নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৯৮৭ সালে আইনজীবী হিসাবে ময়মনসিংহ বারে এবং পরে ঢাকা বারে যোগদান করি। ১৯৯২ সালে সুপ্রিম কোর্ট বারে যোগ দেই।
করোনাভাইরাস সম্পর্কে আগাম সতর্ককারী ডাক্তার লি ওয়েনলিয়াং আজ (শুক্রবার) সকালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
ডাক্তার লি ওয়েনলিয়াং এর বয়স মাত্র ৩৪ বছর হয়েছিল।
তিনি গত বছরের ডিসেম্বর মাসের ৩০ তারিখে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়ার আগাম সতর্কবাণী তার সোশাল মিডিয়াতে প্রচার করেন।
ডিসেম্বরের ৩১ তারিখে ওয়াহান স্বাস্থ্য কর্তৃপক্ষ ডাক্তার লি ওয়েনলিয়াং কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে।
জানুয়ারির ৩ তারিখে স্থানীয় পুলিশ "অনলাইন গুজব ছড়ানো" এবং "সমাজে অস্থিরতা সৃষ্টির" অভিযোগে ডাক্তার লি ওয়েনলিয়াং কে তলব করে।
পুলিশের চাপে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা মিথ্যা বিবৃতি দিতে বাধ্য হয়। এতে সে বলে, যে ভাইরাসের কথা বলেছে সেটা অন্য ভাইরাস, সেটা করোনাভাইরাস না।
শুধু এখানে পুলিশ ক্ষান্ত হয় নাই। তারা ডাক্তার লি ওয়েনলিয়াং এর কাছ থেকে একটা মুচলেকা সাক্ষর করে রাখে যাতে বলা হয় তিনি ভবিষ্যতে এই ধরণের "বেআইনি কাজ" আর করবেন না।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৫০
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
সৃষ্টিকর্তা এই কথাই ঘোষণা করেছে: সত্য বিরাজ করেছে, এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে; মিথ্যা অনিবার্যভাবে বিলুপ্ত হবে।
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০০
নেওয়াজ আলি বলেছেন:
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২২
একাল-সেকাল বলেছেন:
জ্ঞান বিজ্ঞানে উন্নত চীন এতোটাই মূর্খ যে, রাষ্ট্রীয় ভাবে মেয়েদের হিজাব নিষিদ্ধ করে এখন পুরুষরাও বাধ্য হয়েছে হিজাব পড়তে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৫৭
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
আরো তথ্য:
১। ডাক্তার লি ওয়েনলিয়াং ছিলেন একজন অফথালমোলজিস্ট।
২। তার মৃত্যু হয় ফেব্রুয়ারী ৭, ২০২০ মধ্যরাত ২:৫৮
৩। তিনি ওয়াহান সেন্ট্রাল হাসপাতালের ডাক্তার ছিলেন।
৪। তার মৃত্যুও হয় ওই ওয়াহান সেন্ট্রাল হাসপাতালে।
৫। হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে জানায় ফেব্রুয়ারী ৬, ২০২০ রাত ১০:৪০ ডাক্তার লি ওয়েনলিয়াং মারা গেছেন।
৬। ওয়ার্ল্ড হেলথ অর্গানিজশন ডাক্তার লি ওয়েনলিয়াং এর মৃত্যুতে শোকবার্তা পাঠালে, কর্তৃপক্ষ বলে তারা ডাক্তার লি ওয়েনলিয়াং এর মৃত্যু সম্পর্কে কিছু জানে না।
৭। এর কয়েক ঘন্টা পরে হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তার লি ওয়েনলিয়াং মারা যাওয়ার ঘোষণা প্রত্যাহার করে নেয়।
৮। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ ফেব্রুয়ারী ৭, ২০২০ মধ্যরাত ডাক্তার লি ওয়েনলিয়াং মারা যাওয়ার ঘোষণা প্রচার করে।
৯। এই ঘটনায় চীন উত্তাল হয়ে উঠেছে।
১০। শেষে কর্তৃপক্ষ বলতে পারেন ডাক্তার লি ওয়েনলিয়াং মারাই যাই নি। এটা একটা গুজব।
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:০৯
একাল-সেকাল বলেছেন:
ধন্যবাদ। ডঃ লি সম্পর্কে অ্যারো জানলাম। উনার মৃত্যুকে গুজব বলে উড়িয়ে দেয়া চীনের পক্ষে আর সম্ভব নয়।
WHO এর confirmation Al Jazeera সহ বিশ্ব মিডিয়ায় ইতোমধ্যেই news করা হয়েছে।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৩৭
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
চীনারা লেখা পড়ায় এবং গবেষণামূলক, পরীক্ষামূলক, অভিজ্ঞতাজনিত, এবং প্রয়োগিক বিদ্যায় অনেক উন্নত। যার ফলে ডাক্তার লি ওয়েনলিয়াং একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ হয়েও ব্যাক্টেরিওলজি এবং ভাইরোলজি সম্পর্কেও অবগত ছিলেন। সাবমিক্রোস্কোপিক, এবং প্রোটিনে থাকা জিনগত উপাদানের পরজীবী কণা সম্পর্কেও তার ব্যাপক জ্ঞান ছিল।
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৭
জহিরুল ইসলাম সেতু বলেছেন: ডাঃ লি ওয়ানলিয়াং আর কখনো এমন বিবৃতি দিবেন না। বেআইনি কাজ করবেন না।
বাংলাদেশী পুলিশের মতো এমন পুলিশও যে আছে, তা জানতাম না।
০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৫৯
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
যেখানেই যান তিতা জিনিসের স্বাদ তিতা, মিষ্টি জিনিসের স্বাদ মিষ্টি।
আর অটোক্রেটিক গভর্নমেন্ট এবং তার পুলিশের আচরণ সারা পৃথিবীতেই একই রকম।
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৫৩
সাহাদাত উদরাজী বলেছেন: উগান্ডার মত শাসন ব্যবস্থা!
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:১০
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
উগান্ডার মত শাসন ব্যবস্থা কোথায়?
চীনে?
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:০৫
নীল আকাশ বলেছেন: আমার কেন যেন মনে হচ্ছে একে মেরে ফেলা হয়েছে করোনা নিয়ে গোপন কিছু যেন ফাস না হয়।
চীনের পক্ষে কোন কিছু অসম্ভব না।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:১৪
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
কোন দেশের জন্যই কোন কিছু অসম্ভব না।
তবে মেরে ফেললে আর ঘোষণা দিতো না।
নাই, নাই।
যেমন ইলিয়াস আলী নাই।
অনেকেই নাই।
নাই, নাই।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:১৭
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
মেরে ফেললে নাই, নাই বলাটাই সবচেয়ে ভাল।
উল্টা মরার উপর খাড়ার ঘাঁ মারা যায়।
বলা যায়, বেটা ভারী বজ্জাত। নিজে লুকিয়ে থেকে আমাদের উপর দোষ চাপাচ্ছে।
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৪:১১
হাসান কালবৈশাখী বলেছেন:
সে বোকামি করেছে।
সে একজন চোখের ডাক্তার। ভাইরলজিষ্ট না।
তার কাছে প্রকৃতই করোনার আগাম তথ্য থাকলে সেটা প্রপার চ্যানেলে না দিয়ে সোশাল মিডিয়াতে দিয়ে দায়িত্বহীনতার কাজ করেছে।
সে নিজে ডাক্তার হয়েও সতর্কতামুলক ব্যাবস্থা নেয় নি। করনা থেকে সতর্ক হয় নি। বরং সোশাল মিডিয়াতে ব্যাস্ত ছিল।
অতিচালাকির ফল হাতেনাতে পেয়েছে। নিজেই ইনফেক্টেড হয়ে যানটা হারালো।
১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৪
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
সে ভাইরোলজিস্ট না হয়েও করোনাভাইরাস সবার আগে সনাক্ত করতে পেরেছিল, এটাই তার কৃতিত্ব।
চীনারা লেখা পড়ায় এবং গবেষণামূলক, পরীক্ষামূলক, অভিজ্ঞতাজনিত, এবং প্রয়োগিক বিদ্যায় অনেক উন্নত। যার ফলে ডাক্তার লি ওয়েনলিয়াং একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ হয়েও ব্যাক্টেরিওলজি এবং ভাইরোলজি সম্পর্কেও অবগত ছিলেন। সাবমিক্রোস্কোপিক, এবং প্রোটিনে থাকা জিনগত উপাদানের পরজীবী কণা সম্পর্কেও তার ব্যাপক জ্ঞান ছিল।
সোশ্যাল মিডিয়াতে প্রচার করার পর ওয়াহান স্বাস্থ্য কর্তৃপক্ষকেও সে ডিসেম্বর মাসের ৩১ তারিখে অবহিত করে। অটোক্রেটিক সরকারগুলির বৈশিষ্ট্য হল, প্রথমেই কোন ঘটনাকে ধামা চাপা দেয়ার চেষ্টা করে। ধামাচাপা দিতে ব্যর্থ হলে, ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করে।
৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৬:২১
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: করোনা ভাইরাসে মৃত রোগীদের বয়সের মিডিয়ান হচ্ছে ৪৯ - ৫৬ | অথচ ডাক্তার ওয়ানের বয়স ছিল ৩৪ বছর | সেই হিসাবে তার মৃত্যু কিছুটা প্রশ্নের উদ্রেক করে | হুইসেল ব্লোয়ার হওয়ার কারণেই কি তার চিকিৎসায় কোনো অবহেলা ছিল কি ? তাকে নিয়ে চীনের কর্তৃপক্ষের কার্যকলাপ অনেকটাই সন্দেহজনক |
১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:০৯
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
আমি আগেই বলেছি অটোক্রেটিক সরকারগুলির বৈশিষ্ট্য হল, প্রথমেই কোন ঘটনাকে ধামা চাপা দেয়ার চেষ্টা করে। ধামাচাপা দিতে ব্যর্থ হলে, ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কার করে। নানা তত্ত্ব তারা আবিষ্কার করে, যেমন চোখের ডাক্তার হয়ে সে কিভাবে করোনাভাইরাস সম্পর্কে জানে? কেন সে সোশ্যাল মিডিয়াতে প্রচার করলো? ইত্যাদি। নানা সন্দেহ হতেই পারে।
১০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০৮
রাজীব নুর বলেছেন: আল্লাহ আমাদের রক্ষা করুন।
১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৩
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
নিঃসন্দেহে আল্লাহই রক্ষাকর্তা।
কিন্তু নিজে চেষ্টা না করলে আল্লাহ কখনো রক্ষা করেন না।
প্রথমে নিজে চেষ্টা করলে আল্লাহ সাহায্য করেন।
ইনশাআল্লাহ, মানুষেই এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
মানুষ এই রোগের ওষুধ আবিষ্কার করবে।
মানুষেই এই রোগের প্রতিষেধক বের করবে।
আর এই সব প্রচেষ্টায় আল্লাহ মানুষকে সাহায্য করবেন।
১১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:২৪
একাল-সেকাল বলেছেন:
সাপুরের মৃত্যু ঘটে সর্প দংশনে
১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:১৬
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
এই কথা অনেকাংশেই সত্য, কিন্তু সব ক্ষেত্রে সত্য না।
এই কথা স্বতঃসিদ্ধ হলে, ক্যান্সারের ডাক্তার মারা যাবে ক্যান্সারে।
হার্টের ডাক্তার মারা যাবে হার্টের অসুখে।
১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৫:৩৬
জাহিদ হাসান বলেছেন: মহামারী শেষ হলেই চীনাদের উচিত জুতাপেটা করে চীনা কমিউনিষ্ট সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা।
সরি ফর ইউজ ব্যাড ল্যাঙ্গুয়েজ..
১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:২১
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
চীনারা কি ধরণের সরকার প্রতিষ্ঠা করবে সেটা চীনাদের ব্যাপার।
এই ব্যাপারে আমার কোন মত বা পরামর্শ নাই।
আমি ব্যক্তিগত ভাবে গণতন্ত্রে বিশ্বাস করি।
আর যা বললে বা করলে সরি বলতে হয়, সেটা না বললেই এবং না করলেই তো ভাল।
১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:৩১
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: @জাহিদ হাসান
জুতোপেটা করে বাংলাদেশ স্টাইলের গণতন্ত্র প্রতিষ্ঠা করলে তো সমূহ বিপদ !
চীনের সরকারের ভুল হয়েছে অবশ্যই, তবে এই সংক্রমণ মোকাবেলা করার জন্য চীন যেভাবে স্যাক্রিফাইস করছে তা বোধহয় বাংলাদেশ স্টাইলের কোনো গণতান্ত্রিক দেশ সক্ষম হতো না | চীন নেতৃত্ব জাতির দুর্যোগে অনেকবারই গোটা জাতিকে স্যাক্রিফাইস করতে সক্ষম হয়েছে | তাদের হুবেই প্রদেশটিকে বিচ্ছিন্ন করে ফেলা সহ যে সকল পদক্ষেপ তারা নিচ্ছে তা চীনের অন্য প্রদেশে সহ গোটা বিশ্বের মঙ্গলের জন্যই | চীনের অন্যান্য প্রদেশ থেকে প্রায় ৮/৯ হাজার স্বাস্থ্যকর্মী জীবনের ঝুঁকি নিয়ে ছুটে গেছেন এই বিচ্ছিন্ন প্রদেশে আক্রান্ত জনগণের পাশে গিয়ে দাঁড়াতে |
১০ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৯:৩৫
মোহাম্মদ আলী আকন্দ বলেছেন:
চীন সরকার এই দুর্যোগ মোকাবেলায় যে পদক্ষেপগুলি নিয়েছে তা খুবই প্রশংসা জনক।
তাছাড়া চীনা জনগণ যে কোন দুর্যোগ মোকাবেলায় সক্ষম।
যে জাতি চীনের মহা প্রাচীরের মত স্থাপনা তৈরি করতে পারে সেই জাতিকে স্থাপনা-হীন কোন জাতির সাথে তুলনা করলে ভুল হবে।
শত শত চীনা ডাক্তার নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন বাঁচানোর চেষ্টা করছে। তার মধ্যে ডাক্তার লি ওয়েনলিয়াং একজন।
©somewhere in net ltd.
১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:৪১
একাল-সেকাল বলেছেন:
আজ সকালে জানতে পারলাম। ধন্যবাদ।
কোরআনে আল্লাহ বলেনঃ
যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায় তখন মিথ্যা বিলুপ্ত হয়। কারণ মিথ্যা তাঁর প্রকৃতগত কারণেই বিলুপ্ত হয়।
বানী ইসরাঈল, আয়াত ৮১