নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকন বিডি

আকন বিডি › বিস্তারিত পোস্টঃ

চলার পথের কিছু কথা ৪

০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:২৭

বরিশাল ১
তখন কিশোর মজলিস স্কুলে ক্লাশ ২ এ পড়ি। স্কুল থেকে আসার পথে স্কুলেরই এক ছাত্রী আমাকে জোর করে চিঠি গছিয়ে দিতে চেষ্ঠা করে। চিঠি ফেলে এক দৌড়ে নিকটবর্তী বন্ধুর বাসায়। সব খুলে বলতেই বন্ধু বললো কি চিঠি দিছে দেখতে। সে আর আমি সেখানে গিয়ে অনেক খুঁজেও পাই নাই চিঠিটা। ঘটনা আর এন্ড এইচ অফিস কাম রেসিডেন্স এর প্রধান গেইট এর সামনের। বেশ বিব্রতকর অব্স্থা। কারণ সেখানের কলোনীতে থাকি। পরদিন স্কুলে গেলাম। ক্লাশ করার মাঝে রেসট রুমে যাওয়ার পথে দেখলাম সেই মেয়েসহ কয়েক জন বারান্দার কর্ণারে রাখা বিনে কি যেন খুঁজছে। ক্লাশে আসার কিছুক্ষণ পর একজন শিক্ষিকা আমাকে ডেকে নিয়ে যান মেয়েদের সেকশনে। এরপর আমাকে ক্ষমা চাইতে হয় চিঠির জন্য। আমার মাথা কাজ করছিল না। শিক্ষিকা যা বলতে বলেন তাই বলি। বন্ধুকে পরে সব বলি। সে আফসোস করে কেন আমি বিস্তারি সব বলি নাই। যাই হোক ঐ দিন ক্লাশ ছুটির পর বাসায় যাওয়ার সময় তার সাথে দেখা।আমাকে বিব্রত করে কি তার সুখ। টের পাইছো মনু! সাথের বন্ধুটি বলে ওকে বেজি বলে ডাক।একটু জোরে বেজি বলে ডাকতেই তার অগ্নিমূর্তি। কোন মতে ছুটতে ছুটতে বাসায় আসি। ওমা এই মাইয়া ঠিকই বাসা চিনে মার কাছে বিচার দিল। "আন্টি আপনার ছেলে আমাকে বেজি বলে ডাকে"। সেদিন আম্মার চক্ষু গরম করেছিলেন মাত্র। মারধর কিছুই করেন নাই। এর পর এই মাইয়া আমাকে দেখেই ছড়া কাটা শুরু করে। "আকনের মা.... কলা খাইও না.................." এ যেন শনির দশা আমার। আমি বেজি বলে ডাকতাম। সে চক্ষু গরম করে তাকাতো। অল্প পরে রণ ভঙ্গ করে তার পথে চলে যেত। ঐ বছরই আমরা পটুয়াখালী চলে যাই।

অনেক বছর পর বন্ধুর বাড়িতে বেড়াতে যা্ই সেই কলোনীতে। মেয়েটির নাম জিজ্ঞাসা করি তাকে। মেয়েটির নাম বললো "লাবনি"।

চট্টগ্রাম ১
তখন থাকি চট্টগ্রাম। স্কুলের বন্ধুদের সাথে বহুতল কলোনীতে স্কুল ছুটিতে ক্রিকেট, ফুটবল খেলি নিয়মিত। একদিন বন্ধুদের সখ হলো জাম্বুরী মাঠে ক্রিকেট খেলবে। খেলার পর জাম্বুরী মাঠের পুকুরে গোসল করবে।গেলাম খেলতে।ঘন্টাখানে খেলে দুই একজন ছাড়া সবা্ই নামলো সেই পুকুরে। আমি নামি নাই ঘোলা পানি দেখে। সবসময় সাঁতার কেটেছি স্বচ্ছ জলে। এই ছাতার ঘোলা জলে ভক্তি হয় নাই। এই কোমর সমান গভীর পুকুরে নামার আগ্রহ হয় নাই । এর উপর কিছুদিন পূর্বেই এখানে বস্তি ছিল। যাই হোক বন্ধুরা ব্যাপক উৎসাহ নিয়ে কোমর সমান পানিতে দাপাদাপি করলো। কিছুক্ষণ পর তাদের এই দাপাদাপিতে একটি মৃত কুকুর ভেসে উঠলো। ওয়াক থুথু বলে যে যেদিক পারলো পারে উঠলো। আর তওবা করলো এখানে আর গোসল করবে না।

ঢাকা ১
এবার কোরবানির আগে আগে ফ্রীজে সমস্যা। ঠান্ডা হয় না ঠিক মত। মেরামতের জন্য দুই দিন বন্ধ থাকবে ফ্রীজ। ফ্রীজ খালি করা হলো। শুধু আব্বা আম্মার ইনসুলিন রাখতে নিচের বাসার আন্টিদের বাসা গেলো আাম্মা। আন্টির ছেলে খুব নেগেটিভ, তাদের বাসার ফ্রীজে রাখা যাবে না। কিন্তু আন্টি তার পরও রাখেন ।
বছরখানেক পূর্বেও এই বিষয়টা ছিল কমন। ছোট ফ্রীজ সবার বাসায় ছিল, প্রয়োজনের চেয়ে বেশি হলে, প্রতিবেশীর বাসায় রিকোয়েস্ট করলে রাখতো, কোন জটিলতা ছিল না। আর এখন ইনসুলিনের মত প্রয়োজনী ওষুধ রাখাও সমস্যা।

ঢাকা ২
ঘটনা বড়বোনের কাছে শুনা। বিহারী মেয়ে, সুন্দরী, শিক্ষিত, মার্জিত। পরিবার বিয়ের জন্য পাত্র খুঁজে কিন্তু পায় নাই।যখনই বিহারী শুনে, সবাই না করে দেয়। শেষে বিয়ে দিল এক পীরে ছেলের কাছে, এখন সব মুরিদ আম্মা বলে ডাকে।

ঢাকা ৩
২০১৩ সালে আমি গার্মেন্টস এ জব করি। একদিন প্রোডাকশন ম্যানেজার, এক সুপাভাইজারকে ডাকলো। আসার পর বিভিন্ন সমস্যা ধরার পর বললো "তুই একটা চু**র ভাই" (গার্মেন্টস এর জবে স্লং একটি ল্যাগুয়েজ, এটা না জানলে কেউ পাত্তা দেয় না)।
সুপাভাইজার সোলজারদের মত এটেনশন হয়ে বললো " স্যার, আমারে একটু বলেন আমি ক্যামনে চু**র ভাই হই"
প্রোডাকশন ম্যানেজার তার দিক কটমট করে তাকিয়ে বলে " তুই ফ্লোরে যা, চু**র ভাই ক্যামনে হস বুঝাইয়া বলমু তোকে।"





মন্তব্য ২৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


কোনটাই ভালো অভিজ্ঞতা নয়

০৮ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৪০

আকন বিডি বলেছেন: হ্যা।

২| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ৯:৫২

জাহিদুল ইসলাম ২৭ বলেছেন: চট্টগ্রাম-১,ঢাকা-২ অসাধারন হয়েছে।বিচিত্র অভিজ্ঞতা আপনার।

০৮ ই আগস্ট, ২০২০ রাত ১১:২১

আকন বিডি বলেছেন: ভাই সিরিয়াস কিছু না।

৩| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪৩

রাজীব নুর বলেছেন: আপনি অভিজ্ঞ এবং রসিক মানুষ।

০৮ ই আগস্ট, ২০২০ রাত ১০:৪৬

আকন বিডি বলেছেন: আমি রসিক কোন দিক দিয়ে ভাই?

৪| ০৮ ই আগস্ট, ২০২০ রাত ১১:১২

ঠাকুরমাহমুদ বলেছেন:




লিখুন আপনার জীবনের নানান ঘটনা। ব্লগে আপনাদের লেখা পোস্ট পড়ার জন্যই আসি। ভালো লিখেছেন।
গল্পে লাইক +++

০৮ ই আগস্ট, ২০২০ রাত ১১:১৫

আকন বিডি বলেছেন: ভাই এসে হাবিজাবি। সিরিয়াস কিছু না।

৫| ০৯ ই আগস্ট, ২০২০ রাত ১২:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জীবনে বিচিত্র অভিজ্ঞতা থাকা দরকার।
পাক করা, ঘর মোছা, মশারি টানানো
তা হলে ঘরে শান্তি বিরাজ করে !!

০৯ ই আগস্ট, ২০২০ রাত ১২:০৭

আকন বিডি বলেছেন: প্রতিটি মানুষের জীবনেই অভিজ্ঞতা থাকে। এটাই তাকে পরবর্তি সময়ের জন্য বড় প্রস্তুত করে।

৬| ০৯ ই আগস্ট, ২০২০ সকাল ১০:৫৪

শেরজা তপন বলেছেন: অভিজ্ঞতার বিষয়বস্তু ভিন্নতা আছে। ভাল লেগেছে- তবে কেমন ছাড়া ছাড়া, আরেকটু গুছিয়ে কি লেখা যায়না? আমি নিশ্চিত আপনি পারেন কিন্তু কেন যেন বেশী তাড়াহুড়ো করেন!!!!

০৯ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৯

আকন বিডি বলেছেন: আমিতো ভাই লেখক নই। গুছিয়ে লেখা আমি পারিও না। ধন্যবাদ মন্তব্যের জন্য।

৭| ০৯ ই আগস্ট, ২০২০ দুপুর ২:১৫

শেরজা তপন বলেছেন: আপনি গুছিয়ে অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেন- আর গুছিয়ে লিখতে পারেন না এটা আমি বিশ্বাস করি না

০৯ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:১৩

আকন বিডি বলেছেন: ভাই আমি হাবিজাবি লেখি।এইটা এমন কোন সিরিয়াস কিছু না।
সম্ভবত ছাড়া ছাড়া লাগার একটি কারণ ১ম ঘটনার সাথে ২য় ঘটনার মিল নেই বলে।
আমার কথা বাদ দিন। আলকাশ এর খবর কি?

৮| ১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৪:৫৭

অন্তরা রহমান বলেছেন: ঢাকা ২ পড়ে হাসতে হাসতে শেষ =p~

১১ ই আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৪

আকন বিডি বলেছেন: :D

৯| ২৫ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:০৪

সামু পাগলা০০৭ বলেছেন: ক্লাস ২ তেই তো বাংলা সিনেমার অভিজ্ঞতা দেখছি! হাহা। লাবনি বড় হয়ে যে কেমন হয়েছে কে জানে!

পোস্টে +!

২৫ শে আগস্ট, ২০২০ রাত ৯:০৬

আকন বিডি বলেছেন: নরেন দেখ দেখি আতিথি এসেছে। সামুর সামু পাগলা তিনি। জলদি করে একটু বসতে দে।
নরেন: এখানে লক্ষী হয়ে বসুন

১০| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:১২

সামু পাগলা০০৭ বলেছেন: আপনার বসার ব্যবস্থা দেখে আমার মাথা ঘোরায়! এ কি গো! নিজে মেহমান হয়ে জ্বালায় আবার হোস্ট হলেও জ্বালায়। কেউ বাঁচাওও!

২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:২০

আকন বিডি বলেছেন: নরেন এ আমার কি সব্বনাশ করলি। আমি বললাম সামু পাগলারে বসতে দিতে তুই এটা কি দিলিরে? আমার ইজ্জত এমন ফুটা করলি?

নরেন: দাদা আপনি না বললেন পাগলা আসছে তাইতো তাকে ঠিক করার জন্য এই চেয়ার দিয়েছি।

আহ কি করতে গিয়ে কি করিস? সেই সুদূর কানাডা থেকে পাগলা আসবে কেন, সেতো সামু পাগলা ব্লগার।সেতো আর পাগল না।
আমার যে কি হবে।


নরেন: তো আগে বলবেতো, এ পাগল নয়।

ম্যাডাম ও একটা বোকাসোকা লোক, কি করতে কি করে। আপনাকে কোথায় যে বসে দেই? কোথায় দিই?


২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩০

আকন বিডি বলেছেন:
বসুন ম্যাডাম আরাম করে। নীল আকাশের নিচে, পাহাড়ের পাদদেশে। আমি নাস্তা নিয়ে আসছি। নরেনকে বললে কি আনতে কি আনে। ইজ্জতের ১২টা বাজাবে।

১১| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:৪৭

সামু পাগলা০০৭ বলেছেন: হাহাহাহা হোয়াট আ হিউমার ইউ হ্যাভ গট! ক্রেজি গুড!

নরেন নরেন করে কাকে ডাকছেন, আপনিই তো নরেন। :P

মই টই দিয়ে এমন একটা চেয়ারে উঠতে পারলে মন্দ হতো না, কি বলেন? :)

২৫ শে আগস্ট, ২০২০ রাত ১০:৫৫

আকন বিডি বলেছেন:
নিন ম্যাদাম একটু চেখে দেখুন।

১২| ২৫ শে আগস্ট, ২০২০ রাত ১১:০২

সামু পাগলা০০৭ বলেছেন: বাহ বাহ বাহ! অসাধারণ! অতি অসাধারণ! অন্য কেউ দিলে এখনই শেষ করে ফেলতাম কিন্তু আপনার মতো দুষ্টু ;) দিচ্ছে তাই কাউকে ডেকে আগে চেক করিয়ে নেই। তারপরে খাব। :D

জোকস আপার্ট, থ্যাংকস এ লট। আপনার ব্লগবাড়িতে বেড়িয়ে যাওয়া স্মরণীয় হয়ে থাকবে। হিউমার/মেহমানদারী সব মিলে সুন্দর এক অভিজ্ঞতা হলো। :)

২৫ শে আগস্ট, ২০২০ রাত ১১:০৯

আকন বিডি বলেছেন: view this link
থ্যাংকস। যাবার পূর্বে একটা গান শুনে যান। আমার অনেক প্রিয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.