![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশে মেঘের ভেলা। পড়ন্ত বিকেলে রবির কারণে দিগন্তে মিশে থাকে চিত্রবিচিত্র রংয়ের মেলা। ইট পাথরের ভিড়ে, বারংবার নজর দেই আকাশ পানে, একটুখানি দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে নেই আবার গুটিয়ে। এই নগর আর নেই নগর, হয়েছে মৃত এক শবদেহ, প্রাণহীন দেহটা নিরবতা পালনে ব্যস্ত।
কিছু চিঠি লিখবে, যেন আমি তা নিয়ে ছুটে প্রিয়ার কাছে যেতে পারি।
ডাক বিভাগের হেড অফিস।
কোন এক নির্জন রাতে, একাকি চাঁদ এসে কয়, কিছুটা ওম দিবে আমায়।
চলো এ পৃথিবীটাকে সবুজে ছেয়ে দেই
ট্রাক্টর দিয়ে টেনে নেওয়া যায়, ঠ্যালা দেওয়া যায় কি?
কিছু মেঘ জমেছে দূরে, শিক্ত হবে ধরনী বৃষ্টি যখন হবে
পিছনে কে যেন আসে...
১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩১
আকন বিডি বলেছেন: আসসালামু আলাইকুম, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই কেমন আছেন?
২| ১১ ই আগস্ট, ২০২১ সকাল ৮:২৩
শেরজা তপন বলেছেন: কি ব্যাপার হঠাৎ হারিয়ে গেলেন যে!!!!
অনেকদিন পরে পেলাম আপনাকে
দেখে ভাল লাগল- এখন কি ব্লগে নিয়মিত হবেন নাকি- ফের ডুব????
১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩২
আকন বিডি বলেছেন: দেখি আবার ডুব দিয়ে কতদূরে যাওয়া যায়।
৩| ১১ ই আগস্ট, ২০২১ সকাল ৯:০৯
হাবিব বলেছেন: ছবিগুলো উপভোগ করলাম
১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩২
আকন বিডি বলেছেন: শুনে খুশি হলাম
৪| ১১ ই আগস্ট, ২০২১ দুপুর ১২:৩৯
রাজীব নুর বলেছেন: ছবি গুলো দেখলাম।
১৪ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৭:৩৩
আকন বিডি বলেছেন: ভালো আছেন?
৫| ১৫ ই আগস্ট, ২০২১ সকাল ৮:৪২
শেরজা তপন বলেছেন: সমস্যাটা কি জানতে পারি? মানে উধাও হবার হেতু?
১৫ ই আগস্ট, ২০২১ সকাল ৯:০৬
আকন বিডি বলেছেন: লেখালেখি অনেক পরিশ্রম এর ব্যাপার। আমি আবার অলস। ব্লগ ইউজার ফ্রেন্ডলি না। ইত্যাদি ইত্যাদি।
কেমন আছেন?
৬| ১৫ ই আগস্ট, ২০২১ সকাল ৯:৪০
শেরজা তপন বলেছেন: এই আছি ভাল মন্দ মিলিয়ে। এত দূরে দূরে থাকলে বন্ধুত্ব থাকবে কেমনে!!
একটু আধটু সমস্যা আছে কিন্তু সেটা আমলে না নিলেই হয়। লিখুন আর ব্লগে নিয়মিত হউন
৭| ১২ ই নভেম্বর, ২০২১ রাত ১০:২২
মিরোরডডল বলেছেন:
অনেকদিন পর দেখছি ।
কোথায় ছিলো এতদিন !
আকন ভালো আছেতো ?
©somewhere in net ltd.
১|
১০ ই আগস্ট, ২০২১ রাত ৯:৩৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক দিন পর ছবি নিয়ে ফিরে আসলেন। আশা করি ভালো আছেন।