নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকন বিডি

আকন বিডি › বিস্তারিত পোস্টঃ

চলার পথের কিছু কথা ১০

২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:২২

ঢাকা ১
কাজিনের বাসায় বেড়াতে যাবো আম্মা আর আমি। গন্তব্য মাদারটেক। মতিঝিল থেকে ম্যাক্সিতে উঠি। তখনও যাত্রী বলতে আমরা আর কোলে বাচ্চাসহ এক তরুনী। তিনি সামনের সিটে বাসা আর আমরা তাঁর ঠিক পিছনের সিটে বসলাম। খানিক্ষুন পর পর বাচ্চাটি কেঁদে উঠছে আর তার মা তাকে ও ও ও.... বলে ঠান্ডা করছে।কিছুক্ষন পর আবার কান্না শুরু। মাও ও ও ও .....। আম্মা আর থাকতে না পেরে কিছুটা বিরক্ত হয়েই বলেন " বাচ্চার লাগছে ক্ষুদা। আপনি করেন ওওওও। ওওওতে বাচ্চার পেট ভরবে? দুধ খাওয়ান।" দুধ খাওয়ানো শুরু করতেই সে চুপ।

ঢাকা ২
ভাতিজা ঢাকা আসছে ছোট ভাইর চিকিৎসার জন্য। ৫-৬ বছর বয়স। তার কাজিনদের সাথে থাকতে হয় যেহেতু মা বাবা দুইজনকেই হাসপাতালে থাকতে হয়। আমি মাঝে মধ্যে তাদেরকে সাহায্য করছি। একদিন তাকে নিয়ে হাসপাতাল থেকে ফিরছি। তাকে জিজ্ঞাসা করলাম বাসায় কাজিনদের সাথে "কি কি করো"। "অনেক মজা করি"। "কি কি মজা করলা?" ভাতিজা উত্তর "তুমি মজার কি বুঝো?"। :-&

কুমিল্লা ১
ভাতিজা তখন কেজি ১ এ পড়ে। তার ফ্রেন্ড এর দিকে ক্লাশেরই এক মেয়ে কিছুক্ষন তাকিয়ে ছিল দেখে তার কাছে ফ্রেন্ড গিয়ে শুধায় "আমাকে দেখে তোমার ফিলিংস হয়?" :``>>

কুমিল্লা ২
মামাতো বোন তার ছেলেকে সব সময় পড়ার উপর রাখতো। মেহমান আসছে সেই সময়ও এটা কি সেটা কি বলে প্রশ্ন করে দেখে ভাগিনা মাকে বলে কানেকানে কথা আছে। মাও বেশ আগ্রহ নিয়ে কান পেতে দেয়। ভাগিনা দাঁত খিটিমিটি করে কি যেন বলেই দৌড়। যতই বোনকে জিজ্ঞাসা করি। সে চুপ। অনেক চাপাচাপির পর বললো "ও বলছে "মা তুমি একটা কু# বাচ্চা", ও আসুক, আজ ওর একদিন কি আমার একদিন।"

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৩৭

চাঁদগাজী বলেছেন:



আমি নিজে ইন্জিনিয়ার; আপনার পড়ালেখা কোন বিষয়ে, কোন প্রফেশান?

২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৪

আকন বিডি বলেছেন: আপনি ইন্জিনিয়ার, এটা জেনে আমার কিছু হবে না। আমার পড়ালেখা, প্রফেশান জেনেও আপনার কোন কিছু হবে না।
আর ব্লগে আসি লেখালেখি করতে, কিছু অভিজ্ঞতার আলোকে লেখার চেষ্ঠা করি।
আমি স্বীকার করি আমার লেখা ভালো হয় না। আমি যা ভাবি তা লেখা হিসাবে প্রকাশ করতে আমার সমস্যা হয়।

২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৩:৪৭

আকন বিডি বলেছেন: আপনি কি আমার আচরনে কোন কষ্ট পেয়েছেন?
যদি পেয়ে থাকেন সে জন্য আমি লজ্জিত, ক্ষমাপ্রার্থী।

২| ২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: আপনি তো নিজেকে পন্ডিত মনে করে বসে আছেন। এটা ঠিক না।

২২ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

আকন বিডি বলেছেন: কোথায় নিজেকে পন্ডিত মনে করেছি নিজেকে?

৩| ২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৪:১৮

চাঁদগাজী বলেছেন:



আমি জানতে চাচ্ছি কোন বিষয়ে আপনার পড়ালেখা বেশী।

২২ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০০

আকন বিডি বলেছেন: একবার "পড়ালেখা কোন বিষয়ে" আর একবার "কোন বিষয়ে আপনার পড়ালেখা বেশী" দুইটা দুই বিষয়।
"পড়ালেখা কোন বিষয়ে" সেটা লেখায় কোন এক সময় চলে আসবে।
আর একটা বিষয় আপনি একটি পোস্ট দিয়েছিলেন সোফিয়া মসজিদ সম্পর্কে সেখানে মন্তব্যের এক পর্যায় আপনি আমাকে বেকুব বলেন, আমিও ঐ কথাটি বলি আপনাকে, এইটা সব সময় মনে পরে আর মনে খচখচ করে এর জন্য আমি লজ্জিত।আপনি সিনিয়র, আপনাকে এটা বলা আমার কার্টিসির বাইরে

৪| ২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: এখনকার পুচ্চি গুলা একেকটা সেইরকম!
বেশী আহ্লাদে যে গুলো বড় হয় অই গুলা বেশী পুংটা হয় :P
আবার জিনিয়াসও বলা যায়!
আমরা যখন কিছুই বুঝতাম না- তারা তারো আগেই ফিলিংন বোঝে :-/ =p~ =p~

২২ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৬:৫০

আকন বিডি বলেছেন: ব্যাপক পুংটা। ভাতিজা পড়তো ইংলিশ মিডিয়ামে,ভাই চেষ্ঠা করছিল ক্যাডেটে। খরচ কম শুনে ভাইস্তার ডায়ালগ "আমি কি বেশি খাই? কম খাবো, তারপরো ইংলিশ মিডিয়ামে পড়াও"
পরে কুমিল্লা জিলা স্কুলে সুযোগ পায়।

৫| ২২ শে আগস্ট, ২০২০ বিকাল ৫:৩৫

সাজিদ উল হক আবির বলেছেন: একটি শিশু কোন পরিবেশে , কাদের সঙ্গে বেড়ে উঠছে - তা তার ব্যক্তিত্ববিকাশে অপরিসীম ভূমিকা রাখে। বর্তমান বাংলাদেশের প্রেক্ষিতে শিশুদের মানসিক/ রুচিগত/ সাংস্কৃতিক বিকাশের অবস্থা শঙ্কাদায়ক বললেও কম বলা হয়।

২২ শে আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:০২

আকন বিডি বলেছেন: ভয়াবহ। খুব সেন্সেটিভ হয়ে উঠছে তারা। অল্পতেই "মরে যাবো" "বিষ খাবো" বলে।

৬| ২২ শে আগস্ট, ২০২০ রাত ৮:৫৫

নেওয়াজ আলি বলেছেন: আজকাল বাচ্চারা অনেক চালু । ভাতিজা মজা বুঝে চাচা বুঝে না :D

২২ শে আগস্ট, ২০২০ রাত ৯:৫৪

আকন বিডি বলেছেন: ও যে ভাবে কথাটা বলছিল আমি থ মেরে গিয়েছিলাম। এতটুকু ছেলে প্রশ্ন করে তুমি মজার কি বোঝ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.