নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আল্লাহর নামে

ডাঃ আকন্দ

একজন চিকিৎসক ।

ডাঃ আকন্দ › বিস্তারিত পোস্টঃ

ইউরোপের বোধোদয়

২৪ শে জানুয়ারি, ২০২৬ ভোর ৫:২৮

গ্রিনল্যান্ডে ইউরোপ সেনা পাঠিয়ে সততার এক নজির গড়েছে। সততা ও ন্যায়ের জন্য যুদ্ধে যদি পুরো ইউরোপ ধুলোয় মিশে যায়, অর্থাৎ একেবারে ধ্বংস হয়ে যায়, তবুও তা গর্বের এবং বীরের মৃত্যু। গ্রিনল্যান্ডের সম্পদের লোভ যারা করে এবং যারা নিজের স্বার্থের জন্য অপরের অধিকার হরণ করে, তারা পৃথিবীর সর্বোচ্চ অপরাধী। তাদের বিরুদ্ধে পুরো পৃথিবী যুদ্ধ করে যদি পুরো পৃথিবীই ধ্বংস হয়ে যায়, তবুও তা করা সবার দায়িত্ব, কারণ তা গৌরবের। আশা করি ইউরোপ এই গৌরবের মৃত্যুকে বেছে নিবে ইনশাআল্লাহ ।



দুঃখ হলো মুসলমানরা ইউরোপকে ইসলামের উদারতা বুঝাতে সক্ষম হয় নাই। আর এজন্যই ইউরোপের কিছু দেশ ইসলামকে ঘৃণা করে এবং কিছু দেশ ইসলামের উন্নতিকে ঈর্ষা করে। এটার একমাত্র কারণ ইসলামিক পন্ডিতরা ইসলামকে ইউরোপের নিকট সঠিকভাবে উপস্থাপন করতে পারে নাই । সত্যি বলতে বর্তমানে ভালো মানের কোনো ইসলামিক স্কলারই নাই । এই সুযোগে মূর্খ মুসলিমরা ইসলামকে ভয়ের ধর্ম হিসেবে পরিচিতি করেছে । এটা মুসলমানদের চরম ব্যর্থতা। ইউরোপীয়রা যখন মুসলমানদের ঈর্ষা করে, তখন চরম মূর্খ মুসলমানরা ইউরোপকে দোষারোপ করে, অথচ সেই মূর্খ মুসলমানরা সর্বদা ইউরোপকে ঘৃণা করে এবং তাদেরকে ধ্বংস করে দিতে যায়। এটার পরেও মূর্খ মুসলমানরা ইউরোপ থেকে ভিক্ষা পাওয়ার আশায় বসে থাকে এবং আশ্চর্যজনক হলো, ইউরোপকে ঘৃণা করার পরেও তারা মুসলমানদের সাহায্য করে, আসলে মুসলমানদের লজ্জা সরমই নাই ।



বর্তমান সময়ে একজন গাজ্জালীর বড়ো প্রয়োজন মুসলমানদের জন্য । ইনশাআল্লাহ তিনি এসেছেন এবং আশা করা যায় খুব শীঘ্রই তিনে নিজেকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করবেন ইনশাআল্লাহ। তিনি মানুষকে ন্যায় ও সততা শিখাবেন। যাতে মানুষ পরকাল মুক্তি পাবে ইনশাআল্লাহ।



প্রিয় ইউরোপ সততা ও ন্যায়ের জন্য যেমন গ্রিনল্যান্ডে সেনা পাঠিয়েছো, তেমনি ইরানের ব্যাপারেও কঠোর হবেন না। কারণ একমাত্র ইরানই পৃথিবীর সকল অন্যায়ের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করছে । আর বাকি সবাই ইসরায়েলের সন্ত্রাসকে মুখ বুজে সহ্য করছে । আল্লাহর কসম, এর জন্য সবাইকে মূল্য দিতে হবে ইনশাআল্লাহ। আরেকটা সাবধান বাণী করছি, যে বিশ্ব মোড়লরা ইসরায়েলকে লালন পালন করছো, ইনশাআল্লাহ খুব শীঘ্রই বিশ্ব পরিচালনা করবে ভিন্ন শক্তি । আর এটা হবে শুধুমাত্র ফিলিস্তিনিদের অভিশাপে।



( মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ ) ।




মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২৬ ভোর ৬:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইউরোপ সততা ও ন্যায়ের জন্য যেমন গ্রিনল্যান্ডে সেনা পাঠিয়েছো,
তেমনি ইরানের ব্যাপারেও কঠোর হবেন না।

..............................................................................................
এখানেই আপনার ভূল ধারনা।
ইউরোপ এতদিন গাঁজার ব্যাপারে চোখ বন্ধ করে ছিলো কেন ?
ইরানের ব্যাপারে ও ট্রাম্পকে সমর্থন করবে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.