নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

পাপের সাগরে

০৮ ই জুন, ২০২৩ ভোর ৬:২২

এখন অবশ্যই সেই সময়
যেই সময়ে ঈমান রাখা
আর হাতে জ্বলন্ত অঙ্গার রাখা সমান ।
তার মানে হলো - এখন মানুষ
পাপের সাগরে ভাসছে ।



হে বিশ্বাসী , তাহলে কি
তুমি ইবাদত ছেড়ে দিবে ?
সৎকাজ ছেড়ে দিবে ?
উত্তর হলো না ।



এটা ঠিক যে , তোমার হৃদয়
পাপ চিন্তায় ডুবে থাকে
তবুও তুমি নামাজ রোজা এবং ইবাদত ছেড়ো না,
সৎকাজ ছেড়ো না ।
ইবাদত ও সৎকাজও করবে এবং সাথে
পাপচিন্তাও করবে ।
কারণ এটা আখেরি জামানা ।



তবে যে কাজটি করবে না ,
আর তা হলো -
মানুষের অধিকার লংঘন করবে না ,
মানুষের মনে অন্যায়ভাবে দুঃখ দিবে না ,
মানুষের এক পয়সার সম্পদও নষ্ট করবে না ,
কোনো জীবকে অন্যায়ভাবে কষ্ট দিবে না ।
ঘুষ খাবে না , ব্যাক্তিগত সুদও খাবে না ,
মিথ্যা সাক্ষী দিবে না ,
চুরি ডাকাতি করবে না ,
প্রতিবেশীকে কোনো কষ্ট দিবে না ।
কোনো সেবা দিয়ে অতিরিক্ত টাকা নিবে না ।



উপরোক্ত নিষেধগুলি না মানলে
তুমি হেদায়েত পাবে না ।
যদিও তুমি নামাজ পড়তে পড়তে
কপালে দাগ করে ফেলো
এবং তোমার নামাজ গ্রহণ করা হবে না ,
তুমি চিরজাহান্নামী হবা ।
অনেককে দেখা যায় , মানুষের ক্ষতি করে
মানুষকে কষ্ট দেয় বা ব্যাক্তিগত সুদ খায় ,
সাথে নামাজ রোজাও করে ।
আল্লাহর কসম করে বলছি -
পরকালে এদের কোনো অংশ নেই ,
এরা চিরকাল জাহান্নামে থাকবে ।



( জাহাঙ্গীর আলম আকন্দ ) ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০২৩ সকাল ৯:২৯

কামাল১৮ বলেছেন: ইহকালে তাদের কি কিছু হবে?পরকালের হিসাব পরে।

২| ০৮ ই জুন, ২০২৩ সকাল ১১:০০

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার ভাবনা

৩| ০৮ ই জুন, ২০২৩ সকাল ১১:৪৬

রাজীব নুর বলেছেন: চারিদিকে পাপের উপকনের অভাব নেই।

৪| ০৮ ই জুন, ২০২৩ সকাল ১১:৫১

মোগল সম্রাট বলেছেন:
এটা গদ্য না পদ্য ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.