নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়মনসিংহ জেলা স্কুল থেকে ১৯৭৭ সালে এস.এস.সি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৭৯ সালে এইচ.এস.সি পাশ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে এলএল.বি (সম্মান) এবং ১৯৮৫ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এলএল.এম পাশ করি।

মোহাম্মদ আলী আকন্দ

১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।

মোহাম্মদ আলী আকন্দ › বিস্তারিত পোস্টঃ

আব্রাহাম লিঙ্কনের সেই বিখ্যাত ভাষণ।

২৫ শে জুন, ২০১৯ রাত ১:১৪


চার কুড়ি এবং সাত বছর আগে আমাদের প্রতিষ্ঠাতা পুরুষরা স্বাধীনতার চেতনা এবং সব মানুষকে সমান করে সৃষ্টি করা হয়েছে এই কথা দৃঢ় ভাবে বিশ্বাস করে এই মহাদেশে একটা নতুন জাতির জন্ম দিয়েছিলেন।

এখন আমরা একটা গৃহযুদ্ধে লিপ্ত হয়ে এই পরীক্ষার সম্মুখীন হয়েছি, এই জাতি অথবা যে জাতি এই ধরণের চেতনায় বিশ্বাস করে এবং নিজেদেরকে উৎসর্গ করে, তারা দীর্ঘ সময় টিকে থাকতে পারবে কি না।

যুদ্ধের একটা গুরুত্বপূর্ণ ময়দানে আজ আমরা সমবেত হয়েছি। এই ময়দানের একটা অংশকে আমরা সমাধি ক্ষেত্র হিসাবে উৎসর্গ করবো তাদের জন্য, যারা এই জাতিকে বাঁচিয়ে রাখার জন্য তাদের জীবন ত্যাগ করেছে।

আমাদের এই কাজ করা উচিত, কারণ এটা সম্পূর্ণরূপে উপযুক্ত এবং সঠিক কাজ। আবার বৃহত্তর অর্থে আমরা এই ভূমিকে উৎসর্গ করতে পারিনা, পবিত্র করতে পারি না -- সম্মানিতও করতে পারি না। জীবিত এবং মৃত এই সাহসী মানুষেরা, যারা এখানে যুদ্ধ করেছেন, তারাই ইতিমধ্যেই এই ভূমিকে পবিত্র করেছেন, যা আমাদের ক্ষুদ্র ক্ষমতা দিয়ে বাড়ানো এবং কমানোর অনেক উপরে।

আমরা আজ এখানে কি বললাম, তা পৃথিবীর নজরে কমই আসবে, অথবা কমই মনে রাখবে, কিন্তু তারা এখানে যা করেছে তা কোনদিন ভুলা যাবে না।

এখানে কোন কিছু উৎসর্গ করার চেয়ে তারা যে কারণে এখানে যুদ্ধ করেছে, এই অসমাপ্ত কাজটা এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের জীবনের লক্ষ্য। আমাদের সামনে যে মহান কাজ পরে আছে তাতে আত্মনিয়োগ করাই আমাদের আসল উৎসর্গ -- যে কাজের জন্য তারা এই সম্মানজনক মৃত্যুবরণ করেছে -- তারা যে কারণে তাদের সর্বোচ্চ নিষ্ঠা দেখিয়েছে আমাদেরও উচিত আমাদের নিষ্ঠা আরো বাড়ানো যাতে আমরা আরো দৃঢ় সংকল্প করতে পারি যে তাদের মৃত্যু বৃথা যাবে না -- ঈশ্বরের দয়ায় এই জাতির মুক্তির নব জন্ম হবে এবং জনগণের সরকার, জনগণের দ্বারা, জনগণের জন্য পরিচালিত হবে যাতে পৃথিবীর বুক থেকে মুছে না যায়। (লেখক কর্তৃক অনূদিত)



মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৯ সকাল ৯:২৭

ইসিয়াক বলেছেন: ধন্যবাদ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


আপনাকেও অনেক ধন্যবাদ।
পড়ার জন্য।

২| ২৫ শে জুন, ২০১৯ সকাল ১০:০১

চাঁদগাজী বলেছেন:


আপনি কি নিজের পোষ্ট নিজে পড়েন না?

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৭

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


জী, পড়ি।
আমি আমার লেখার একজন পাঠক।

৩| ২৫ শে জুন, ২০১৯ সকাল ১০:৩৭

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ওকে।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


ওকে তে কি বুঝতে চাইছেন।?
ভাল লেগেছে?

৪| ২৫ শে জুন, ২০১৯ সকাল ১০:৫১

ভুয়া মফিজ বলেছেন: এমন একজন বিখ্যাত মানুষের নাম শিরোনামেই ভূল? এতোটা কেয়ারলেস হওয়া বোধহয় ঠিক না। আব্রাহাম লিঙ্ক = আব্রাহাম লিঙ্কন।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


আমি আপনার সাথে একমত।
আমাকে আরো সতর্ক হওয়া উচিত ছিল।

ভুলের কোন কৈফিয়ত হয় না। শুধু রেকর্ড রাখার জন্য বলছি।
আমি লেখাটা অন্য একটা ফরমেটে টাইপ করেছিলাম। সেখান থেকে কপি করে পেস্ট করার সময় "লিঙ্কন' এর "ন" কোথায় যেন হাওয়া হয়ে যায়। সম্ভবত কপি করার সময় "ন" বাদ দিয়ে "লিঙ্ক' পর্যন্ত কপি করেছিলাম।

তবে যাই হউক, দোষ বলেন, ত্রুটি বলেন, ভুল বলেন, কেয়ারলেস বলেন দায়-দায়িত্ব আমারই।

সব শেষে ভুল ধরিয়ে দেয়ার জন্য অনেক ধন্যবাদ।
এডিট করে ঠিক করে দিয়েছি।

৫| ২৫ শে জুন, ২০১৯ সকাল ১১:৪৭

করুণাধারা বলেছেন: খুব ছোট ভুল, শুধরে নিতে বেশী সময় লাগতো না। কেন নিলেন না জানি না।

এমন অদ্ভুত নাম জীবনে শুনিনি, তাই তার সম্পর্কে লেখা পোস্ট পড়লাম না।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১০

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


আপনি ঠিকই বলেছেন: খুব ছোট ভুল।
এই যে এখন শুধরে নিলাম।
এডিট করে ঠিক করে দিয়েছি।

শুধু আপনি না, আমিও এমন অদ্ভুত নাম জীবনে শুনিনি।

কোন লেখা পড়া বা না পড়া আপনার স্বাধীনতা। আমরা কি সব লেখা পড়ি?

অদ্ভুত নাম শুনে আপনি লেখাটা পড়েন নাই। আপনার এই মনভঙ্গিটাকেও আমি সম্মান করি।

এই রকম একটা লেখা না পড়লে জগতের কি আসে যায়?

অনেক ভাল ভাল লেখা আছে সেগুলি পড়তে থাকুন।

আমি ছোটবেলা থেকে বাছবিচার না করে যাই পেতাম তাই পড়তাম।
সস্তা রহস্য উপন্যাস থেকে ক্লাসিক্যাল।
এই ভাবে শত শত বই পড়ে ফেলি।
যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন একদিন আমার এক শিক্ষক আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমি কি ধরণের বই পড়ি।
বলেছিলাম, হাতের কাছে যা পাই, তাই পড়ি।
তিনি আমাকে পরামর্শ দিয়েছিলেন, জীবন খুব সংক্ষিপ্ত। বাছাই করে ভাল বই না পড়লে অনেক ভাল বই পড়ার আগেই জীবনাবসান হয়ে যাবে।
তখন থেকে আর সব লেখা পড়ি না।

তাই আমার এই লেখা না পড়ার যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন তাকে আমি স্বাগত জানাই।

ভাল থাকেন। ভাল ভাল লেখা পড়েন।

৬| ২৫ শে জুন, ২০১৯ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: ভালো।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:১১

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


আপনাকেও অনেক ধন্যবাদ।
পড়ার জন্য।

৭| ২৬ শে জুন, ২০১৯ বিকাল ৪:০৫

মাহমুদুর রহমান বলেছেন: পৃথিবীর নজরে কমই আসবে, অথবা কমই মনে রাখবে
স্বাভাবিক । তারা যেহারে মানুষ হত্যা করে চলেছে পৃথিবীর বুকে এটা তাঁদেরই কর্মফল।

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২৬

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


"আমার আজ এখানে কি বললাম, তা পৃথিবীর নজরে কমই আসবে, অথবা কমই মনে রাখবে, কিন্তু তারা এখানে যা করেছে তা কোনদিন ভুলা যাবে না।"
এটা ছিল একজন বড় মানুষের বিনয়ী ভাষণ। ওই দিন আব্রাহাম লিঙ্কন যা বলেছিলেন তা অমর হয়ে আছে। প্রতিটা সচেতন মানুষ তা মনে রেখেছে।
আব্রাহাম লিঙ্কনের সেই দিন বলেছিলেন, "government of the people, by the people, for the people"

৮| ২৮ শে জুন, ২০১৯ রাত ২:১১

রিফাত হোসেন বলেছেন: পড়লাম

৩০ শে সেপ্টেম্বর, ২০১৯ রাত ৮:২৭

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


পড়ার জন্য অনেক ধন্যবাদ।

৯| ০৭ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:২৩

মোঃ মঈনুল ইসলামঢ় তুষার বলেছেন: ধন্যবাদ

১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:০২

মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:


পড়ার জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.