নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

মোহাম্মদ আলী আকন্দ

১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।

মোহাম্মদ আলী আকন্দ › বিস্তারিত পোস্টঃ

কাজুও ইশিগুরো

০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৫০

এই বছর (২০১৭) সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন ব্রিটিশ লেখক কাজুও ইশিগুরো (Kazuo Ishiguro) ।

কে এই কাজুও ইশিগুরো?

কাজুও ইশিগুরো ১৯৫৪ সালের ৮ নভেম্বর জাপানের নাগাসাকিতে জন্মগ্রহণ করেন।
তার আব্বা সমুদ্রবিজ্ঞানী (oceanographer) হিসাবে চাকরি নিয়ে ১৯৬০ সালে পরিবার সহ ইংল্যান্ডে চলে আসেন।
কাজুও ইশিগুরো স্কুলের পড়া শেষ করে, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে মাঝখানের কয়েক বছর যুক্তরাষ্ট্র ও কানাডা সফর করেন।
১৯৭৪ সালে ক্যান্টারবুরিতে ইউনিভার্সিটি অফ কেন্টে ভর্তি হন।
১৯৭৮ সালে ইংলিশ এবং দর্শনে সম্মান সহ স্নাতক ডিগ্রি লাভ করেন।
স্নাতক ডিগ্রি লাভ করার পর লেখালেখিতে মন নিবেশ করেন।
১৯৮০ সালে ইউনিভার্সিটি অফ ইস্ট অঙ্গলিয়া থেকে ক্রিয়েটিভ রাইটিং এ মাস্টার ডিগ্রি লাভ করেন।
১৯৮২ সালে ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেন।

উল্লেখযোগ্য পুরস্কারসমূহ --
১৯৮২ সালে উইনিফ্রেড হোল্টবে মেমোরিয়াল প্রাইজ।
১৯৮৬ সালে হুইটব্রেড প্রাইজ।
১৯৮৯ সালে "দ্যা রিমেইন্স অফ দ্যা ডে" উপন্যাসের জন্য বুকার পুরস্কার।
১৯৯৫ সালে অর্ডার অফ দ্যা ব্রিটিশ এম্পায়ার।
১৯৯৮ সালে চেভালিয়ের লেট্ট্রেস। এবং
২০১৭ সালে নোবেল প্রাইজ।

তিনি নাটক, ঐতিহাসিক উপন্যাস, বৈজ্ঞানিক কল্পকাহিনী লিখেন।
তার উল্লেখযোগ্য কয়েকটি সাহিত্য কর্ম--
এন আর্টিস্ট অফ দ্যা ফ্লোটিং ওয়ার্ল্ড
দ্যা রিমেইন্স অফ দ্যা ডে
হোয়েনউই ওয়ার অরফেন্স
নেভার লেট মি গো

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:০৮

চাঁদগাজী বলেছেন:


ভালো হলো।

০৬ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩০

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন: কি ভাবে ভালো হলো, একটু ব্যাখ্যা করলে ভালো হতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.