নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

মোহাম্মদ আলী আকন্দ

১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।

মোহাম্মদ আলী আকন্দ › বিস্তারিত পোস্টঃ

যুক্তরাষ্ট্রের সংবিধান একটি সংক্ষিপ্ত পর্যালোচনা-২৭

০৭ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৮

২৩শ সংশোধনী
ধারা ১। কংগ্রেস যেভাবে নির্দেশ করে সেই ভাবে ডিস্ট্রিক্টটি যুক্তরাষ্ট্র সরকারের আসন গঠন করতে পারবে।
ভাষ্য
সংবিধানের ২৩শ সংশোধনী ১৯৬০ সালের ১৬ জুন কংগ্রেসে পাস হয়, আর ১৯৬১ সালের ২৯ মার্চ তা অনুমোদিত হয়।
প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রাজ্যগুলি থেকে যেভাবে সংখ্যা অনুপাতে নির্বাচক (electors) নির্বাচিত হয়, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া (the District of Columbia) অর্থাৎ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডি সি থেকেও সেই ভাবে নির্বাচক (electors) নির্বাচিত হবে।

ধারা ২। যথোপযুক্ত আইন প্রণয়নের মাধ্যমে এই অনুচ্ছেদ বলবত করার ক্ষমতা কংগ্রেসর থাকবে।
ভাষ্য
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডি সি কোন রাজ্য না। ১৭৮৭ সালে সংবিধানে শুধুমাত্র রাজ্যগুলিকে নির্বাচকমণ্ডলী (Electoral College) নির্বাচনের অধিকার দেয়া হয়। এই সংশোধনীর আগে পর্যন্ত অর্থাৎ ১৯৬১ সাল পর্যন্ত ডি সির অধিবাসীরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারতো না। এই সংশোধনীর ফলে ডি সির অধিবাসীরা প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ৩ জন্য নির্বাচক (electors) নির্বাচন করতে পারে।

২৪শ সংশোধনী
ধারা ১। জনকর বা অন্যকোন কর প্রদানে ব্যর্থ হওয়ার কারণে যুক্তরাষ্ট্র বা কোন রাজ্য, যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের প্রাইমারি বা অন্য নির্বাচন, প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য নির্বাচক নির্বাচন, বা কংগ্রেসের জন্য সিনেটর বা প্রতিনিধি নির্বাচনে ভোট দেয়ার অধিকার অস্বীকার বা খর্ব করতে পারবে না।
ধারা ২। যথোপযুক্ত আইন প্রণয়নের মাধ্যমে এই অনুচ্ছেদ বলবত করার ক্ষমতা কংগ্রেসর থাকবে।

ভাষ্য
সংবিধানের ২৪শ সংশোধনী ১৯৬২ সালের ২৭ অগাস্ট কংগ্রেসে পাস হয়, আর ১৯৬৪ সালের ২৩ জানুয়ারি অনুমোদিত হয়।
দক্ষিণের রাজ্যগুলিতে কালোদেরকে জনকর (poll tax) দিতে হতো, এবং ভোটার হওয়ার জন্য ফী প্রদান করতে হতো। ১৯ শতকের ৬০এর দশকে নাগরিক আন্দোলনের ফলে এই জনকর (poll tax) প্রথা বাতিল হয়ে যায়। ৫২টা রাজ্যের মধ্যে ৩৮টা রাজ্য এই সংশোধনী অনুমোদন করেছে। এই ৩৮টা রাজ্যের অধিকাংশই উত্তর এবং পশ্চিম অঞ্চলের। এই ৩৮টা রাজ্যের মধ্যে ফ্লোরিডা, টেনেসি, এবং মিসৌরি গৃহযুদ্ধের সময় কনফেডারেসির অন্তর্ভুক্ত ছিল। ভার্জিনিয়া, নর্থ ক্যারোলিনা, এবং এলাবামা এই সংশোধনী কংগ্রেসে পাস হওয়ার প্রায় এক দশক পরে অনুমোদন করে। দক্ষিণের ৬টা রাজ্য আজ পর্যন্ত এই সংশোধনী অনুমোদন করে নাই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.