নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

মোহাম্মদ আলী আকন্দ

১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।

মোহাম্মদ আলী আকন্দ › বিস্তারিত পোস্টঃ

ম্যারিল্যান্ডের উত্তরাধিকার আইনের সংক্ষিপ্তসার: ৬ষ্ঠ পর্ব

১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫২

লিভিং ট্রাস্ট --৩

ট্রাস্ট দলিলে কতগুলি লক্ষণীয় বিষয়:
১. মৃত ব্যক্তির পরবর্তী ট্রাস্টির (successor Trustee) নাম ট্রাস্ট দলিলে উল্লেখ্য থাকতে হবে। যার নাম পরবর্তী ট্রাস্টি হিসাবে ট্রাস্ট দলিলে উল্লেখ্য থাকবে, তিনি বর্তমানে ট্রাস্টি মারা যাওয়ার পর ট্রাস্ট দলিলের বর্ণনা মত ট্রাস্টের সম্পত্তি বণ্টন করার আইনগত দায়িত্ব পালন করবেন।

২. এই ট্রাস্টের সুবিধাভোগী (beneficiaries) কারা হবে তা ট্রাস্ট দলিলে উল্লেখ্য করতে হবে। যাদের নাম সুবিধাভোগী হিসাবে ট্রাস্ট দলিলে উল্লেখ্য থাকবে তারাই শুধু ট্রাস্টের সম্পত্তি পাবে।

৩. সুবিধাভোগীদের কাছে সম্পত্তি হস্তান্তরের কোন শর্ত আছে কিনা তা ট্রাস্ট দলিলে উল্লেখ্য করতে হবে। সাধারণত নাবালক এবং শারীরিক বা মানসিক প্রতিবন্ধীদের জন্য কিছু শর্ত থাকে। সেই শর্ত অনুসারে সম্পত্তি বণ্টন করতে হবে।

৪. ট্রাস্টের সম্পত্তি চিহ্নিত করা। ট্রাস্টের সম্পত্তি বুঝার উপায় হলো, মালিকানার জায়গায় লেখা থাকবে, ""এলেন স্মিত, ট্রাস্টি এলেন স্মিত ট্রাস্ট"

৫. ট্রাস্ট দলিলটা কি সাক্ষর করা হয়েছে এবং নোটারাইজ করা হয়েছে? ট্রাস্ট দলিল গ্রান্টর কর্তৃক স্বাক্ষরিত এবং নোটারি পাবলিক কর্তৃক নোটারাইজ হতে হবে। যে ট্রাস্ট দলিলে কোন সাক্ষর নাই অথবা নোটারাইজ করা হয় নাই, সেই ট্রাস্ট দলিল আইনত বৈধ না।

৬. ট্রাস্ট দলিলে কোন সংশোধনী বা পরিবর্তন করা হয়েছে কি না? অনেক সময় ট্রাস্ট দলিল করার পর এর ভুল-ত্রুটি সংশোধন করা হয় অথবা পরিবর্তন বা পরিবর্ধন করা হয়। এই ধরণের কিছু করা হয়েছে কি না তা নিশ্চিত হতে হবে।

ট্রাস্ট ব্যবস্থাপনা
গ্রান্টর মারা যাওয়ার পর পরবর্তী ট্রাস্টিকে কতগুলি পর্যায়ক্রমিক পদক্ষেপ নিতে হবে। গ্রান্টরের মৃত্যু সংবাদ ট্রাস্টের সুবিধাভোগী (beneficiaries) এবং উত্তরাধিকারীদেরকে নোটিসের মাধ্যমে জানাতে হবে। ট্রাস্টের সম্পত্তিগুলি চিহ্নিত করণ এবং মূল্যায়ন করতে হবে। মৃত ব্যক্তির ঋণ এবং খরচাদি পরিশোধ করতে হবে। ট্রাস্টের নামে একটা ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার নিতে হবে। ট্রাস্টের নাম ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে। সবশেষে ট্রাস্টের সম্পত্তি ট্রাস্ট দলিলের বর্ণনা মত বণ্টন করতে হবে।
(Maryland Code, Estates and Trusts, Title 14, Subtitle 1-4 and Title 14.5, Subtitle 1-10)

ম্যারিল্যান্ডের উত্তরাধিকার আইনের সংক্ষিপ্তসার: ১ম পর্ব

ম্যারিল্যান্ডের উত্তরাধিকার আইনের সংক্ষিপ্তসার: ২য় পর্ব

ম্যারিল্যান্ডের উত্তরাধিকার আইনের সংক্ষিপ্তসার: ৩য় পর্ব

ম্যারিল্যান্ডের উত্তরাধিকার আইনের সংক্ষিপ্তসার: ৪র্থ পর্ব

ম্যারিল্যান্ডের উত্তরাধিকার আইনের সংক্ষিপ্তসার: ৫ম পর্ব

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৮ সকাল ১০:৪৯

রাজীব নুর বলেছেন: যে যাকে নিয়ে আপ্লুত আছে থাকুক আদরে
জনান্তিকে বনসাই করে রাখি অংকুরিত মন
সান্ধ্য বিউগল ডাক দিয়ে চলে গেছে বহুক্ষণ
আমিও ফিরি অপ্রেমে অনাকাঙ্ক্ষিত অবেলায় ।

২৪ শে মে, ২০১৮ রাত ১:৩২

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:



সুন্দর কবিতা।
তবে চার লাইন কবিতায় আমার মত পাঠকের কাছে সম্পূর্ণ ভাব প্রকাশিত হয় না।
আগের কিছু কথা, আর আরো কিছু কথা থাকলে পাঠক কবির মনের ভাবটা ধরতে পারে।

২| ১৯ শে মে, ২০১৮ দুপুর ১:১৭

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: ধন্যবাদ :)

১৩ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


লেখাটি পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.