নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকন বিডি

আকন বিডি › বিস্তারিত পোস্টঃ

চলার পথের কিছু কথা ১৩

২১ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৩৭

ঢাকা ১
সরকারী হাসপাতালে আয়া হিসাবে কাজ করতেন তিনি। অবসরে এককালীন ১৯ লক্ষ টাকা পান পাশাপাশি অবসরকালীন ভাতাও পান এখন। একটা ব্যাংকে টাকাটা ফিক্সড ডিপোজিট হিসাবে রেখেছেন। যখন রাখেন তখন ত্রৈমাসিক রেট ছিল ৭.৫%। যা পেতেন তা দিয়ে ভালো ভাবেই চলে যেত। মাঝে সেখান থেকে ১.৫ লক্ষ টাকা উত্তোলন করে নাতির বিয়েতে খরচ করেন। এর মাঝে তিনি আবার অসুস্থ হন জটিল কি এক রোগে। আবার লক্ষানেকের মত টাকা উত্তোলন করেন। গত এপ্রিল থেকে ত্রৈমাসিক রেট নির্ধারন করা হয় ৫% যেহেতু "প্রম" আবদার করেছেন। তাই অবসরপ্রাপ্তীর সেই ডিপোজিট দিয়ে যা আয় হচ্ছে তা নুন আনতে পান্তা ফুরানোর মত অব্স্থা। সরকারী সঞ্চয়পত্র কেনারও নানান ঝামেলা। টাকাটা তিনি লাগাবেন। কিন্তু এই সময় টাকা একবার হাত থেকে বেড়িয়ে গেলে আর ফেরত পাবার সম্ভবনা খুবই কম। এতগুলো টাকা কিন্তু ভ্যালু কত কম!

ঢাকা ২
অফিসে এক বয়স্ক চাচা আসেন তার মনিবের পক্ষ থেকে। কথায় কথায় জানতে পারলাম তার চার মেয়ে। সবাইকেই বিয়ে দিয়েছেন। কিন্তু মেঝ মেয়ের হাজবেন্ড একটা বাচ্চা রেখে মারা যান। সেই মেয়েকে নিয়ে তিনি জীবনের এই সময়টা পার করছেন।

ঢাকা ৩
গলির এক বাসার সামনে এক মহিলা এপার্টমেন্ট এর বয়স্ক দারোয়ানকে চার্জ করছে "আমাকে দেখে কি ফ্ল্যাটের মালিক মনে হয় না? আপনি আমাকে দেখে সালাম দেন না কেন?"

বরিশাল ১
জিয়া নামে এক ড্রাইভার ছিলেন আব্বার অফিসে। তিনি সেই ৯০-৯১ সালের চুলের স্টাইল ফলো করতেন সব সময়। ৯০-৯১ সালে আমি তখন নতুন নতুন স্কুলে যাওয়া শুরু করেছি। সরকারী কলোনীতে থাকি। মাঝে মাঝে দেখতাম জিয়া আংকেলরা কলোনীতে মিছিল বের করতেন। "কেউ খাব কেউ খাবেনা, তা হবে না তা হবে না, স্বৈরাচারীর কালো হাত গুঁড়িয়ে দাও গুঁড়িয়ে দাও"। সরকারী চাকুরি নিয়মিত করনেরও আন্দোলন করা হত। কিন্তু আজ পর্যন্ত তা আর হয় নাই।

তার সাথে শেষ আলাপ ২০০৩ সালে।তখন অফিসের কাজে বরিশাল থেকে ট্রাক নিয়ে এসেছেন ঢাকায়। সেই চুলের স্টাইল। সেই হাসি হাসি মাখা মুখ। বছরখানেক পর আব্বার কাছে শুনি তিনি ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছেন। অফিসকর্মীরা তাদের সাধ্যমত জিয়া আংকেলের পরিবারকে সহায়তা করেন। কিন্তু তার পরিবার সরকার এর কাছ থেকে কোন সহায়তা পান না। যেহেতু তিনি নিয়মিত কর্মী ছিলেন না। অথচ কোটি টাকার সরকারি গাড়ি দায়িত্ব নিয়ে চালিয়েছেন।

তিনি একবার ডিভি লটারিতে অংশগ্রহন করেন এবং ডিভি লটারি পান কিন্তু এইচ এস সি পাশ না হওয়া তিনি ভিসা পান না।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫৯

শাহ আজিজ বলেছেন: সালাম দেওয়ার ব্যাপারটি বেশ মজার । সম্ভবত ছালাম নিয়ে কিছু একটা ঘটেছে কাল , টি ভিতে । লিঙ্ক চাই ।

ব্যাঙ্ক মুনাফা ১১ থেকে কমিয়ে ৫ করেছে । আমরাও ভুক্তভোগী । সঞ্চয়পত্র কমিয়েছে কিছু । সবাই নিরাপদ ভাবত সঞ্চয়পত্রকে । কেন এটাকে লিমিট করা হল বুঝিনা । তারপর করের ঝামেলা আছে ।

এসব বলে লাভ নেই ।

২১ শে অক্টোবর, ২০২০ রাত ১০:০৯

আকন বিডি বলেছেন: স্লামুআলাইকুম এর পরিবর্তে আসসালামু আলাইকুম, খোদা হাফেজ এর পরিবর্তে আল্লাহ হাফেজ বলা নাকি জঙ্গীবাদের লক্ষন।

সব দেশে রিস্ক ফ্রীর রেট কম আর রিস্ক রেট বেশি হয় আমাদের সুপার অর্থনীতির দেশে উল্টা।

দেশের অর্থনীতি লক্ষ সুবিধার না। কিছু ক্লায়েন্ট যারা সরকারী ঠিকাদারী কাজে জড়িত তারা এখন ফান্ড নাই বলে কাজ সম্পূর্ন করার পরও বিল পাচ্ছে না।

২| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ১০:০৮

মা.হাসান বলেছেন:
গলির এক বাসার সামনে এক মহিলা এপার্টমেন্ট এর বয়স্ক দারোয়ানকে চার্জ করছে "আমাকে দেখে কি ফ্ল্যাটের মালিক মনে হয় না? আপনি আমাকে দেখে সালাম দেন না কেন?" =p~ =p~
ইহা লইয়া পরে গ্যাঞ্জাম বাধামু।

বড় লোকদের বড় বড় আব্দার থাকবে। কি করা সঞ্চয়পত্রের সুদ কমানোই থাক। দেশে বিনিয়োগের পরিবেশ তৈরী না করে এই রকম 'মানবতা মূলক' কাজ করলে বিনিয়োগ বাড়বে এরকম যারা চিন্তা করেন তাদের নোবেল না পাওয়া বড় পরিতাপের।

পয়সা দিলে মাস্টার্সের সার্টিফিকেট পাওয়া যায়। জিয়া সাহেবকে পরামর্শ দেয়ার কেউ মনে হয় ছিলো না।

২১ শে অক্টোবর, ২০২০ রাত ১০:১৭

আকন বিডি বলেছেন: বাঙ্গালী মানেইতো গ্যাঞ্জাম।গ্যাঞ্জাম লাগাইয়া যদি সুখ পান তয় লাগান।
আমেরিকায় এই সার্টিফিকেট দিলে পুলিশি কেসে জেল খাটা লাগতো। তখন জিয়া খারাপ কাজ করছে বইলা চিক্কুর দিয়া ব্লগ ফাটাইতেন।

২১ শে অক্টোবর, ২০২০ রাত ১০:২৫

আকন বিডি বলেছেন: নোবেলের জন্য কি কি করা হইছে তার একটা লিস্ট করা যায়
১. রোহিঙ্গা আমন্ত্রন। (শান্তিতে)
২. দেশ থেকে বিদেশে অর্থ রপ্তানীকরন (অর্থনীতিতে)
৩. ফাইনেন্স এর থিওরীর উল্টাকরণ (অর্থনীতিতে)
৪. একমাত্র নারী স্বৈরাচারী শাসক (শান্তি)
৫. ব্লাউজ কে দিয়েছে থিওরী (শান্তি)
৬. ৫২ না ৫৪ ধারা থিওরী (সাহিত্য) ইত্যাদি

৩| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ১০:২৬

চাঁদগাজী বলেছেন:


ড্রাইভার জিয়া সাহেবের পরিবার মানুষের সাহায্য পাচ্ছে, কিন্তু নিজ অধিকারের টাকা পাচ্ছেন না সরকার থেকে, এটা ভয়ংকর সমস্যা

২১ শে অক্টোবর, ২০২০ রাত ১০:২৯

আকন বিডি বলেছেন: এটার দীর্ঘ ইতিহাস আছে। চাকুরী নিয়মিতকরন নিয়ে নাটক হয়। প্রচুর দেনদরবার, ঘুষ আদান প্রদান, শেষে যে লাউ সেই কদু।

৪| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ১০:৪২

রাজীব নুর বলেছেন: জিয়া ড্রাইভারের ভাগ্য মন্দ।

৫| ২২ শে অক্টোবর, ২০২০ রাত ১২:৩০

নেওয়াজ আলি বলেছেন: জিয়া ড্রাইভার এর মত বহু লোক যেতে পারে না।

২২ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৫৫

আকন বিডি বলেছেন: তা ঠিক

৬| ২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৭

পদ্মপুকুর বলেছেন: নয়ছয়ের বিষয়টা প্রম এর আব্দার হলেও আখেরে লাভ হয়েছে হাভাত্যা ব্যাংক পরিচালক আর দুবৃত্ত ব্যবসায়ীদের। বাশ গেছে পাবলিকের।

২২ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৫৭

আকন বিডি বলেছেন: আর বারোটা বেজেছে পাবলিকের। অনেক মানুষ তার শেষ সম্বল কিছু টাকা রেখে নুন আর পান্তার ব্যবস্থা করতো, তারা এখন বিপদে।

৭| ২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৪

জনৈক অপদার্থ বলেছেন:

৮| ২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:০৫

জনৈক অপদার্থ বলেছেন: ১। https://www.primeit.org/courses/
২। https://dhaka.newhorizons.com/

Prime IT te job offer kore, new horizon Microsoft authenticated certificate provide kore. Both are good

২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:১০

আকন বিডি বলেছেন: ধন্যবাদ আপনার লিংকের জন্য

৯| ২৪ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৫

জনৈক অপদার্থ বলেছেন: আপনাকেও ধন্যবাদ। বাটপার চিটারদের ভিড়ে এই দুইটা ফার্মই রিলায়েবল আর ভালো,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.