নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।
রুগী হিসাবে আমি খুবই সৌভাগ্যবান যে, চিকিৎসার জন্য যতজন ডাক্তারের কাছে গিয়েছি, তারা সবাই কোন ব্যতিক্রম ছাড়াই পেশাগত উচ্চ দক্ষতা সম্পন্ন, মেধাবী, এবং মানুষ হিসাবে উচ্চ মর্যাদা এবং মানবিক গুণাবলী সম্পন্ন। যদিও আমি এখন পর্যন্ত এই মনোভাব পোষণ করি, কিন্তু বাংলাদেশের অনেক মানুষের মনে গত শতাব্দীর আশির দশক থেকে এই মনোভঙ্গি পরিবর্তন হতে থাকে। ওই সময়ে যৌন পর্যটনের (sex tourism) ব্যবসার বাজার থাইল্যান্ডে রমরমা হয়ে উঠলে ইন্ডিয়ার এই খাত থেকে আয় কমে আসে। তখন ইন্ডিয়া চিকিৎসা পর্যটন বা medical tourism নামে আরেক ব্যবসা ফেঁদে বসে। এতেই বাংলাদেশের চিকিৎসকদের কপাল পোড়ে। বাংলাদেশে তাদের চিকিৎসা পর্যটন ব্যবসা সম্প্রসারণের জন্য একদিকে ক্রমাগত ভাবে বাংলাদেশি ডাক্তার এবং চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে অপপ্রচার চালাতে থাকে এবং অপরদিকে ইন্ডিয়ার ডাক্তার এবং চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে গুণকীর্তন করতে থাকে। ক্রমাগত, ধারাবাহিক এবং অবিরাম অপপ্রচারের ফলে শুধু বাংলাদেশী ডাক্তার নয়, সমগ্র বাংলাদেশ এবং বাংলাদেশিরাই ক্ষতির সম্মুখীন হয়।
এই পর্যন্ত পড়ার পর কারো কারো মনে প্রশ্ন জগতে পারে ---
১. আমি যে রকম বললাম, অর্থাৎ বাংলাদেশের সব ডাক্তারই কি ভাল?
আমার উত্তর:- না, বাংলাদেশের সব ডাক্তারই ভাল না। পৃথিবীর কোন দেশেই বা কোন পেশাতেই সব মানুষ সমান ভাল বা মন্দ হতে পারে না।
২. ইন্ডিয়ার ডাক্তার বা চিকিৎসা ব্যবস্থা কি আমাদের চাইতে ভাল না খারাপ?
আমার উত্তর:- আমাদের চাইতে ভালোও না খারাপও না। অর্থাৎ আমাদের মানেরই।
৩. বাংলাদেশের ডাক্তার বা চিকিৎসা ব্যবস্থার মান কেমন?
আমার উত্তর:- বিশ্ব মানের বা আন্তর্জাতিক মানের। আমি কোন কিতাবি বা গায়েবী কথা বলছি না, কারণ আমেরিকাতে অনেক বড় বড় হাসপাতাল এবং ডাক্তারের কাছে যাওয়ার সুযোগ আমার হয়েছে।
৪. বাংলাদেশে চিকিৎসা খাতে খরচ কেমন?
আমার উত্তর:- উন্নত দেশের সাথে তুলনা করলে তুলনায় হবে না। যদি ইন্ডিয়ার সাথেও তুলনা করেন, তাহলেও একই মানের সেবা কিন্তু অনেক কম খরচ।
বাংলাদেশের ডাক্তার বা চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জনমনে আস্থা ফিরিয়ে আনতে হলে ঠাণ্ডা মাথায় পরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে তথ্য ভিত্তিক, যুক্তিগ্রাহ্য বক্তব্য উপস্থাপন করতে হবে। এই সমস্ত বালখিল্য এবং হাস্যকর প্রতীকী পোস্ট ডাক্তার সম্পর্কে ধারণা আরো নিম্নমুখী করবে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০৮
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
আপনার জানার যে অদম্য আগ্রহ, তা আমাকে অনুপ্রাণিত করেছে। বাংলাদেশের শুধু ডাক্তার না, বাংলাদেশের অনেক কিছুই অপপ্রচারের শিকার।
অপপ্রচারের প্রধান অস্ত্র হচ্ছে আস্থা নষ্ট করে দেয়া।
আস্থা অনাস্থার একটা ঘটনা বলি।
তিন ভাই। সব চেয়ে ছোট ভাইয়ের দুইটা কিডনি নষ্ট। ইন্ডিয়াতে মেঝো ভাইয়ের কিডনি ছোট ভাইয়ের শরীরে প্রতিস্থাপন করা হল। কিছু দিন পর নানান জটিলতায় কিডনি দাতা মেঝো ভাই মারা গেলেন। তার কিছু দিন পর কিডনি গ্রহীতা ছোট ভাইও মারা গেলেন। এই ঘটনায় পাড়া প্রতিবেশী শোকে দুঃখে স্তম্ভিত হয়ে গিয়েছিল।
একজন প্রতিবেশী ইন্ডিয়ার ডাক্তারদের সমালোচনা করছিলেন। তিন ভাইয়ের জীবিত একমাত্র বড় ভাই ওই প্রতিবেশীকে থামিয়ে দিয়ে বলেছিলেন, "ডাক্তারের কি দোষ। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। " এটাই হল ইন্ডিয়ার ডাক্তারের উপর আমাদের আস্থা।
ঠিক এই ঘটনা আমাদের দেশে ঘটলে বলা হতো, "আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে মানে? ডাক্তারের ভুল চিকিৎসা আর অবহেলার কারণে আমার সোনার টুকরা দু ভাইকে হারালাম। " এটাই হল বাংলাদেশের ডাক্তারের উপর আমাদের অনাস্থা।
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৪
রাজীব নুর বলেছেন: বাংলাদেশে চিকিৎসার মান ভালো না। লাগবেন বাজি?
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৩
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
না, আমি বাজি লাগবো না। এখানে বাজি খেলার কিছু নাই।
"বাংলাদেশে চিকিৎসার মান ভালো না।" আপনার এই বক্তব্য যুক্তি এবং তথ্য দিয়ে প্রমাণ করলেই চলবে। আমি মেনে নিবো।
"বাংলাদেশে চিকিৎসার মান ভালো না।"
"বাংলাদেশে চিকিৎসার মান ভালো না।"
"বাংলাদেশে চিকিৎসার মান ভালো না।" এই কথা হাজার বার, লক্ষ্য বার, কোটি বার, মনে মনে, অথবা চিৎকার করে বলতে পারবেন।
কিন্তু আমি নিশ্চিত, যুক্তি এবং তথ্য দিয়ে প্রমাণ করতে পারবেন না "বাংলাদেশে চিকিৎসার মান ভালো না।"
বাংলাদেশের চিকিৎসার মান ইন্ডিয়ার চেয়ে কোন অংশে খারাপ না। কোন কোন ক্ষেত্রে ইন্ডিয়ার চেয়েও ভাল। বাংলাদেশের চিকিৎসার মান বিশ্ব মানের।
বাংলাদেশেই আমার জন্ম এবং জীবনের অধিকাংশ সময় এখানেই কাটিয়েছি। এদেশের ডাক্তাররাই আমার চিকিৎসা করেছে। কোন বই পড়ে বা পত্রিকা পড়ে অথবা কারো মুখে আমার শুনতে বা জানতে হচ্ছে না।
আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি, বাংলাদেশের ডাক্তাররা বিশ্ব মানের।
৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৪
রাজীব নুর বলেছেন: বাংলাদেশে চিকিৎসার মান ভালো না। লাগবেন বাজি?
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৩
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
না, আমি বাজি লাগবো না। এখানে বাজি খেলার কিছু নাই।
"বাংলাদেশে চিকিৎসার মান ভালো না।" আপনার এই বক্তব্য যুক্তি এবং তথ্য দিয়ে প্রমাণ করলেই চলবে। আমি মেনে নিবো।
"বাংলাদেশে চিকিৎসার মান ভালো না।"
"বাংলাদেশে চিকিৎসার মান ভালো না।"
"বাংলাদেশে চিকিৎসার মান ভালো না।" এই কথা হাজার বার, লক্ষ্য বার, কোটি বার, মনে মনে, অথবা চিৎকার করে বলতে পারবেন।
কিন্তু আমি নিশ্চিত, যুক্তি এবং তথ্য দিয়ে প্রমাণ করতে পারবেন না "বাংলাদেশে চিকিৎসার মান ভালো না।"
বাংলাদেশের চিকিৎসার মান ইন্ডিয়ার চেয়ে কোন অংশে খারাপ না। কোন কোন ক্ষেত্রে ইন্ডিয়ার চেয়েও ভাল। বাংলাদেশের চিকিৎসার মান বিশ্ব মানের।
বাংলাদেশেই আমার জন্ম এবং জীবনের অধিকাংশ সময় এখানেই কাটিয়েছি। এদেশের ডাক্তাররাই আমার চিকিৎসা করেছে। কোন বই পড়ে বা পত্রিকা পড়ে অথবা কারো মুখে আমার শুনতে বা জানতে হচ্ছে না।
আমি আমার অভিজ্ঞতা থেকেই বলছি, বাংলাদেশের ডাক্তাররা বিশ্ব মানের।
৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আপনার সাথে মোটেই একমত নই। আমার নিজের এবং আমার বন্ধু বান্ধব ও আত্মীয়স্বজনের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, বাংলাদেশের চিকিৎসার মান ভারতের চেয়ে অনেক খারাপ। ডাক্তার বা চিকিৎসা সহায়ক কর্মচারীদের কেউ কেউ হয়তো ভালো ও মানসম্পন্ন। কিন্তু বাংলাদেশের সার্বিক চিকিৎসা ব্যবস্থা অতি নিম্নমানের।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৪
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
আমার মতের সাথে একমত না হওয়ার অধিকার আপনার আছে। আপনার অধিকারকে আমি সম্মান জানাই।
ইন্ডিয়ার ডাক্তার এবং চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে আমি যেমন বলে ছিলাম, "আমাদের চাইতে ভালও না খারাপও না। অর্থাৎ আমাদের মানেরই।"
আপনি বলছেন, "বাংলাদেশের চিকিৎসার মান ভারতের চেয়ে অনেক খারাপ।"
আরেকজন হয়তো বলবে, বাংলাদেশের চিকিৎসার মান ভারতের চেয়ে ১০০ গুণ ভাল। ইত্যাদি।
আমি ১ নং মন্তব্যের জবাবে আস্থা-অনাস্থার কথা বলেছি। এটা ঘটনাও বর্ণনা করেছি। আমাদের নিজেদের, বন্ধু বান্ধব ও আত্মীয়স্বজনের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলি সম্পূর্ণ ভাবে আস্থা-অনাস্থার উপর নির্ভরশীল।
"ডাক্তার বা চিকিৎসা সহায়ক কর্মচারীদের কেউ কেউ হয়তো ভালো ও মানসম্পন্ন।" আমি আপনার এই কথার সাথে একমত। আমি আমরা মূল বক্তব্যেই বলেছি, কোন দেশে বা কোন পেশায় সবই ভাল বা সবাই খারাপ এই ভাবে ঢালাও ভাবে বলা যাবে না।
"কিন্তু বাংলাদেশের সার্বিক চিকিৎসা ব্যবস্থা অতি নিম্নমানের।" আপনার এই কথার সাথে আমি দৃঢ়তার সাথে দ্বিমত পোষণ করি।
আমি নিজে ডাক্তার না, আমার আব্বা-আম্মাও ডাক্তার না, এবং চিকিৎসা সংক্রান্ত আমরা কোন ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থও নাই। আপনি যেমন আপনারা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছেন, "বাংলাদেশের সার্বিক চিকিৎসা ব্যবস্থা অতি নিম্নমানের।" আমিও আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, "বাংলাদেশের সার্বিক চিকিৎসা ব্যবস্থা কোন কোন ক্ষেত্রে ইন্ডিয়ার সম মানের, আবার কোন কোন ক্ষেত্রে ইন্ডিয়ার চেয়েও ভাল।"
সবশেষে আপনার মতামত জন্য ধন্যবাদ। আশা করি সংশ্লিষ্টরা আমাদের মতামতগুলো বিবেচনা করবেন।
৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৫
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সহমত। বেশীরভাগ জনগণ আমাদের দেশের ডাক্তার আর পুলিশকে নিয়ে নেগেটিভলি চিন্তা করলেও আমি তাদের প্রতি সহানুভূতি দেখাই। কারণ, তারাও কেউ না কেউ আমাদেরই ভাই বেরাদর। তবে, পুলিশে অমানুষের সংখ্যা বেশী হলেও, ডাক্তারদের কসাই বলাটা আমার কাছে মোটেও ভাল লাগে না।
এই দেশে সেবার বিনিময়ে কুৎসিৎ গালি খাওয়া একমাত্র পেশা মনে হয় ডাক্তারি। আপনার মতই আমারও এক কথা - ভাল/খারাপ/লোভী ডাক্তার সব দেশেই আছে। তবুও আমাদের আস্থা রাখতে হবে আমাদের ডাক্তারদের প্রতি। আর আমি একটাই বলি, দেশের সবাই অটোমেটিকলি ভাল হবে যেদিন সরকার ভাল হবে, যেদিন আইন সবার জন্য সমান হবে...
০১ লা মার্চ, ২০১৯ রাত ২:৪৫
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
পুলিশের ব্যাপারটা ভিন্ন। পরে সময় হলে এই বিষয়ে আলোচনা করা যাবে। শুধু এটুকু এখানে বলে রাখি, পুলিশকে যে ভাবে দেখছেন, সে ভাবেই ব্রিটিশরা এই উপমহাদেশে পুলিশ বাহিনী সৃষ্টি করেছে। আমরা শুধু ব্রিটিশ সৃষ্ট পুলিশের উত্তরাধিকার বহন করছি।
আপনি আলোচনাতে আরেকটা মাত্রা যোগ করাতে আলোচনার পরিধি আরেকটুকু বিস্তৃত হল। তবে আমি এই ব্যাপারে আপনার সাথে একমত না তারা আমাদের ভাই বলেই তাদের প্রতি সহানুভূতি দেখাতে হবে।
ডাক্তারদের যদি টাকার জন্য কসাই বলা হয়, তা হলে বলব, বাংলাদেশের ডাক্তাররা অন্য যেকোনো দেশের ডাক্তারের চেয়ে কম টাকা নেন। আমেরিকার মতো উন্নত দেশে বহু মানুষ ডাক্তারের ফি দিতে না পারায় দেউলিয়া হিসাবে ঘোষণা করা হয়েছে। ইন্ডিয়াতেও ডাক্তারের ফি অনেক বেশি। অবশ্য ইন্ডিয়াতে অনেক ডাক্তার আছে পাস করার পর কোন চাকরি পায়না। তারা ওষুধ কোম্পানিতে রেপ্রেজেন্টিটিভের কাজ করে। তারা যদি বিনা মূল্যে বা কম পয়সায় চিকিৎসা দেয় তা হলে ভিন্ন কথা। কিন্তু ইন্ডিয়ার ভাল হাসপাতাল বা নাম করা ডাক্তাররা বাংলাদেশের ডাক্তারের চেয়ে বেশি ফি নেন।
ডাক্তারদের আগে কেউ গালি দিতো না। এখন দিচ্ছে। পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক ভাবে, আমাদের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা নষ্ট করার জন্য কে বা কাহারা এই কাজ করছে। "কে বা কাহারাকে" আমি আপনি সবাই চিনি। নাম বললে, কেউ কেউ রাগ করেন।
আমি আমার মূল লেখায় বলেছি, যা আপনিও সমর্থন করেছেন। সব ডাক্তার ধোয়া তুলসী পাতা না। ভাল মন্দ সবই আছে। কিন্তু যে ভাবে ঢালাও মন্তব্য করা হচ্ছে, সেখানেই আমার আপত্তি। সেখানেই বদ মতলব প্রকাশ পাচ্ছে। আমি আবার সব সমালোচনাকারিকেও ঢালাও ভাবে সমালোচনা করছি না। কেও কেও সত্যই ভুক্ত-ভুগি। কিন্তু কুমতলবীরা আমাদের মাইন্ডকে এমন ভাবে সেট করে দিচ্ছে, পান থেকে চুন খসলেই, ঢালাও ভাবে ডাক্তারদের চোদ্দ গুষ্ঠি উদ্ধার করা হচ্ছে।
কুবোতলবীরা পরিকল্পিত এবং উদ্দেশ্যমূলক ভাবে চিকিৎসা ব্যবস্থায় অনাস্থা এবং অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। এখানেই আমাদের সাবধান হতে হবে।
©somewhere in net ltd.
১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪০
মাহমুদুর রহমান বলেছেন: জানলাম।
ধন্যবাদ আপনাকে।