নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আকন বিডি

আকন বিডি › বিস্তারিত পোস্টঃ

চলার পথের কিছু ছবি ৪

১২ ই জানুয়ারি, ২০২১ ভোর ৫:৪৮

দাদা বাড়ি ঝালকাঠি থেকে বড় বোনের শ্বশুর বাড়ি বরিশালের হিজলা যাব। হঠাৎ করেই সিদ্বান্ত নেই। যেহেতু তালই হঠাৎ করে ইন্তেকাল করেন ২০২০ সালের আগস্ট মাসে সেই সময় যেতে পারি নাই। তখন বাসায় ১ম এ আম্মা অসুস্থ হন তার পর আমি এর পর আব্বা। সিম্পটম গুলা একই। জ্বর, হালকা শরীর ব্যাথা। জ্বর ছেড়ে যাওয়ার সময় প্রচন্ড ঘামে অস্থির হওয়া লাগতো। আমরা অল্প সময়েই সুস্থ হয়ে উঠি কিন্তু ছোট বোনের করোনা পজিটিভ ধরা পরে। এই সব নানাবিধ কারণে যেতে পারি নাই। তাই গ্রামের বাড়ি আসার পর সেখানে যাওয়াটা বেশ গুরুত্বের সাথে নেওয়া হয়। সেই সময়ের যাত্রা পথের ছবি তুলি।

১,আড়িআল খাঁ নদী


২.নদীতে মাছ ধরায় ব্যস্ত একটি পরিবার, নৌকার মধ্যে তাদের সংসার


৩. তালই বাড়িতে পানের বরজ




৪. সেখানের একটি খামারে বিভিন্ন জাতের গরুর ছবি। এর উদ্যোক্তা দুলার কাজিন, তিনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।শিক্ষকতার পাশাপাশি তিনি এই খামারটি গড়ে তুলেন। ১২ টি উন্নত জাতের গরু রয়েছে তার খামারে। এছাড়া পাঁচটি পুকুর যেখানে বিভিন্ন জাতের মাছের চাষ করেন তিনি। গত বছর তিনি ১৫ লক্ষ পিছ পাংগাস মাছের ছাওয়াল বিক্রয় করেছেন।



দুই দিন পূর্বে তিনি ধরনীতে আসেন।


পুকুর পাড়ে বেড়ে ওঠা কদু গাছ


৫. হিজলায় একরাত থেকে ফিরে আসি দাদা বাড়ি। সেখানেই এই ছবিটা তুলি। একটি ফলের ফুল। বলতে পারেন কোন ফলের ফুল?


৬. পরের দিন ছোট খালার বাড়ি চালে আসি। সেখানে রাত্রিযাপন করে ঢাকায় আসার উদ্দেশ্যে রওনা দেবার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। সব কিছু ঘোলাটে ছবি।


কোটা ফিল আপ।

এই যাত্রার আরো ছবি ছিল যেগুলো আর দেবার ইচ্ছা নাই। একতো অল্প ছবি দিলেই ম্যাক্সিমাম ছবি আপলোড দেখায়। আর সময় কম পাই ব্যস্ততার দরূন।

মন্তব্য ১৬ টি রেটিং +২/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:০৫

চাঁদগাজী বলেছেন:


আপনার নিজের পেশা কি?

১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৮

আকন বিডি বলেছেন: একটি ইসলামী ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে কর্মরত।

২| ১২ ই জানুয়ারি, ২০২১ সকাল ৮:০০

কবিতা ক্থ্য বলেছেন: ৫নং কি জামরুল ফুল?

১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৪৮

আকন বিডি বলেছেন: হ্যা। ব্লগে আপনিই বলতে পারলেন।

৩| ১২ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:২৭

জুন বলেছেন: বেশি ছবি আপলোড করার জন্য আপনি পিসি বা ল্যাপটপে আরেকটি উইন্ডো ওপেন করে নতুন ব্লগ লেখার অপশনে গিয়ে সেখানেও ছবি আপলোড করে কাট এন্ড পেষ্ট করতে পারেন আপনার ছবি পোষ্টে । আমি তাই করি আরকি ।
ছবিগুলো সুন্দর ।

১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫০

আকন বিডি বলেছেন: মেনি মেনি থ্যাংকস এই ট্রিক্স এর জন্য। যাক ছবি ভালো লেগেছে বলে ধন্যবাদ।

৪| ১২ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৪:২১

জাহাঙ্গীরআলম৮৩১ বলেছেন: আমারো ইচ্ছা একটা খামার করার

১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫২

আকন বিডি বলেছেন: আগে ট্রেনিং নিয়ে অন্যদের অভিজ্ঞতা জেনে নিয়ে আশা করি শুরু করবেন। আপনার খামারের জন্য শুভকামনা করছি।

৫| ১২ ই জানুয়ারি, ২০২১ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: মোটামোটি।

১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৫২

আকন বিডি বলেছেন: কিছু না হইলেও সই।

৬| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:১৬

শায়মা বলেছেন: গোলাপ জাম আর জামরুলের ফুল একই টাইপ তাইনা???

ভাইয়া পুরাই গ্রামে বেড়িয়ে এলাম!!!!

১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:২৭

আকন বিডি বলেছেন: গোলাপ জাম


জামরুল ফল

৭| ০৯ ই জুন, ২০২১ রাত ১১:৫৪

খায়রুল আহসান বলেছেন: আপনি বেশ ঘন ঘন আত্মীয়-স্বজনের বাসায় বেড়াতে যান, তাদের খোঁজ খবর নেন, এটা খুব ভাল একটি অভ্যাস। আর আসা যাওয়ার পথের কিছু ছবি তুলে আমাদের সাথে শেয়ার করেন, তার জন্য ধন্যবাদ।

ছবি ব্লগটি ভাল লেগেছে। বিশেষভাবে উল্লেখযোগ্যঃ মাছ ধরায় ব্যস্ত পরিবারের নৌকার মধ্যে সংসার। + +

সময় করে পাঠকের মন্তব্যগুলোর উত্তর দিবেন। এটাও একটা সু-অভ্যাস।

৮| ১৯ শে জুন, ২০২১ রাত ১১:১৩

আকন বিডি বলেছেন: ব্যস্ত নাগরিক জীবন নিয়ে বিপাকে থাকার কারণে মন্তব্যর উত্তর দেই নাই।

৯| ০৯ ই জুলাই, ২০২১ সকাল ৯:৩৮

শেরজা তপন বলেছেন: কি মিয়া হারায় গেলেন ক্যা?
সমস্যা কি - আপনারে ব্লগে হারিক্যান দিয়ে বিচর‍্যাও পাওয়া যাইতেছে না ক্যা?

মিস ইউ ম্যান

১০ ই আগস্ট, ২০২১ রাত ৮:২২

আকন বিডি বলেছেন: লেখার আগ্রহ হয় না। তবে ভিজিট করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.