নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকন বিডি

আকন বিডি › বিস্তারিত পোস্টঃ

চলার পথের কিছু কথা ৭

১৫ ই আগস্ট, ২০২০ রাত ৯:৪৩

ঢাকা ১
করোনা আসি আসি করে অবশেষে এসেছে, অফিস থেকে বাসায় এসে সবাইকে সাবধান করি। কিন্তু আমার বাপ অদ্ভুত ভাবে তাকায়, অনেকটা হুংকার দিয়েই বললেন বাংলাদেশে করোনা আসে নাই। এগুলা ভোগাস। ঠিক সেই সময় কাজিন তাকে ফোন দেয়। তিনি ফোন রিসিভ করেই বললেন "দেশ আছে নাকি? সব শেষ করোনায়"...আমি পুরাই অবাক, এর হেতু কি? চট করে মন পড়লো.."তিনিতো কঠিন বিটিভি লীগার, বিটিভিতে তখনও করোনা মুক্ত বাংলার কথা প্রচার করে।"

দুই দিন পর দেখি তিনি বাড়তি কিছু চাল, ডাল, আলু কিনছেন যেন বাসা থেকে বাহির হতে না হয়।

ঢাকা ২:
জুনের ২ তারিখ ইনচার্জ এক কাস্টোমার নিয়ে গাজীপুর ভিজিট করেন। ৩, ৪ জুন আমি তার সাথে পাশাপাশি বসে অফিস করি, ৫ তারিখ তার জ্বর আসে, তিনি ৭, ৮ তারিখ ছুটি কাটান, ৯ তারিখ ভালো বোধ করলে অফিস করেন আর ৯ তারিখই সেই কাস্টোমার মারা যান। পরে ইনচার্জ এর করোনা টেস্ট পজিটিভ আসে। এই অবস্থায় আমি অফিস করি আর বাসায় আইসোলেশনে থাকি। অদ্ভুত এক সময় পার করি।

ঢাকা ৩
তখন আমি ফুলটাইম স্টুডেন্ট। কাজিন জানালো নানা বাড়ির দিকের এক স্কুলের নাইট গার্ড এর মেয়ে এইচএসসিতে ৪.৯৯ পেয়েছে মানবিক শাখা থেকে। আমি কাজিনকে বলি মেয়েটা যেন ঢাবিতে পরিক্ষা দেয়। কাজিন জানালো, মেয়েটার সেই অবস্থা নাই। আমিই বললাম, তার ঢাবিতে পরিক্ষার ফর্ম আর একটি গাইড বই দিলে সে প্রস্তুতি নিতে পারবে কিনা। কাজিনটি তার সাথে কথা বলে আমাকে কনর্ফাম করল। সেই অবস্থায় আমার কাছে যা ছিল তাই দিয়ে তাকে ঢাবিতে পরিক্ষার ফর্ম আর একটি বিগত বছরের গাইড বই কিনে তাকে পৌছে দেই। মাঝে মাঝে কাজিনের কাছে তার আপডেট নিতাম। ভালই প্রস্তুতি নিচ্ছে। সময় ঘনিয়ে আসলো পরিক্ষার। তাকে আমি প্রথম দেখি পরিক্ষার শেষে। পরিক্ষা শেষে বেরিয়েই আমাকে জানালো সে সব দিয়েছে, যা জানতো না, তাও। আমি কি কমু, হতাশ হলাম, কি করছে মেয়ে, সর্বনাশ, অসহায়ের মত লাগলো, সেই বারই প্রথম ঢাবির পরিক্ষায় নেগেটিভ মার্কিং শুরু। এতো দিনের পরিশ্রম শেষ।আমি আর বেশি কিছু বলি নাই তাকে। বিদায় নিয়ে চলে আসি।

পরে শুনি, সে বিএম কলেজে অর্থনীতি নিয়ে পড়ছে। তারও পরে শুনি বিয়ে করে সংসার কর্মে ব্যস্ত সে।

ঢাকা ৪
পরের বছর কাজিন একটি ছেলের কথা জানালো, বিজ্ঞান বিভাগে এইচএসসিতে ভালো পাশ দিয়েছে। মেডিক্যালে পড়ার ইচ্ছা, কাজিনই একটু ইনসিস্ট করে তার জন্য কিছু করা যায় কিনা। তার মা নাকি তাকে পড়ার জন্য ভিক্ষা পর্যন্ত করছে। যাইহোক আমি আমার মেডিক্যালে পড়ুয়া বন্ধুকে বিস্তারিত অবহিত করলে সে তার মেডিক্যালে পরিক্ষার প্রস্তুুর সমস্ত বই আমাকে দেয় আর বলে কোচিং এর জন্য একটু সময় লাগবে। দিন দশেক পর বন্ধু জানায় তার পরিচিত সলিমুল্লাহ মেডিক্যালের বন্ধু বিনা ফিতে কোচিং এর ব্যবস্থা করেছে। সেই বন্ধুর সাথে কথা বলে ছেলেটিকে ফোন দিয়ে জানাই রেটিনার কোচিং এ ভর্তির জন্য। তার কথা শুনে মনে হইছিল তাকে ধইরা আছার মারি। ঘটনা হইল সে ঢাকার যাত্রাবাড়িতে তার এক আত্মীয়র বাসায় আসার পর তাকে তিন হাজার টাকা দিয়ে ইউসিসিতে ভর্তি করাইছে। "তো আমাকে জানাইলা না ক্যান?" "সরি ভাইয়া ভুল হইছে,তাহলে ওইটা বাদ দিয়ে দেই", ''যেখানে পড়তাছো পড়ো, সেইখানে পড়েও মেডিক্যাল প্রিপারেশন নেওয়া যাবে"। কিছু কথার পর ফোন রেখে দেই।

পরে শুনি, সে বিএম কলেজে রসায়ন নিয়ে পড়ছে।

মন্তব্য ২৬ টি রেটিং +০/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:০০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি চেষ্টা করেছেন দরিদ্র ছাত্র ও ছাত্রীকে সাহায্য করতে। আপনার দিক থেকে ঐটুকুই যথেষ্ট ও উত্তম। অন্যের পড়া তো আপনি পড়ে দিতে পারবেন না। অন্যের সাফল্যও আপনি অর্জন করে দিতে পারবেন না। নিয়তে বরকত।

১৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৩

আকন বিডি বলেছেন: একটাও সাকসেস হই নাই তা নিয়া দুঃখ নাই।তবে কিছু কর্মকান্ড খুব খারাপ লাগছে। ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৪

পদাতিক চৌধুরি বলেছেন: আপনার প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। হয়তোবা ঠিক ঠাক কাজ করেনি। কিন্তু তার জন্য তো আর আপনি দায়ী নন। আপনার নির্মল মন আগামীতেও এরকম অসহায়ত্বের সহায়ক হোক কামনা করি।

১৫ ই আগস্ট, ২০২০ রাত ১০:০৬

আকন বিডি বলেছেন: ভাই এইটা অনেকটা রিয়া হইতেছে মনে হয়।

৩| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:০১

মিরোরডডল বলেছেন:



আহারে বাবার জন্য আমার মায়া লাগছে ।

কি বলে এগুলো আকন , সিরিয়াসলি !
বাসার আইসোলেশন ইজ ওকে কিন্তু অফিস করি মানে কি , যাওয়া হচ্ছে ?
এসময় হোম অফিস করবে নাহ ?

১৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:০৩

আকন বিডি বলেছেন: তখনও নিয়মিত অফিস করা হয়েছে। আর এখনতো রোস্টারিংই বাদ।

৪| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:০৬

শেরজা তপন বলেছেন: ভাল মনের মানুষ আপনি- অপেক্ষা করুন এবং নিশ্চিত বিশ্বাস রাখুন, অনেক ভাল কিছু অপেক্ষা করছে আপনার জন্য!

১৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:০৭

আকন বিডি বলেছেন: আপনি কেমন আছেন?

৫| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:০৭

মিরোরডডল বলেছেন:

৩ ও ৪, ম্যান ইউ ট্রাইড ইউর বেস্ট, গুড জব ।

৬| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:০৯

মিরোরডডল বলেছেন:

এখন সব ঠিক আছেতো আকন ?
আই উইশ সো ।

১৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:১১

আকন বিডি বলেছেন: আলহামদুল্লিলাহ ভালো। আপনাদের ওখানে এখন কেমন? ফায়ার, এর পর করোনা, আশা করি ভালো আগের চেয়ে।

৭| ১৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:২৫

মিরোরডডল বলেছেন:



আমাদের এখানে মোটামুটি সব কন্ট্রোলে চলে এসেছিলো । হঠাৎ লাস্ট এক মাস হলো ওয়েভ 2 শুরু হয়েছে । মেলবোর্ন ভিক্টোরিয়া অবস্থা ভালোনা কিন্তু সিডনিতে আমাদের এখানে মাচ বেটার । তাই খুবই খুশী যে হোম অফিস করলেও, এখন মাঝে মাঝে অফিস যাচ্ছি ।

১৫ ই আগস্ট, ২০২০ রাত ১১:২৬

আকন বিডি বলেছেন: ভালো খবর

৮| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: আপনার জন্য শুভ কামনা।

১৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৫

আকন বিডি বলেছেন: আপনার জন্যও শুভ কামনা।

৯| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১২:১১

অজ্ঞ বালক বলেছেন: ৩ নাম্বারটা পইড়া কষ্ট লাগলো। ব্যাড লাক, গাইডেন্সের অভাব আর কি!

১৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৫

আকন বিডি বলেছেন: নিজেদের মধ্যে ইনফো গ্যাপ ছিল

১০| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ১:৩৮

চাঁদগাজী বলেছেন:



(৩ ) ৪):
পরিবারের কেহ পড়ালেখা না জানলে, বাংগালীরা সঠিকভাবে বুঝতে পারে না কি করা দরকার। এজন্য দরকার, এডমিশন এডভাইজার।

১৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৭

আকন বিডি বলেছেন: গাইডেন্স খুব জরুরী দরকার

১১| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ২:৩৪

নেওয়াজ আলি বলেছেন: আপনার জন্য শুভেচ্ছা ও ভালোবাসা ।

১৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:১৭

আকন বিডি বলেছেন: আপনার জন্যও শুভেচ্ছা ও ভালোবাসা ।

১২| ১৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫০

ঘরহীন বলেছেন: ভালো মানুষ আপনি, সাহায্য করতে চেয়েছিলেন প্রতিবারই। অনেকেই করে না, সাধ্য থাকলেও।

১৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৪

আকন বিডি বলেছেন: এর জন্য জীবনে পস্তাতে হয়।

১৩| ১৬ ই আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

ঘরহীন বলেছেন: নিঃসন্দেহে, ভালো করতে চাওয়ায় একরকম অপরাধ!

১৪| ১৬ ই আগস্ট, ২০২০ রাত ৮:২৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
অনেক তথ্য শেয়ার করেছেন। যাক ভাল কাজের ভাল ফল পাবেন একদিন।

১৬ ই আগস্ট, ২০২০ রাত ৮:৩৩

আকন বিডি বলেছেন: হ ভাই সেই রকম ফল. ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.