![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনটা খুব খারাপ হয় সংবাদটা শুনে। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। ২০১২ সালে প্রথম যখন তার শরীর বেশ খারাপ হয় তখন ই্ন্ডিয়া নেওয়ার জন্য পেপারস গুছিয়ে আমাকে বলেন তার সাথে ইন্ডিয়ান ভিসার প্রয়োজনীয় কাগজ জমা দেবার সময় থাকার জন্য। দীর্ঘক্ষণ দাড়িয়ে প্রয়োজনী কাগজগুলো জমা দেওয়া হয়। তিনি আর খালা দুই জনই আবেদন করেন। কিন্তু ভিসা পান না। এদিকে তার শরীর বেশ খারাপ হওয়ায় দেশেই অপারেশন করা হয়। অপারেশন সাকসেস হয় না। সেই যে তিনি দুপায়ের চলন শক্তি হারালেন, মৃত্যুর সময় পর্যন্ত তিনি দুপায়ের চলন শক্তিহীন হয়ে রইলেন। খুব কষ্ট লাগছে যে তার সাথে দীর্ঘদিন দেখা হয় নাই। যাব যাব করে যাওয়া হয় নাই, এরই মধ্যে করোনা এসে দূরত্ব বাড়িয়েছে।
আল্লাহ তাকে মাফ করুন, তার কবরকে উজ্জ্বল করে দিন, তার পরিবারকে এ সময় ধৈর্য্য ধারণের সক্ষমতা বাড়িয়ে দিন। আমিন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমরা শুনলাম। মানলাম। আমাদের ক্ষমা করুন রব। আপনার কাছেই যে আমরা ফিরে যাব। (আল-বাক্বারাহ ২৮৫)
মূল সংবাদ
মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা মহাসচিব এবং রাজধানীর মোহাম্মদপুর আল-আমিন জামে মসজিদের মুতাওয়াল্লী নজরুল ইসলাম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। বুধবার রাত ১০: ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আল-আমিন জামে মসজিদের কার্য নির্বাহী কমিটির মেম্বার মোমেন হোসেন বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। গতকাল রাতে হঠাৎ করেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতের খাবার খেয়ে দেশের বাইরে থাকা মেয়েদের সঙ্গে কথা বলেন নজরুল ইসলাম। এরপর হঠাৎ অসুস্থবোধ করেন। এক পর্যায়ে হার্ট অ্যাটাক হয় তার।
বৃহস্পতিবার ফজরের নামাজের পর আল আমিন জামে মসজিদে নজরুল ইসলামের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরাস্থানে তাকে দাফন করা হয়।
নজরুল ইসলাম মুক্তিযোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা মহাসচিব। রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের বাসিন্দা ছিলেন তিনি। তার দুই মেয়ে ও এক ছেলে।
১৯৪৮ সালের ২ জুন নারায়ণগঞ্জের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নজরুল ইসলাম। তার বাবার নাম আব্দুল মালেক সরকার ও মায়ের নাম রহিমা খাতুন।
Nazrul Islam
৩০ শে জুলাই, ২০২০ রাত ১০:৩৯
আকন বিডি বলেছেন: হ্যা। জাফর স্যার এর ফ্রেন্ড, ওসমানি স্যার বেশ ঘনিষ্ঠ ছিলেন।তিনি আমার তালই হন।
২| ৩০ শে জুলাই, ২০২০ রাত ১০:৪৫
লোনার বলেছেন: .إنا لله وإنا إليه راجعون. ألهم اغفر له وارحمه
৩| ৩০ শে জুলাই, ২০২০ রাত ১০:৫৫
মা.হাসান বলেছেন: আল্লাহ ওনার গোনা মাফ করুন, আমল কবুল করুন , হিসাব সহজ করুন, জান্নাতে উচু মর্তবা দান করুন, ওনার পরিবারকে সবর করার তৌফিক দান করুন।
৪| ৩০ শে জুলাই, ২০২০ রাত ১১:২৭
রাজীব নুর বলেছেন: শ্রদ্ধা জানাই।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০২০ রাত ১০:৩৪
চাঁদগাজী বলেছেন:
উনার পরিবারের জন্য সন্মান রলো; আপনার আত্মীয় ছিলেন, মনে হচ্ছে!