নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকন বিডি

আকন বিডি › বিস্তারিত পোস্টঃ

কবিতার পিছনের কথা

০৯ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

মনে পড়া
-------------------------রবীন্দ্রনাথ ঠাকুর

মনে পড়া মাকে আমার পড়ে না মনে।
শুধু কখন খেলতে গিয়ে
হঠাৎ অকারণে
একটা কী সুর গুন্‌গুনিয়ে
কানে আমার বাজে,
মায়ের কথা মিলায় যেন
আমার খেলার মাঝে।
মা বুঝি গান গাইত আমার
দোল্‌না ঠেলে ঠেলে;
মা গিয়েছে, যেতে যেতে
গানটি গেছে ফেলে।
মাকে আমার পড়ে না মনে।
শুধু যখন বসি গিয়ে
শোবার ঘরের কোণে;
জানলা থেকে তাকাই দূরে
নীল আকাশের দিকে
মনে হয়, মা আমার পানে
চাইছে অনিমিখে।
কোলের 'পরে ধরে কবে
দেখত আমায় চেয়ে,
সেই চাউনি রেখে গেছে
সারা আকাশ ছেয়ে।


সৈয়দ মুজতবা আলী বন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন কালে হাইকিং এ বেড় হন জার্মানীর রাইন নদীর প্রাকৃতিক দৃশ্য দেখবেন বলে। হাকিং করতে গিয়ে তার পরিচয় হয় মারিয়ানা নামে দশ-বারো বছরের মেয়ের সাথে। তার বাসায় অতিথিয়তা গ্রাহন করেন। মা-বাবা হারা মেয়ে মারিয়ানা, থাকে দাদীর সাথে। সৈয়দ সাহেব দুপুরে তাদের সাথে খানা খান। আস্তে আস্তে তার আর মারিয়ানার মাঝে ভাল একটি সম্পর্ক হয়। দুপুরের খাবার পর সৈয়দ সাহেব মারিয়ানার সাথে মিলে বাসন মাজতে মাজতে গল্প করতে থাকেন, এরই এক পর্যায় তিনি মারিয়ানাকে উপরের এ কবিতাটি জার্মান ভাষায় আবৃত্তি করে শুনান।
আবৃত্তি করার পর মারিয়ানা ভেজা চোখে সৈয়দ সাহেবকে শুধায় "তোমার নিশ্চয়ই মা আছে, আর তুমি তাকে খুব ভালোবাস?"
"তুমি কি করে জানলে?"
"এ কবিতাটি তারই হৃদয় খুব স্পর্শ করার যার মা নেই, আর যে মাকে খুব ভালোবাসে। আর আমার মনে হচ্ছিল, তোমার মা না থাকলে তুমি এ কবিতাটি আমাকে শোনাতে না।"


এই বিষয়ের প্রেক্ষিতে সৈয়দ সাহেব তার "ভবঘুরে" বইতে লিখেন "রবীন্দ্রনাথ "পলাতকা" লেখার পর প্রায় চার বছর কোনও কবিতাই লেখেননি কিংবা অতি অল্পই লিখেছিলেন। তার পর কয়েকদিনের ভিতর অনেকগুলি কবিতা লিখে আমাদের ডেকে পাঠিয়ে পড়ে শুনালেন। "মাকে আমার পড়ে না মনে" তারই একটি। এ কবিতটি শুনে আমরা সবাই যেন অবশ হয়ে গিয়েছিলুম। শেষটায় কে একজন যেন গুরুদেবকে শুধালে, ঠিক এই ধরণের কবিতা আরও রচনা করেন না কেন? তিনি বললেন, মা-হারা শিশু তার কাছে এমনই ট্র্যাজেডি বলে মনে হয় যে, ওই নিয়ে কবিতা লিখতে তাঁর মন যায় না।"

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৪

রাজীব নুর বলেছেন: কবিতা এবং কবিতার পেছনের কথা অতি মনোরম।

২| ০৯ ই আগস্ট, ২০২০ রাত ৮:৫৮

আকন বিডি বলেছেন:

চা বিস্কুট :)

৩| ০৯ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩১

কবিতা পড়ার প্রহর বলেছেন: অজানা কথাগুলো জেনে ভালো লাগলো।

০৯ ই আগস্ট, ২০২০ রাত ১০:৩৪

আকন বিডি বলেছেন: আপনার জেনে ভালো লেগেছে যেনে আমারও ভালো লাগলো।

৪| ০৯ ই আগস্ট, ২০২০ রাত ১১:৫১

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার শেয়ার।

১০ ই আগস্ট, ২০২০ সকাল ৯:০৬

আকন বিডি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.