আকন বিডি বলেছেন: অনেক কিছু আছে যা করতে পারে। যদি তারা জানে যে তাদের কি করতে হবে।

৫| ২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:৫২

চাঁদগাজী বলেছেন:


এখন মনে হচ্ছে, শেখ হাসিনার মুজিববর্ষ পালনের বিরোধীতা করার দরকার ছিলো; সমস্যা হলো, এতে জামাত-শিবির কার্সক্রম করার শুরু করতো।

২১ শে মার্চ, ২০২০ সন্ধ্যা ৭:০১

আকন বিডি বলেছেন: সবকিছুই জামাত শিবির এইটা একটা গোজামিল দেবার ছুতা।

৬| ২১ শে মার্চ, ২০২০ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, " সবকিছুই জামাত শিবির এইটা একটা গোজামিল দেবার ছুতা। "

-ওরা যখন যুদ্ধ করে বাংগালী হত্যা করেছিলো ১৯৭১ সালে, তখন আপনি কোন পক্ষে ছিলেন?

২১ শে মার্চ, ২০২০ রাত ৮:০৬

আকন বিডি বলেছেন: তখন আমি ছিলাম না।

৭| ২১ শে মার্চ, ২০২০ রাত ৯:৩৪

রাজীব নুর বলেছেন: একজন হুজুরের সঙ্গে নাকি করোনা ভাইরাসে গল্প হয়েছে বাংলাদেশের মুসলিমদের তারা আক্রমণ করবে না! এখন বলেন, হাসমু না কাঁনমু?

২১ শে মার্চ, ২০২০ রাত ৯:৪৪

আকন বিডি বলেছেন: ইগনোর করুণ। এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। এই পরিস্থিতে ব্লগারদের কি করা উচিত এই বিষয়ে একটা লেখা দেন। বিশেষ করে যারা ডেইলী লেবার , দিন আনে দিন খায়। কোন ফান্ড ডেভেলপ করা যায় কিনা আপতকালীন সময়ের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.