নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকন বিডি

আকন বিডি › বিস্তারিত পোস্টঃ

চলার পথের কিছু ছবি ১

২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৮

সামনের ফাঁকা জমিটুকু চাষের উপযুক্ত করার চেষ্ঠায় লোকটি।


আড্ডারত দুইজন, বাম পাশের খুঁটির মাথায় কাক রয়েছে আমার পানে তাকিয়ে।


পরন্ত বিকালে ঘাটে যাত্রীর অপেক্ষায় লঞ্চগুলো।


বিআইডব্লিটিএর অফিস ভবন।


এক টুকরীর মূলধন, মূলধন বিকিয়ে জীবনের চাহিদার পূরণের প্রতিক্ষায়।


সন্ধ্যার পর লঞ্ঝ ঘাটে যাত্রীর অপেক্ষায় লঞ্ঝগুলো।


সুরভী ভাবীদের যে লঞ্ঝ আছে আগে জানলে বিনে পয়সা ভ্রমণ করতে পারতাম।


চৌধুরীর হাট। ব্লগে "চৌধুরী" কে আছে?


এটি মীরের হাট। যাবার সময় দেখি পল্টুন নাই। ফেরত আসার সময় দেখলাম নতুন পল্টুন।


ফেলে আসা নদীর বাঁক। তখনো সূর্য পূর্ণ উঠে নাই।


সূর্য উঠার পূর্বেই একটি প্যানোরমিক ছবি তোলার চেষ্ঠা।


অবশেষে তার বদন দেখা গেলো।


বিভিন্ন সময়ের সূর্যের বিচিত্র রুপ।































আজকে এই পর্যন্ত। বিদায়।


মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩২

সাহাদাত উদরাজী বলেছেন: আরো নানাবিধ ছবি হতে পারত!

২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৬

আকন বিডি বলেছেন: এক পোস্টে এতো ছবি দিলে সমস্যা। আরো দিবো। পরে।

২| ২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৯

রাজীব নুর বলেছেন: সুরভিদের লঞ্চে আমি নিজেই উঠি নাই। শুনেছি ওদের লঞ্চ বিশাল। অনেক সুযোগ সুবিধা আছে। সদরঘাট থেকে বরিশাল সরাসরি যায়। আমার মনিটোরে সমস্যা ছবি গুলো পরিস্কার দেখতে পারি নি।

২৬ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১৮

আকন বিডি বলেছেন: কেমন আছেন?

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: রাজীব নূর সাহেবের বাবারও মনে হয় লঞ্চ ছিল এক সময়। দুই লঞ্চ মালিক পরিবারের মধ্যে সম্বন্ধ হয়েছে। এই জন্য দুইজনে অনেক সুখী।
সদরঘাটে বুড়িগঙ্গার পানির যে অবস্থা। এটার একটা ব্যবস্থা করা উচিত।

২৬ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১৯

আকন বিডি বলেছেন: সদরঘাটে বুড়িগঙ্গার পানি দেশের উন্নয়নের প্রতিফলন।

৪| ২৬ শে ডিসেম্বর, ২০২০ রাত ২:১৭

নেওয়াজ আলি বলেছেন: লঞ্চে চড়ে বরিশাল যেতে খুবই মজা

২৬ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:২০

আকন বিডি বলেছেন: জার্নির মধ্যে লঞ্চ জার্নি আমার কাছে সেরা মনে হয়

৫| ২৬ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রথম মন্তব্যের সাথে একমত।

২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৫

আকন বিডি বলেছেন: এক সাথে বেশি ছবিতো দেওয়া যায় না। আমি যতটুকু জানি।

৬| ২৬ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কেমন আছেন?
বেঁচে আছি। এখনও বেঁচে আছি। এই বেঁচে থাকাটাই আনন্দের।

২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৬

আকন বিডি বলেছেন: বেঁচে থাকায়তো কোন কৃতিত্ব নাই । আছে কি?

৭| ২৬ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৩

মোহামমদ কামরুজজামান বলেছেন: আহা! চমতকার সব ছবি ।

আপনার ছবিগুলি দেখে সেই গানের কথা মনে পড়ে গেল,"যদি সুন্দর একটা ----- সদরঘাটের পানের খিলি তারে বানাই খাওয়াইতাম"।

২৭ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩৭

আকন বিডি বলেছেন: ভালোই গানটা।

৮| ১৯ শে মার্চ, ২০২১ দুপুর ১২:৪২

খায়রুল আহসান বলেছেন: "সূর্যের বিচিত্র রূপ" এর কয়েকটি ছবি বেশ ভাল হয়েছে। তবে একই বিষয়ে এতগুলো ছবি থেকে কয়েকটি কমিয়ে অন্য বিষয়ের উপর আরো কয়েকটা দেয়া যেত।

৯| ১৯ শে জুন, ২০২১ রাত ১১:১৮

আকন বিডি বলেছেন: ধন্যবাদ পরামর্শ এর জন্য

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.