![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক বছর পর গ্রামের বাড়ি গেলাম। আগে প্রতি বছর যাওয়া হতো নানান কারণে। কিন্তু ব্যস্ততার দরূন বেড়াতে যাওয়াটা এখন সংকুচিত হয়ে এসেছে। আগে চাচা চাচি ছিলেন যাদের টানে পরিবার সহ যাওয়া হতো। তারা আর নেই তাই যাওয়াটা আর আগের মত আনন্দময় হয় না কেন জানি। যাই হোক কিছু ছবি দেখি:
সেঝো খালার বাড়ি যাবার পথে যে প্রধান সড়ক পাড়ি দিতে হয়, এটি ঝালকাঠি - পিরোজপুর - খুলনা মহাসড়ক। এই সড়কের জন্য বাপের কাছে ধৌলাইও খেয়েছি ব্যাপক।
মহাসড়কের পাশ দিয়ে একটি শাখা সড়ক রয়েছে, যেটি বেনিনে নিহত একজন সৈনিকের নামে নামকরণ করা হয়েছে। এই সড়ক দিয়েই তিনি বেনিনের উদ্দেশ্যে রওনা হন এবং এই সড়ক দিয়েই তিনি কফিনবদ্ধ হয়ে গ্রামে ফিরে আসেন। গ্রামটির নাম কাটাখালি। তাঁর নাম লেন্স কর্পোরাল শহিদ মিরাজ আহম্মেদ (সাবু)।
নাক বরাবর গেলেই খালা বাড়ি
ডাব গাছ কতগুলো ডাব নারিকেল নিয়ে দাড়িয়ে আছে
গাছগাছালি
কলাগাছ, কলা আর মোঁচড়া
সূর্য অস্তমিত
পুকুর ঘাট
ম্যাক্সিমাম লিমিট ফিল আপ। তাই আজ এই পর্যন্ত।
০১ লা জানুয়ারি, ২০২১ সকাল ১১:৪৯
আকন বিডি বলেছেন: পাথরঘাটা থেকে নাকি? আপনার ইলিশ সম্পর্কি লেখায় দেখে ছিলাম।
২| ০১ লা জানুয়ারি, ২০২১ সকাল ১১:৫৩
শাহ আজিজ বলেছেন: আমি বরিশাল গেছি মার্কেটিং এর জন্য । টাইলস মার্কেটিং ।
৩| ০১ লা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৬
রোকনুজ্জামান খান বলেছেন: শুভেচ্ছা রইল ভাই।
০১ লা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১৭
আকন বিডি বলেছেন: সেইম টু ইউ
৪| ০১ লা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৪
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ কয়েক বছর পরে গ্রামে যাওয়ার মজাই আলাদা। গ্রামের আলো-বাতাসে ধূলিকণার মধ্যে থাকে আত্মিক যোগ। আমিও কয়েকদিনের মধ্যেই গ্রামে যাব বলে প্লান নিয়েছি। করোনার জন্য প্রায় এগারো মাস গ্রামে যেতে পারেনি। ছবিগুলো ভালো হয়েছে।
নতুন বছরের শুভেচ্ছা জানবেন।
০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১০:১৩
আকন বিডি বলেছেন: ধন্যবাদ।
আসলেই গ্রাম মানেই অন্য রকম। আর অনেক দিন পর গ্রামে যাওয়া হয়। অনেক পরিবর্তন। পজেটিভ নেগেটিভ দুই আছে। যাই হোক আপনিও ঘুড়ে আসুন আর সেই সাথে কিছু ছবি কিছু স্মৃতি আমাদের সাথে শেয়ার করবেন আশা করি।
আপনাকে শুভেচ্ছা।
৫| ০১ লা জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫১
মেহেদি_হাসান. বলেছেন: গ্রামের ছবিগুলো সুন্দর হয়েছে। গ্রামে শীতের পিঠা নিশ্চয় খেয়েছেন?
০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১০:১৬
আকন বিডি বলেছেন: তার আর বলতে। নানান ধরণের পিঠা। বেশি না। চালের রুটি দিয়ে হাঁস, লাউ দিয়ে কাছিকোছা পিঠা( অরিজিনাল বাংলাটা মনে নাই।) বড়াপিঠা, ভাপাপিঠা ইত্যাদি। ধন্যবাদ মন্তব্যের জন্য।
৬| ০১ লা জানুয়ারি, ২০২১ বিকাল ৫:০২
রাজীব নুর বলেছেন: আমারও এখন একটা ছবি ব্লগ দিতে ইচ্ছা করছে।
০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১০:১৭
আকন বিডি বলেছেন: যা ইচ্ছা দিবেন। তাতে কার কি?
৭| ০১ লা জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৭
চাঁদগাজী বলেছেন:
সাম্প্রতিক বাংলাদেশের মানুষের জীবন নিয়ে ছবি দেয়া যায় না? প্রকৃতির ছবি সব সময় সুন্দর, স্বাশত; তবে, মানুষের জিবনের ছবিই মানুষ দেখতে চান।
০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১০:১৯
আকন বিডি বলেছেন: অনেক দিন সবুজ শূণ্য থাকার পর খুব খারাপ লাগছিল। তার উপর মাস্ক পরে চলাফেরা। তাই গ্রামে যাই সেখানকার ছবি। মানুষের ছবি খুব একটা ভালো লাগে না তাই তুলিও না।
০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১০:২৩
আকন বিডি বলেছেন:
নেন এইটা আপনার জন্য। একটা খেলার মাঠ।
৮| ০২ রা জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪২
সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর ছবি। বছরে দুই একবার এই পথে যাওয়া হয়।
০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১০:২০
আকন বিডি বলেছেন: বাড়ি কই দাদো?
৯| ০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১০:২৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: দাদো মোগো বাড়ি ঝালোকাডি।
০২ রা জানুয়ারি, ২০২১ রাত ১০:২৮
আকন বিডি বলেছেন: ঝালোকাডির কোনহানে? মোগো বাড়ি রাজাপুর এর ফহিরের হাট আহনজি বাড়ি।
১০| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ৩:৫৭
ওমেরা বলেছেন: ছবিগুলো সুন্দর।
০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৩
আকন বিডি বলেছেন: জাঝাকাল্লাহু
১১| ০৩ রা জানুয়ারি, ২০২১ রাত ৮:৪৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমাদের বাড়ি পার হয়ে আপনারা আপনাদের বাড়িতে যান। আমাদের বাড়ি থেকে আপনাদের ওখানে যেতে আধা ঘণ্টা লাগে আনুমানিক। ব্লগে এর বেশী বলা ঠিক না।
০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৫৫
আকন বিডি বলেছেন: ও, ঠিক আছে।
১২| ০৬ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:০১
মনিরা সুলতানা বলেছেন: গ্রামের ছবি সব সময় ই সুন্দর।
১৩| ০৯ ই জুন, ২০২১ সকাল ৯:০০
খায়রুল আহসান বলেছেন: প্রথম ছবির সড়কটির জন্য 'বাপের কাছে ধোলাই' খেয়েছেন কেন?
অস্তমিত সূর্য এবং পুকুরঘাট এর ছবিদুটো ভাল লেগেছে।
পোস্টে ভাল লাগা + +।
১৪| ১৯ শে জুন, ২০২১ রাত ১১:০৯
আকন বিডি বলেছেন: আসসালামু আলাইকুম। আশা করি কুশলেই আছেন।
ধোলাই খেয়েছি কারণ আব্বা তখন অফিস থেকে সাইটে যেতেন সাত সকালে, ফিরতেন বেশ রাত করে। এসেই বিভিন্ন বিষয়ে আম্মার কাছে রিপোর্ট নিয়ে, দোষ পেলেই ধোলাই।
©somewhere in net ltd.
১|
০১ লা জানুয়ারি, ২০২১ সকাল ১১:৪৮
শাহ আজিজ বলেছেন: ভাল লাগলো । একবারই এই রাস্তা দিয়ে বরিশাল গেছি ।