নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

মোহাম্মদ আলী আকন্দ

১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।

মোহাম্মদ আলী আকন্দ › বিস্তারিত পোস্টঃ

জামায়াতে ইসলামীর রাজনীতি

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

জামায়াতে ইসলামী কোন রাজনৈতিক দল না।
জামায়াতে ইসলাম একটি ধর্মীয় সংগঠন, এটা কোন রাজনৈতিক দল না। একটা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন যদি রাজনীতির মাঠে খেলতে আসে তাহলে এর পরিণতি কি হতে পারে জামায়াতে ইসলাম তার বাস্তব প্রমাণ।
পৃথিবীর শ্রেষ্ঠ একটা ফুটবল টিম যদি একটা দুর্বল ক্রিকেট টিমের সাথে ক্রিকেট খেলতে আসে, তাহলে এই অসম খেলায় পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবল টিমটা দুর্বল ক্রিকেট টিমের কাছে যে হেরে যাবে এতে কোন সন্দেহ নাই।
জামায়াত তার জন্মলগ্ন থেকে যতগুলি রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে তার সবগুলি সিদ্ধান্তই ভুল।
জামায়াতের ভুল সিদ্ধান্তগুলি --
১। যখন অবিভক্ত ইন্ডিয়ার মুসলমানরা পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন করছিলো, জামায়াত তখন এর বিরোধিতা করেছে। তারা চেয়েছিল অবিভক্ত ইন্ডিয়া।

২। পূর্ব পাকিস্তানের মানুষ যখন স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম করছিলো, জামায়াত তখন এর বিরোধিতা করছিলো। তারা চেয়ে ছিল অবিভক্ত পাকিস্তান।

৩। ১৯৯১ সালে বি এন পি সরকার গঠন করলে, জামায়াত তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামীলীগের সাথে আন্দোলন করে বি এন পি কে ক্ষমতা চুত করে। ১৯৯১ সালের নির্বাচনে জামায়াত সংসদে ১৮টা আসনে নির্বাচিত হয়েছিল। আর তত্ত্বাবধায়ক সরকারের রূপকার জামায়াতে ১৯৯৬ সালের নির্বাচনে ৩টা আসনে নির্বাচিত হয়। কত বড় রাজনৈতিক ভুল।

৪। বি এন পি র রাজনৈতিক কৌশলে কারণে ২০০১ সালের নির্বাচনে বি এন পি সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে সরকার গঠন করে। জামায়াতের আসনও ৩ থেকে ১৭ তে উন্নত হয়। বি এন পির সিদ্ধান্ত ছিল তারা একক ভাবে সরকার গঠন করবে। কিন্তু জামায়াতের প্রচণ্ড চাপে এবং ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত আওয়ামীলীগের সাথে আন্দোলনের কথা মনে রেখে বি এন পি জামায়াতে সাথে নিতে বাধ্য হয়। জামায়াতের চাপে বি এন পির এই সিদ্ধান্ত চরম ভুল রাজনৈতিক পদক্ষেপ।

৫। ২০০৮ সালে নির্বাচন যখন অনিশ্চিত, আওয়ামীলীগ নির্বাচনে যেতে প্রস্তুত, বি এন পি তখনও প্রস্তুত না। ঐ অপ্রস্তুত সময়ে বি এন পি যাতে নির্বাচনে যেতে বাধ্য হয় সেই উদ্দেশ্য বি এন পির স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের আগের দিন তাড়াহুড়া করে জামায়াত তাদের মজলিশে সূরার মিটিং ডেকে সিদ্ধান্ত নেয়, জামায়াত নির্বাচনে যাবে। জামায়াতের এই সিদ্ধান্তের কারণে বি এন পির স্ট্যান্ডিং কমিটি নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এই ভুল সিদ্ধান্ত ছিল জামায়াতের কফিনের শেষ পেরেক ।

একটা সংঘটনের সব শীর্ষ নেতা ফাঁসিতে মৃত্যুবরণ করে প্রমাণ করেছেন তাদের সব সিদ্ধান্ত ভুল ছিল।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:০৮

মানিজার বলেছেন: সঠিক পর্যবেক্ষণ মনে হচ্ছে আমার কাছে ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: রাজনৈতিক দলের কিছু বৈশিষ্ট্য আছে, যা ধর্মীয় সংগঠনের বিপরীত।

২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২০

মানিজার বলেছেন: বর্তমানে জামাত কি প্লান করছে কে জানে । ডর লাগে এই পার্টির সাইলেন্স ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: এটা কোন রাজনৈতিক দল না। এর কোন সঠিক প্লেন নাই।
আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক দল একটা আধুনিক সংগঠন।
যেহেতু এর কোন সঠিক প্লেন নাই, তাই এর কর্মকাণ্ড সঠিক ভাবে জানা সম্ভব না।
চুপ করে আছে মানে কি ?
চুপ করে থাকার মানে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি ভাবে মোকাবেলা করবে, তা সে জানে না।

৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

বিদেশে কামলা খাটি বলেছেন: রাজনীতি বাদ দিয়ে আসুন বিদেশে কামলা খাটি।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: সবাই তো আর রাজনীতি করবে না।
কেউ রাজনীতি করবে, আবার কেউ বিদেশে কামলা খাটবে।
ভালোভাবে করলে কোনাটাই খারাপ না।
আমি রাজনীতিকে খারাপ চোখে দেখি না।
আবার বিদেশে কামলা খাটাকেও খারাপ চোখে দেখি না।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

বিদেশে কামলা খাটি বলেছেন: আপনার কথা শুনে বড়ই আরাম বোধ করলাম।
শুকরিয়া।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: আমার কথা শুনে আরাম বোধ করাতে ভাল লাগলো। কিন্তু কথাটা সত্য।
আপনে যদি ভাল রাজনীতি করেন সেটা মানুষের কল্যাণে আসবে।
আবার বিদেশে কামলা খাটলেও আপনার নিজের, আপনার পরিবারের, আপনার দেশের কল্যাণে আসবে।

৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:০১

চাঁদগাজী বলেছেন:

লেখক বলেছে,
"চুপ করে আছে মানে কি ?
চুপ করে থাকার মানে, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি ভাবে মোকাবেলা করবে, তা সে জানে না। "

-যেকোন রাজনৈতিক পরিস্হিতে কোন কিছুর মোকাবেলা করতে হয় না, রাজনীতি করতে হয়।

-

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: "মোকাবেলা" শব্দটাকে আমি সংকীর্ণ অর্থে বলিনি।
রাজনীতিতে মোকাবেলার অনেকগুলি অর্থ হতে পারে।
প্রথমত যে অর্থে আমি "মোকাবেলা"শব্দটা ব্যবহার করেছি, তা হল রাজনৈতিক কৌশল।
দ্বিতীয়ত দলের দীর্ঘ মেয়াদি পরিকল্পনা।
তৃতীয়ত দলের লক্ষ্য ইত্যাদি।

রাজনীতি করা মানেই প্রতিনিয়ত পরিস্থিতি মোকাবেলা করা।

৬| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৪৫

ডার্ক ম্যান বলেছেন: জামাতে ইসলাম ধর্মীয় সংগঠন এমন চমকপ্রদ তথ্য ব্লগারদের কাছে তুলে ধরার কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করা যায়

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:১৪

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: জামাতে ইসলাম ধর্মীয় সংগঠন এটা কোন চমকপ্রদ তথ্য নয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামের গঠনতন্ত্রের ধারা-২ তে বলা আছে, "কুরআন এবং সহীহ হাদীসে নির্দেশিত আক্বীদাই জামায়াতে ইসলামীর আক্বীদা।"

ধারা ৫ এ বলা আছে,
"জামায়াতের দাওয়াত নিম্নরূপ হইবে --
১। সাধারণভাবে সকল মানুষ ও বিশেষভাবে মুসলিমদের প্রতি আল্লাহর দাসত্ব ও রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম-এর আনুগত্য করিবার আহ্বান।
২। ইসলাম গ্রহণকারী ও ঈমানের দাবিদার সকল মানুষের প্রতি বাস্তব জীবনে কথা ও কাজের
গরমিল পরিহার করিয়া খাঁটি ও পূর্ণ মুসলিম হওয়ার আহ্বান।
৩। সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে সুবিচারপূর্ণ শাসন কায়েম করিয়া
সমাজ হইতে সকল প্রকার জুলুম, শোষন, দুর্নীতি ও অবিচারের অবসান ঘটানোর আহ্বান।"

ধারা ৭ তে বলা আছে কার এর সদস্য হতে পারবেন,
"বাংলাদেশের যে কোন সুস্থ বিবেক-বুদ্ধিসম্পন্ন ও প্রাপ্ত বয়স্ক নর-নারী এই জামায়াতের সদস্য (রুকন)
হইতে পারিবেন যদি তিনি-
১। ব্যক্তিগত জীবনে ফরজ ও ওয়াজিবসমূহ আদায় করেন এবং কবীরা গুনাহ হইতে বিরত থাকেন। ...."

৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:০৪

ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: X((
যাই বলুন না কেন, ওরা কিন্তু এখন ভেতরে-ভেতরে কাজ করে যাচ্ছে
প্রতি বছর ওদের কমিট গঠন হয় যা অন্য দল গুলোর কয়েক বছরেও হয় না।
ওদের প্রতি সরকারের যে কঠোর অবস্থান অন্য কোন দল হলে এতো দিনে অস্তিত্ব বিলীন হয়ে যেত কিন্তু তারা এখন চুপ করে আছে এবং হয়তো আগামী নির্বাচনে এসে জানান দেবে। সময় বলে দেবে কার কি পরিনতি হবে।
তবে ওদের মেরুদন্ড ভেঙ্গে গেছে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৪

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: আমার অভিমত জামায়াত কোন রাজনৈতিক দল না। ধর্মীয় সংগঠন।

তাই ভিতরে ভিতরে বা প্রকাশ্য যাই করুক না কেন এতে রাজনৈতিক কোন লাভ হবে না।

আমি এর সাংগঠনিক কাঠামো নিয়ে এখানে লেখি নাই। একটা ধর্মীয় প্রতিষ্ঠানেরও সাংগঠনিক প্রক্রিয়া নির্বাচিত এবং গণতান্ত্রিক হতে পারে। যেমন-ক্লাব, সমিতি ইত্যাদির সাংগঠনিক কাঠামো গণতান্ত্রিক। নির্বাচনের মাধ্যমেই এদের কমিটি গঠিত হয়। তাই বলে একটা ক্লাবকে বা সমিতিকে তো রাজনৈতিক দল বলতে পারবেন না।




৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৮

কুকরা বলেছেন: জামায়াত ধর্মিয় দল হিসাবেও ব্যার্থ, কারণ কোন কোন ক্ষেত্রে এরা চরম ভাবে ধর্মের অপব্যাখ্যা করে।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:০০

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: ধর্মীয় দল না, আমার ভাষায় জামায়াতে ইসলাম একটি ধর্মীয় সংগঠন।
যদিও আমি এদের কোন কোন ব্যাখ্যার সাথে একমত না, তবুও আমি ব্যাখ্যা প্রসঙ্গে যাচ্ছি না।
ব্যাখ্যার ভিন্নতার কারণেই শিয়া, সুন্নি ও বিভিন্ন মাজহাব সৃষ্টি হয়েছে। আসলে ইসলামে এই বিভাজনগুলি নাই।
খ্রিস্টান ধর্ম সহ সব ধর্মেই বিভাজন এসেছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যার কারণে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.